নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এরশাদ সাহেবকে আবারও কিনলো আওয়ামীলীগ। এই ঘটনার পর নাসির উদ্দিন হোজ্জার একটি কৌতুকের কথা মনে পড়ে গেল। নাসির উদ্দিন হোজ্জা একদা একটা গরু বিক্রি করার জন্য এক দালালের কাছে দিল। দালাল রসময় ভঙ্গিতে দাম তোলা শুরু করলো। গরুর প্রয়োজনীয়তা এবং গুণ তুলে ধরতে সে নানাবিধ বিশেষণ ব্যবহার শুরু কোরল। এতে লাফিয়ে লাফিয়ে গরুর দাম বৃদ্ধি পেতে থাকলো। গরুর এতগুণ শুনে হোজ্জাও ক্রেতাদের সাথে পাল্লা দিয়ে দাম হাকাতে শুরু কোরল। দালাল এবার দ্বিগুণ উৎসাহ নিয়ে কাজ শুরু কোরল। এদিকে কোন ক্রেতাই হ্জ্জোাকে টেক্কা দিতে পারছে না। ক্রেতা যা দাম বলে হোজ্জা তার চেয়ে আরো বেশি বাড়িয়ে দাম বলে। সবশেষে ক্রেতারা কুলিয়ে না উঠায় হার মানল এবং সর্বোচ্চ দাম হাকায় হোজ্জাই গরু পেল। এবারে দালালের কাছে দাম পরিশোধও করলো। ওদিকে দালাল তাকে আড়ালে ডেকে নিয়ে বললো, হোজ্জা সাব আপনি আপনার গরুর দাম বাড়িয়ে কিনে কি লাভ হলো? উত্তরে হোজ্জা বললো, আরে গরুর গুণাগুণ না শুনে আমারও লোভ হয়েছে গরুটার গুণ যাচাই করে দেখতে!
আওয়ামী লীগ অনুষ্ঠান করে আবার তার নিজ খোয়াড়ের এরশাদ গরুকে ক্রয় করলো। এতে আসলে দুজনই জয়ী। এরশাদ খুশি নিজেকে উচ্চদরে বিক্রি করতে পেরে আর হাসিনা খুশি ভাল গরু কিনতে পেরে। মন্দলোক অবশ্য ভিন্ন কথা বলতে পারে!!
১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৮
উড়োজাহাজ বলেছেন: নানা ভাই! আমরা বড়ই হারামজাদা। কিছুতেই খুশি হতে পারি না।
২| ১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: এতে আসলে দুজনই জয়ী। এরশাদ খুশি নিজেকে উচ্চদরে বিক্রি করতে পেরে আর হাসিনা খুশি ভাল গরু কিনতে পেরে। মন্দলোক অবশ্য ভিন্ন কথা বলতে পারে!!
৯৬তে জাতীয় বেঈমানের তকমা গায় লাগাইছির যার কারণে
আজ তারেই দালাল বানাইয়া, থূতু মাখাইয়া আহা কি মধুর প্রতিশোধ!!!
১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৯
উড়োজাহাজ বলেছেন: আপনার উত্তর জটিলস মনে হলো। তবে খুশি হইছেন না বেজার হইছেন একটু জানান।
৩| ১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৪
নয়ামুখ বলেছেন: এতে আসলে দুজনই জয়ী। এরশাদ খুশি নিজেকে উচ্চদরে বিক্রি করতে পেরে আর হাসিনা খুশি ভাল গরু কিনতে পেরে। মন্দলোক অবশ্য ভিন্ন কথা বলতে পারে!!
বেশ মজা পেলাম
১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:১১
উড়োজাহাজ বলেছেন: মজাতো পেয়েই চলেছি। কিন্তু মজার শোধও দিতে হবে।
৪| ২১ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: লেখক বলেছেন: আপনার উত্তর জটিলস মনে হলো। তবে খুশি হইছেন না বেজার হইছেন একটু জানান।
ভাই ইডা কি কলৈন?????
যাদের নেতা এরম মূখ-পাতলা, নূন্যতম বোধহীণ, লাজ হায়াহীন তারা কেমনে খুশী থাকতে পারে!!!!!
যেখানে এরশঅদ তার স্রেফ ব্যক্তিত্বটা ধরে রাখলে একাই দুদলকে বিট করার অবস্থায় ছিল-সোখানে এইরকম স্ব-ঘৌষিত থুতু খাওয়া দালালের জন্য খুশী হবার কি কোন পথ আছে???
২৫ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫২
উড়োজাহাজ বলেছেন: হুম! এইবার ক্লিয়ার হলো।
৫| ২১ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫৭
বিশ্বাস করি 1971-এ বলেছেন: দুজনে দুজনার কোন কনডম অ্যাডের কথা যেন এটা?
২৫ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৩
উড়োজাহাজ বলেছেন: ছি! ছি! কিসের সাথে কী?
©somewhere in net ltd.
১| ১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৫১
নানাভাই বলেছেন: কেউ মাইর খাইয়া খুশী, কেউ মাইর দিয়া খুশী!
পাঠার সুখ মনে মনে।