নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আতাহার হোসাইন

উড়োজাহাজ

ফেসবুক প্রোফাইল-https://www.facebook.com/ataharh

উড়োজাহাজ › বিস্তারিত পোস্টঃ

এইভাবে হাত উড়ে গেলে হেতে ভোট দেবে কেমতে- এতে কিন্তু গণতন্ত্রের অপূরণীয় ক্ষতি হয়ে যাচ্ছে!

০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫২





লোকটি দিকে তাকিয়ে দেখুন! গণতন্ত্র উদ্ধার করতে গিয়ে তিনি নিজের দুটি হাত উড়িয়ে ফেলেছেন। কিন্তু গণতন্ত্রের এই সৈনিক পুরস্কার না পেয়ে পেয়েছেন জেল। আসলে সত্যিকার গণতন্ত্র থাকলে সে পুরস্কারই পেত। তাই সত্যিকার গণতন্ত্র রক্ষায় তিনি ককটেল বানাতে গিয়ে নিজের দুটি হাত উতসর্গ করেছেন। কিন্তু দু:খের বিষয় এইভাবে হাত উড়ে গেলে গণতন্ত্র বাচানোর আসল লড়াই অর্থাত ভোট যুদ্ধে সে কীভাবে অংশ নেবে? সাধারণত হাতের বৃদ্ধাগুলির সাহায্যেই এই সংগ্রামটি করতে হয়। আফসোস এই সৈনিকটি, গণতন্ত্রের যোদ্ধাটি তার সেই দুই হাতই হারিয়ে বসেছেন। যে যাই বলুক, এদেরকে জেল না দিয়ে সম্মানিত করা উচিত। কি বলেন আপনারা? বেশিরভাগ লোক বললেই হয়ে যাবে।



গণতন্ত্রের সৈনিকদের নিকট আমার একট আবেদন, চোখ হারান, পা হারান কোন দু:খ নেই। কিন্তু আঙ্গুল দুটো হারাবেন না। হয় বেচে থাকবেন ভোট দেওয়ার সামর্থ নিয়ে নয় ককটেলের সাথে নিজেকে শহীদ করে দেবেন। পরকালে নিশ্চয় আব্রাহাম লিঙ্কন সাহেব আপনাদেরকে পুরস্কৃত করবেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.