নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশটা রসাতলে গেল। নিজেরা নিজেদের সমস্যা সমাধান করতে পারিনি। জগাখিচুড়ি গণতন্ত্র চর্চা করতে করতে এখন খাদের সর্বশেষ প্রান্তে এসে পৌছেছি। আওয়ামী লীগ, বিএনপির নামে, জামায়াতের নামে একে অন্যকে খুন করছি, পেট্রোল বোমায় কাবাব বানাচ্ছি বনী আদমের। অথচ আমাদের মাঝে বিভেদ হওয়ার কথা ছিলনা। লৌহ কঠিন ঐক্যের মাধ্যমে সংগ্রাম করে দেশকে স্বাধীন করেছি। একটি স্বাধীন ভূ-খণ্ড পেয়েছি। কিন্তু এখন আমাদের অবস্থান কোথায়? সমসাময়িক দেশগুলো তরতর করে এগিয়ে গেছে। আমরা কামড়া-কামড়ি করে, ক্ষমতা লাভের জন্য দেশটাকেই অকার্যকর প্রমাণ করেছি। গণতন্ত্রই সকল সমস্যার সমাধান বলে চিতকার করা সেই বুদ্ধিজীবীরা আজ কোথায়? কেন তারা আজ বলছেন সমাধান কারো হাতে নেই। লাটাই কোথায় থেকে ঘোরানো হচ্ছে তা কেউই বলতে পা্রছেন না। কিন্তু কেন আামাদের আজ এই অবস্থা? তাহলে কেন এত দিন আপনারা আমাদের গণতন্ত্র নামক বটিকা গলধকরণ করিয়েছেন? কোথায় আজ আপনাদের হাসি খুশি চেহারা? আমাদেরকে তো রক্ষা করতে পারছেনই না, এমনকি নিজেরাও আজ আক্রান্ত হচ্ছেন। এখনো কি গণতন্ত্র গণতন্ত্র বলে চিতকার করার সাহস আছে কারো?
১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৬
উড়োজাহাজ বলেছেন: একটু অপেক্ষা করতে হবে। যে গাছ দীর্ঘ সময় নিয়ে বেড়ে ওঠে তা উপরে পড়তে একটু সময় নিবেই। তবে গণতন্ত্র নামের এই ব্যবস্থার পতন অনিবার্য।
২| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০১
পাঠক১৯৭১ বলেছেন: গণতন্ত্র বিশ্বে আছে, কাজ করছে; গণতন্ত্র শুধু সরকার গঠনের উপায়, সরকার যদি ইডিয়টদের সম্নয়ে গঠিত হয়, ফলাফল ইডিওটিক।
গত ৪২ বছরে দেশ শিক্ষিত থেকে অশিক্ষিত মানুষের জন্ম দিয়েছে বেশী; কম শিক্ষিত শবির ইত্যাদি সন্ত্রাসীটে পরিণত হয়ে দেশের সম্পদ, শিক্ষা সবকিছুই ধ্বংস করে দিচ্ছে।
গণতন্ত্রকে সাহায্য করতে হবে শক্তি দ্বারা।
১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৪
উড়োজাহাজ বলেছেন: আর নামটা মুখে নিয়েন না দয়া করে! যথেষ্ট হয়েছে। গণতন্ত্র হচ্ছে সাম্রাজ্যবাদীদের হাতিয়ার গোলামদের আরো গোলামী নিমজ্জিত করে রাখার।
গত ৪২ বছর এবং পাকিস্তান স্বাধীন হওয়ার পর ২৩ বছর চেষ্টা করতে করতেই আজকের এই অবস্থানে এসে পৌঁছেছি। এরপরেও হুঁশ না এলে কপালে আরো খারাপি আছে কইলাম।
যারা গণতন্ত্র'র নামে ধুয়া তুলছে তারাও আমাদেরকে শাসন করার জন্য ২০০ বছরে একবারও গণতন্ত্র কায়েম করেনি। এমনকি আমাদের দেশ গণপ্রজাতন্ত্রী নাম ধারণ করলেও তাদের দেশ এখনো ইউনাইটেড কিংডমই আছে।
অপরদিকে মার্কিনযুক্তরাষ্ট্র যে গণতন্ত্রের বরপুত্র দাবী করছে তারাও অপর দেশ দখল করার সময় গণতন্ত্র মানে না।
তারানকো এত লম্ফঝম্ফ করছেন অথচ তাদের জাতিসংঘেই ৫টি দেশকে যে কোন বিষয়েই হোক তা সঠিক বা বেঠিক, তাদেরকে ভেটো দেওয়ার সংরক্ষিত ক্ষমতা দিয়ে রাখা হয়েছে। পৃথিবীর প্রায় সবকটি দেশ ফিলিস্তিনে ইসরাইলের চালানো নিষ্পেষণের বিরুদ্ধে কথা বললেও নিন্দা প্রস্তাব আনলেও গণতন্ত্রের ধ্বজাধারী মার্কিন যুক্তরাষ্ট্র ভেটো দিয়ে প্রস্তাব চাঙ্গে তুলে দেয়।
এরপরেও গণতন্ত্রের কথা বলবেন? একমাত্র নির্বোধ হলেই তা সম্ভব।
৩| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪৯
পাঠক১৯৭১ বলেছেন: আপনার লেখা থেকে বুঝা যাচ্ছে যে, ঘনতন্ত্র সম্পর্কে আপনার দু'পয়সার ধারণাও নেই।
আপনি হয়তো শিক্ষিত মানুষ; আপনার অবস্হা এরকম হলে ৫০% যারা নাম লিখতে পারে না, সেখানে কি সম্ভব?
মার্কিনী, অস্ট্রেলিয়া, কানাদা নিয়ে ভেবে, না বুঝে নিজের ছোট মগজটাকে ব্যস্ত রাখছেন কেন?
১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:০৯
উড়োজাহাজ বলেছেন: যাক, তাহলে আপনাকে আমার জ্ঞান দেওয়া কর্ম নয়। গণতন্ত্র মানুন এবং এর ফল ভোগ করতে থাকুন।
৪| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫১
পাঠক১৯৭১ বলেছেন: আপনি কোন তন্ত্রে বিশ্বাসী, এবং সেটা বুঝেন?
১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:০৯
উড়োজাহাজ বলেছেন: জ্বী, বুঝি।
৫| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৫৮
হেদায়েত বলেছেন: গণতন্ত্র হল আমাদের জন্য গলদতন্ত্র
১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫৮
উড়োজাহাজ বলেছেন: সহমত।
৬| ১০ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:১৯
একজন ঘূণপোকা বলেছেন: শুভ পয়দা দিবস
:#P
:#P
১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫৯
উড়োজাহাজ বলেছেন: এই হাতে কেন? Click This Link এই হানে আসেন। তারপরও ধন্যবাদ।
৭| ১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:১০
েফরারী এই মনটা আমার বলেছেন: @উড়োজাহাজ বলেছেন :" গণতন্ত্রই সকল সমস্যার সমাধান বলে চিতকার করা সেই বুদ্ধিজীবীরা আজ কোথায়? কেন তারা আজ বলছেন সমাধান কারো হাতে নেই। লাটাই কোথায় থেকে ঘোরানো হচ্ছে তা কেউই বলতে পা্রছেন না। কিন্তু কেন আামাদের আজ এই অবস্থা? তাহলে কেন এত দিন আপনারা আমাদের গণতন্ত্র নামক বটিকা গলধকরণ করিয়েছেন"। @হেদায়েত বলেছেন:" গণতন্ত্র হল আমাদের জন্য গলদতন্ত্র" সহমত।পোস্টে প্লাস্।
১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০০
উড়োজাহাজ বলেছেন: থ্যাঙ্কু।
৮| ১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:১০
েফরারী এই মনটা আমার বলেছেন: @উড়োজাহাজ বলেছেন :" গণতন্ত্রই সকল সমস্যার সমাধান বলে চিতকার করা সেই বুদ্ধিজীবীরা আজ কোথায়? কেন তারা আজ বলছেন সমাধান কারো হাতে নেই। লাটাই কোথায় থেকে ঘোরানো হচ্ছে তা কেউই বলতে পা্রছেন না। কিন্তু কেন আামাদের আজ এই অবস্থা? তাহলে কেন এত দিন আপনারা আমাদের গণতন্ত্র নামক বটিকা গলধকরণ করিয়েছেন"। @হেদায়েত বলেছেন:" গণতন্ত্র হল আমাদের জন্য গলদতন্ত্র" সহমত।পোস্টে প্লাস্।
৯| ১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:১২
েফরারী এই মনটা আমার বলেছেন: http://www.somewhereinblog.net/blog/AYAAJ1977
১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০০
উড়োজাহাজ বলেছেন: কোন ভুটই লাগবো না।
©somewhere in net ltd.
১| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০০
নুসরাতসুলতানা বলেছেন: 'অরণ্যে রোদন'।