| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
জীবনের অনেক চরাই উতরাইয়ের মধ্য দিয়ে আজ আমি ২৯টি (বসন্ত!) বছর পার করে ত্রিশতম বছরে পৌছলাম। আর আপনাদের সাথে এই স্বল্পকালীন জীবনের মধ্য থেকে দুইটি বছর অতিবাহিত করলাম। আমরা জীবনের তেমন কোন পাওয়া নেই। পৃথিবীর বিক্ষুব্ধ এক সময়ে জন্ম নিয়ে যা পেয়েছি তাতেই আমি খুশি। তবে তুষ্ট নই। কারণ বহু কিছু করার এখনো বাকী আছে। সামর্থ না থাকায় অনেক প্রিয়জনদের জন্য অনেক কিছুই করতে পারি নি। যেমন পারিনি নিজের সন্তান দুটোর জন্য একটি বাসযোগ্য সুন্দর পৃথিবী গড়তে। নিজেকে অপরাধী মনে হয় খুব। আর হ্যা, এর আগে আমার প্রথম সন্তানকে নিয়ে একটি কবিতা পোস্ট করেছিলাম । কিন্তু আমরা দ্বিতীয় সন্তান জন্ম লাভের পর আপনাদের সাথে শেয়ার করা হয় নি। গত ২০ নভেম্বর আমার পুত্র সন্তান পৃথিবীর মুখ দেখেছে। তার নামও রাখা হয় নি। আপাতত তাকে আমাদের প্রিয় (!!!) কবির    নামানুসারে গেন্দু মিয়া বলে চালিয়ে নিচ্ছি। আশা করি কয়েকদিনের মধ্যে তার একটি সুন্দর নাম পাব। 
সুন্দর দিনের প্রতীক্ষায়.....
মুখ চোরা একজন 
 
১০ ই ডিসেম্বর, ২০১৩  রাত ১:২৯
উড়োজাহাজ বলেছেন: শুভেচ্ছা জানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ।
২| 
১০ ই ডিসেম্বর, ২০১৩  রাত ১:১০
পরিবেশ বন্ধু বলেছেন: শুভ জন্মদিন 
সব দিনের আলো 
সামনের যত দিন 
হোক আরও ভালো ।। 
শুভেচ্ছান্তে 
কবি 
 
১০ ই ডিসেম্বর, ২০১৩  রাত ১:৩০
উড়োজাহাজ বলেছেন: ধন্যবাদ কবি (গুরু!)।
৩| 
১০ ই ডিসেম্বর, ২০১৩  রাত ১:২২
আনন্দক্ষন বলেছেন: Happy Birthday to Urojahaj 
and congratulations to Father of Gandu Mia................
May Almighty bless you with all happiness........
 
১০ ই ডিসেম্বর, ২০১৩  রাত ১:৩৫
উড়োজাহাজ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
৪| 
১০ ই ডিসেম্বর, ২০১৩  রাত ১:৩২
পাঠক১৯৭১ বলেছেন: শুভ জন্মদিন।
উড়তএ থাকেন।
 
১০ ই ডিসেম্বর, ২০১৩  রাত ১:৩৬
উড়োজাহাজ বলেছেন: উড়তে আছি, উড়তেই আছি। দূর গন্তব্যের পানে যাত্রা আমার।
৫| 
১০ ই ডিসেম্বর, ২০১৩  রাত ১:৩৭
এহসান সাবির বলেছেন: শুভ জন্মদিন।
 
১০ ই ডিসেম্বর, ২০১৩  রাত ১:৩৮
উড়োজাহাজ বলেছেন: অনেক ধন্যবাদ।
৬| 
১০ ই ডিসেম্বর, ২০১৩  রাত ১:৩৮
স্বপ্নবাজ অভি বলেছেন: শুভ জন্মদিন!
 
১০ ই ডিসেম্বর, ২০১৩  রাত ১:৪০
উড়োজাহাজ বলেছেন: ধন্যবাদ অভি ভাই। ভালো থাকুন।
৭| 
১০ ই ডিসেম্বর, ২০১৩  রাত ১:৪২
ক্যপ্রিসিয়াস বলেছেন: শুভ জন্মদি। অনেক অনেক শুভকামনা রইল আগামী দিনগুলির জন্য।
 
১০ ই ডিসেম্বর, ২০১৩  রাত ১:৫৪
উড়োজাহাজ বলেছেন: ধন্যবাদ, ধন্যবাদ। কিন্তু ভাই আপনার নামের অর্থটা কি? যদি বলতেন তাহলে স্মরণ রাখতে সহজ হতো!
৮| 
১০ ই ডিসেম্বর, ২০১৩  রাত ১:৫৭
রাশমী বলেছেন: Happy birthday!
 
১০ ই ডিসেম্বর, ২০১৩  রাত ২:০৩
উড়োজাহাজ বলেছেন: থ্যাঙ্ক ইউ রাশমী । (আপু না ভাইয়া কনফিউজড)
৯| 
১০ ই ডিসেম্বর, ২০১৩  রাত ২:০২
ক্যপ্রিসিয়াস বলেছেন: ক্যপ্রিসিয়াস (capricious ) এর বাংলা হচ্ছে ছন্নছাড়া বা যে নিজের ইচ্ছামত চলে।  
খামখেয়ালী ,চঞ্চল, অনিয়মিত, অনির্ভরযোগ্য ও বলা যায়। 
 
১০ ই ডিসেম্বর, ২০১৩  রাত ২:০৪
উড়োজাহাজ বলেছেন: পছন্দ হয়েছে। ছন্নছাড়া হতে ভাল লাগে, আবার সংসারও ভাল লাগে। দুটোই উপভোগ করেছি।
১০| 
১০ ই ডিসেম্বর, ২০১৩  রাত ২:০৩
স্নিগ্ধ শোভন বলেছেন: 
শুভ জন্মদিন  
  
  
 
 
১০ ই ডিসেম্বর, ২০১৩  রাত ২:০৫
উড়োজাহাজ বলেছেন: ধন্যবাদ শোভন ভাই। কিন্তু মশা আর থাকতে দিচ্ছেনা। মশা মারার ব্যাট দিয়ে পুড়ে চলেছি অনবরত। কি বোর্ড ধরতে দিচ্ছে না।
১১| 
১০ ই ডিসেম্বর, ২০১৩  রাত ২:১১
বোকার হদ্দ বলেছেন: জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা। গেন্দু মিয়া কেমন আছে?
 
১০ ই ডিসেম্বর, ২০১৩  রাত ২:১১
উড়োজাহাজ বলেছেন: গেন্দুর মা জানিয়েছে গেন্দু ভাল আছে।
১২| 
১০ ই ডিসেম্বর, ২০১৩  রাত ২:১৫
বোকার হদ্দ বলেছেন: গেন্দুর মা কি আপনার কাছে থাকে না?
 
১০ ই ডিসেম্বর, ২০১৩  রাত ২:১৬
উড়োজাহাজ বলেছেন: তিনি সংসার থেকে মাতৃত্বকালীন ছুটিতে বাপের বাড়িতে আছেন।
১৩| 
১০ ই ডিসেম্বর, ২০১৩  রাত ২:১৭
স্বাধীকার বলেছেন: 
শুভ জন্মদিন।
সুস্থ্য থাকুন, দীর্ঘ নিরোগ জীবন লাভ করুন।
শুভ কামনা সব সময়।
 
১০ ই ডিসেম্বর, ২০১৩  রাত ২:৩১
উড়োজাহাজ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। স্বাধীকার প্রতিষ্ঠিত হোক দুনিয়াময়।
১৪| 
১০ ই ডিসেম্বর, ২০১৩  রাত ২:১৮
ক্যপ্রিসিয়াস বলেছেন: ১৭ মাস এর বেশি হল ছন্নছাড়া বা যে নিজের ইচ্ছামত চলছি। কিন্তু ইদানিং কেমন কেমন জানি লাগে। ৯-৫ অফিস, ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থাকা, রাত বেশি হবার আগই বাসায় ফেরা, ঘন্টার পর ঘন্টা বন্ধুদের সাথে আড্ডা, গভীর রাতে রাস্তায় হাটতে অজানা আতন্ক (এই বুঝি কেউ আসল সব কেড়ে নিতে ) খুব খুব মিস করি। এনি ওয়ে আপনার উড়োজাহাজ নামের মাহাত্ব কি জানালে খুশি হতাম।
 
১০ ই ডিসেম্বর, ২০১৩  রাত ২:৩৬
উড়োজাহাজ বলেছেন: আতঙ্ক আজ ঘরে বাইরে, একে জীবন বলে না। এভাবে বাচতে হবে জানলে স্রষ্টার কাছে অনুরোধ করতাম এমন জীবন না দেওয়ার জন্য।
তবে আশায় আছি খুব শীগগিরই মুক্ত পৃথিবী দেখতে পারব। বান্দার আক্ষেপ থাকবে সেটা আল্লাহ জানেন। তাই আক্ষেপ মোচনও করবেন। 
উড়োজাহাজ নামের কোন বিশেষত্ব নেই। ব্লগিংএর শুরুতে এই নামটিই কেন জানি মনে ধরেছিল। নামতো আর পাল্টানো যায় না! তাই রয়ে গেল।
১৫| 
১০ ই ডিসেম্বর, ২০১৩  রাত ২:৪৭
দুঃখবিলাসী বলেছেন: শুভ জন্মদিন উড়োজাহাজ। 
 
 
১০ ই ডিসেম্বর, ২০১৩  রাত ২:৫৭
উড়োজাহাজ বলেছেন: ধন্যবাদ দু:খ বিলাসী। কি এত দু:খ তোমার?
১৬| 
১০ ই ডিসেম্বর, ২০১৩  সকাল ৭:৩৮
দিবা স্বপ্ন বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা। কেকের জন্য অপেক্ষায় রইলাম।
 
১০ ই ডিসেম্বর, ২০১৩  সকাল ৯:৫৬
উড়োজাহাজ বলেছেন: হরতাল-অবরোধ । হরতাল অবরোধ সবকিছুতেই। সো... বুঝতেই পারছেন!!!
১৭| 
১০ ই ডিসেম্বর, ২০১৩  সকাল ৮:০৭
মাহবু১৫৪ বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা আপনাকে 
আপনার সন্তানদের জন্য রইলো অনেক অনেক দোয়া। 
এটা জানেন তো, মানুষের সব আশা কখনো পূরণ হয় না। কিছু কিছু আশা অপূর্ণই থেকে যায়। তারপর ও যা পায় একটা মানুষ জীবনে তাই নিয়েই সুখে থাকতে হয়। 
ভাল থাকবেন 
 
১০ ই ডিসেম্বর, ২০১৩  সকাল ৯:৫৫
উড়োজাহাজ বলেছেন: আছি ভাল আছি। আপনাকে ধন্যবাদ।
১৮| 
১০ ই ডিসেম্বর, ২০১৩  সকাল ৮:৫৯
গোবর গণেশ বলেছেন: শুভ জন্মদিন.
আপনার জীবন, সংসার উড়োজাহাজের মতো হাল্কা আর উড্ডীয়মান হোক।
 
১০ ই ডিসেম্বর, ২০১৩  সকাল ৯:৫৫
উড়োজাহাজ বলেছেন: হে: হে: চলে যাচ্ছে।
১৯| 
১০ ই ডিসেম্বর, ২০১৩  সকাল ১০:৫৯
নকি৬৯ বলেছেন: হিসাব টা কেমন জানি, পোলাই নভেম্বরে আর বাপ ডিসেম্বরে তাইলে বড় কেডা বাপ না পোলাই। 
  
  
 বাই দ্যা ওয়ে পোলা গেন্দুরে তোমারে এই ক্রিটিক্যাল দুনিয়ায় স্বাগতম আর তোমার বাপরে  জন্মদিনের শুভেচ্ছা।
 
১০ ই ডিসেম্বর, ২০১৩  সকাল ১১:২০
উড়োজাহাজ বলেছেন: আমি ছিলাম মায়ের গর্বে নয় মাস আর পোলা ছিল সাড়ে নয় মাস। এবার বুঝেন ঠ্যালা। 
শুভেচ্ছা আন্তরিকতার সাথে গৃহিত হইলো।
২০| 
১০ ই ডিসেম্বর, ২০১৩  দুপুর ১:৩৮
স্বপনচারিণী বলেছেন: বাপ, বেটা দুজনকেই জন্মদিনের শুভেচ্ছা! সময়গুলো দারুণ কাটুক আপনাদের।
 
১০ ই ডিসেম্বর, ২০১৩  বিকাল ৩:৫০
উড়োজাহাজ বলেছেন: ডাবল থ্যাঙ্কু।
২১| 
১০ ই ডিসেম্বর, ২০১৩  বিকাল ৩:০৩
বেকার সব ০০৭ বলেছেন: আমার তরফ থেকে এই গানটা আপনার জন্য
আজ জন্মদিন তোমার  
কথাঃ প্রিন্স মাহমুদ
কন্ঠঃ শাফিন আহমেদ
সঙ্গীতঃ প্রিন্স মাহমুদ
আজকের আকাশে অনেক তারা, দিন ছিল
সূর্যে ভরা,
আজকের জোছনাটা আরো সুন্দর, সন্ধ্যাটা আগুন
লাগা
আজকের পৃথিবী তোমার জন্য
ভরে থাকা ভালো লাগা
মুখরিত হবে দিন গানে গানে আগামীর
সম্ভাবনা
তুমি এই দিনে পৃথিবীতে এসেছ ,
শুভেচ্ছা তোমায়
তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর
উচ্ছল দিন কামনায়
আজ জন্মদিন তোমার
তোমার জন্য এই রোদেলা স্বপ্ন সকাল
তোমার জন্য হাসে অনরল স্নিগ্ধ বিকেল
ভালবাসা নিয়ে নিজে তুমি, ভালোবাসো সব
সৃষ্টিকে
তুমি এই দিনে পৃথিবীতে এসেছ ,
শুভেচ্ছা তোমায়
তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর
উচ্ছল দিন কামনায়
আজ জন্মদিন তোমার
তোমার জন্য ফোঁটা পৃথিবীর সব গোলাপ
তোমার জন্য এই কবিতা নয় সে প্রলাপ
আলোকিত হয়ে নিজে তুমি, আলোকিত কর
পৃথিবীকে
তুমি এই দিনে পৃথিবীতে এসেছ ,
শুভেচ্ছা তোমায়
তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর
উচ্ছল দিন কামনায়
আজ জন্মদিন তোমার
 
১০ ই ডিসেম্বর, ২০১৩  বিকাল ৩:৫১
উড়োজাহাজ বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
২২| 
১০ ই ডিসেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৭:২০
সুমন কর বলেছেন: শুভ জন্মদিন!  
 
 
১০ ই ডিসেম্বর, ২০১৩  রাত ৮:৩০
উড়োজাহাজ বলেছেন: ধন্যবাদ। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১০ ই ডিসেম্বর, ২০১৩  রাত ১:০৯
বেকার সব ০০৭ বলেছেন: শুভ জন্মদিন! উড়োজাহাজ ভাই