নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কয়েকদিন আগে বাংলালায়ন নিয়ে বাংলানিউজ২৪.কম ধারাবাহিকভাবে কয়েকটি সংবাদ ছাপে। এর একটি লিংক খুজে পেয়েছি। । ভালো করে খুজলে বাকীগুলোও পাওয়া যাবে। তবে বিশেষভাবে প্রমাণ করার প্রয়োজনীয়তা আছে বলে মনে করছিনা। বিষয় এই যে এখনো বাংলালায়ন একই ধরনের সমস্যা করেই চলেছে। কিন্তু বাংলানিউজে এখন আর এরকম কোন প্রতিবেদন আসছে না। তবে ভালো করে খেয়াল করে দেখলাম বাংলা নিউজে বাংলা লায়নের একটি বিজ্ঞাপন ঝুলছে। বুঝে গেলাম আসলে মাজেজাটা কি।
এই হচ্ছে আমাদের দেশের মিডিয়ার চরিত্র! কারো পেছনে তারা লাগে, ধারাবাহিকভাবে একটার পর একটা প্রতিবেদন ছাপে। কদিন পরে দেখি পত্রিকার পাতা জুড়ে ঐ কোম্পানীর একেকটা বিজ্ঞাপন। খেল খতম। আসলে এইটুকুর জন্যই ঐটুকু করা।
কয়েকদিন দেখলাম রূপগঞ্জের জনৈক মোশাররফ নামক এক ব্যাক্তিকে নিয়ে ধারাবাহিক রিপোর্ট। সম্ভবত সে জমিজমা সংক্রান্ত ব্যবসায় বাংলানিউজের মালিকের প্রতিদ্বন্দ্বী। না হলে এমনভাবে কারো পিছু লাগার আর কোন মানে থাকতে পারে না।
মিডিয়া যদি এইকাজে ব্যবহৃত হয় তাহলে কদিন পর মিডিয়ার সব গেৌরব হারিয়ে যাবে । সেখান সত কর্মীগণ পালিয়ে যাবেন অথবা অন্যায়ের সাথে আপস করবেন। আর মানুষের কাছে মিডিয়ার গ্রহণযোগ্যতাও হারাবে। আজকে যেমন মিডিয়ার মাধ্যমে খবর পেয়ে প্রশাসন বিভিন্ন পদক্ষেপ নেয়, দুর্বলের প্রতি সহযোগিতা করে কদিন পর তারা তা করতে সাহস করবে না। কারণ সেটাও প্রতিহিংসাপরায়ণ সংবাদ বলে তারা মনে করতে পারে।
০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১১
উড়োজাহাজ বলেছেন: আগেও করছে, আরো করবে। এটাই মিডিয়ার আসল চরিত্র। তবু্ও এরা জাতির বিবেক।
২| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১২
পেইচিং বলেছেন: ইহা 'ভূমিদস্যু' সাহেবের মিডিয়া। আমাকে তাদের ফেসবুকে কমেন্ট ব্যান করেছে। কারণটা খুবই দু:খজনক।
রহমত উল্যাহ নামের এক রিপোর্টার আমার এক ফ্রেন্ড-এর লেখা চুরি করছে। সম্পাদক সহ অনেক সিনিয়রদের ধরেও ব্যাটারে শাস্তি দিতে পারলাম না। ওই হালার পুতেও পরে আর ফোন রিসিভ করে না। পাইলে পাছার মধ্যে লাত্থি দিতাম।
০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১১
উড়োজাহাজ বলেছেন: নিজের গোয়ালের গরু তো!
৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪২
মদন বলেছেন:
০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১৩
উড়োজাহাজ বলেছেন: এইডা কি!
৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৮
আখিলিস বলেছেন: 'বাংলানিউজ'ও একটা নিউজপেপার আর 'আমার দেশ'ও একটা টিস্যু পেপার !
০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১২
উড়োজাহাজ বলেছেন: কেমনে কি! বাংলালিউজ তো নিউচ পেপার লয় রে ভাই!
৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮
রাতুল রেজা বলেছেন: দেশের হলুদ সাংবাদিকতায় নগ্নতা নিয়ে আসে বাংলানিউজ নামের এই ওয়েবসাইট। এদের নাম হওয়া উচিত নগ্ননিউজ২৪
০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২২
উড়োজাহাজ বলেছেন: কাকে বাদ দেবেন?
©somewhere in net ltd.
১| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০৩
লিন্কিন পার্ক বলেছেন:
বাংলানিউজ এইরকম কাজগুলা আগেও করছে !