নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জঙ্গিবাদের উত্থানের ব্যাপারে প্রশাসন কতটা সতর্ক? ঠিক জানি না। তবে অবস্থাদৃষ্টে মনে হচ্ছে বাংলাদেশ একটা আফগানিস্তান, একটা সিরিয়া, একটা পাকিস্তান হতে দেরি নেই। যে হারে কওমী মাদ্রাসা ভিত্তিক সংগঠনগুলো মাথা চারা দিয়ে উঠছে তাতে মনে হয় অদূর ভবিষ্যতে কোন সাম্রাজ্যবাদী দেশ যদি তাদের হাতে অস্ত্র তুলে দেয় তাহলে বাংলাদেশ জঙ্গিবাদে ছেয়ে যাবে। তারা দেশে অরাজকতা শুরু করে দেবে। আমার এ্ই কথায় ইসলামপ্রিয় কিছু মানুষ হয়ত প্রতিবাদ করবেন। বলবেন আমার অবস্থান কি তাদের বিপক্ষে? আমি বলবো ইসলামে সন্ত্রাসবাদ নেই। কিন্তু এই জঙ্গিরা সন্ত্রাসের মাধ্যমে ইসলাম কায়েম করতে চায়। এরা বিভ্রান্ত হয়ে গেছে। এখন শুধু সলতেয় একটু আগুন দিলেই ফেটে যাবে। এদের কাছে যে ইসলামটা আছে তা প্রকৃত ইসলাম নয়। এরা মোল্লা ও অতি পণ্ডিত শ্রেণীর বিশ্লেষণে একটা দুর্বোধ্য ও জটিল মাকড়সার জালের মত রূপ নিয়েছে। তাদের এই ইসলাম যদি প্রতিষ্ঠা হয় তাহলে জীবনে শান্তি আসবে না। এরা পশ্চাতমুখী। এদের ইসলাম ফতোয়া ও না না মতভেদে পরিপূর্ণ। এটা কিছুতেই আল্লাহর বলা সেরাতুল মোস্তাকীম নয়। এই ইসলামটা প্রতিষ্ঠিত হলেও কোন লাভ নেই। রাজনৈতিক অস্থিরতার সুযোগে এরা জেগে উঠছে। এদের কে টার্গেট করে সাম্রাজ্যবাদী দেশগুলো আমাদের দেশে হামলা চালাতে পারে অদূর ভবিষ্যতে । অতএব সাবধান। এদেরকে সত্য ইসলামের আলো দিয়ে সংশোধন করা জরুরী হয়ে পড়েছে।
২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৪৯
উড়োজাহাজ বলেছেন: দাদা দেখবেন দুদিন পরে। আজকে ছোট বোমায় প্রাণ যাচ্ছে দু'দিন পর বড় বোমায় যাবে। পরকালে গিয়ে বাস্তবতা টের পাবেন। হেই বুজবেন মুই কেডা।
২| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৪২
কামরুল বিডি বলেছেন: বা্হ অনেকদিন পর প্রকৃত একটা মোল্লা ফেলাম!! দেশের সব আলেম ভন্ড আর আপনি বড় প্রকৃত মাওলানা থুক্কু মোল্লা!! মিয়া নামাজ কয় ওয়াক্ত পড়তে হয় সেটা জানেন না আর দেশের প্রখ্যাত আলেমদের সমালোচনা করেন....।
২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৫২
উড়োজাহাজ বলেছেন: খুব লাগছে, না? ওহে নামাজী! নিজের রাস্তা মাপেন। এই তালে চলতে থাকলে কিছুদিন পরে টের পাবেন।
আমি ওই সকল লোকেদের মানসিকতা দেখেই বলছি। আমার চিন্তা যদি ভুল হয় তাহলে এর দায় আমার। কিন্তু সত্য হলে কিন্তু শেষে পেছনে হাতাবেন।
৩| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১:০৮
কামরুল বিডি বলেছেন: ভাই আমার গায়ে লাগার কিছু নাই, আমি কোন আলেমও না কোন মাদ্রাসায়ও পড়িনা, আমি আলেম উলামাদের পছন্দ করি তাই তাদের পক্ষে একটু বল্লাম আর কি । ভাই একটু চিন্তা করেন আপনাদের সাথে কিন্তু কবর পূজারী বাবা পূজারী (যারা কবর পূজা করে বাবা পূজা করে তারা কিন্তু প্রশ্নাতীত ভাবে শিরিক করে, আর যারা শিরিক করে তারাই মুশরিক মানে কাফের) রা ছাড়া হক পন্থি কোন আলেম নাই। তাই চিন্ত হয় আপনার মৃত্যুর পরে আপনি একজন মুসলমানের জানাজা কোন ভান্ডারী কবর পূজারী, বাবা পূজারী (মুশরিক) দের দ্বারা অনুষ্ঠিত হয় কি না???????
২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৩৭
উড়োজাহাজ বলেছেন: আপনি হাওয়া কথা ছাড়ছেন। আমার বক্তব্য আপনি বুঝেন নি। কার সাথে কী মেলানোর চেষ্টা করছেন। কবর পূজারীদের সাথে আপনি খামোখা মেলাতে চাচ্ছেন কেন? আলেম ওলামাদের পছন্দ্ করেন ভাল কথা। কিন্তু সত্যিকার অর্থেই কি চান এদেশটা একটা আফগানিস্তানের মত হোক, জানাযার মিছিলে বোমা মেরে মানুষ মারা হোক। আমিও চাই আল্লাহর হুকুম দুনিয়াতে প্রতিষ্ঠিত হোক। কিন্তু এই উসিলা ইসলামকে কলঙ্কিত করে নয়। আমি চাইনা আমাদের দেশের আলেমদের হাতে অস্ত্র তুলে দেক। তাদের ফেসবুক, ব্লগে লেখা লেখি দেখে, উগ্রতা দেখে আমার মনে হচ্ছে এখন তাদের হাতে তালেবানদের মত, আলকায়েদার মত ঝাপিয়ে পড়বে। এর জন্য এরা মুখিয়ে আছে। আমি জানি, আপনি যদি মাদ্রাসা শিক্ষিত না হন তাহলে এদের কর্মকাণ্ডকে সমর্থন করবেন না। মাদ্রাসা শিক্ষিত কওমীরা ওসামা বিন লাদেন তথা আলকায়েদা দ্বারা প্রভাবিত। এটাকে কাজে লাগানো ইসলাম বিরোধী শক্তিশালী সাম্রাজ্যবাদী দেশগুলো জন্য খুবই সোজা।
৪| ২৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:১০
পদ্মা_েমঘনা বলেছেন: ভাই, সময় খুব গুরুত্বপূর্ণ! কেন আমাদের সময় নষ্ট করেন? হেডিং দেখে ঢুকে একি বিরক্তি!!! কতীএঅ এর মন্তব্যটা আপনার জন্য পারফেক্ট! ইদানীং দালালিতে কি টাকার পরিমাণ খুব বাড়িয়েছে নাকি!!!!!!!!!!!!
২৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩৭
উড়োজাহাজ বলেছেন: আপনারা তো সেই লোকদের অন্তর্ভুক্ত যারা ৫০ টাকায় ভোট বেচে দেয়। আর তাই মনে করেন সবাই-ই আওয়ামীলীগ বিএনপির সমাবেশে টাকা নিয়ে হাজিরা দেওয়ার মত সবাই টাকার বিনিময়ে নিজেকে বেচে দেয়।
আপনার অনুমান যদি মিথ্যা হয় তাহলে কিন্তু এই অভিযোগ আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে। এই দায় নিয়ে অনুমান করতে শিখুন।
©somewhere in net ltd.
১| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৪১
কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: প্রেশক্রিপশনটা কি র' এর কাছ থেকে পাওয়া, তা দাদা র" এর দালালীতে কোন পদে আছেন, আর মাসে কত করে দেয়।