নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কয়েকদিন আগে জন্মদিন গেল।
আজকে ব্লগে ২ বছর পূর্ণ হলো। অনকে কিছু শিখলাম ব্লগ থেকে। সবাইকে শুভেচ্ছা। বিষয়টি হঠাত করেই চোখে পড়ল। অন্যদের কাছে ছোট্ট হলেও আমার কাছে এটি অনেক বড় জিনিস।
২| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪৬
মোঃ আনারুল ইসলাম বলেছেন: দুই বছর পূর্তিতে Happy blog day. আসুন কেক কাটি । একটাই চলবে না আরেকটা দিমু।
১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩৪
উড়োজাহাজ বলেছেন: ধন্যবাদ। একটাতেই যথেষ্ট।
৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪৬
পাঠক১৯৭১ বলেছেন: বলতে ভুলে গেছি, ব্লাগে এ রকম ১ লাইন বা ২ লাইন লেখা কি উচিত?
১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:১৯
উড়োজাহাজ বলেছেন: আপনাকে আমার অপমান করতে ইচ্ছে করছে। কিন্তু নিজেকের একটু কন্ট্রোল করলাম। এর আগে একটা পোস্ট দিসি। খেয়াল করে দেখেন বড় একটা পোস্টে সেখাানে পাঠক কত আর এই ছোট্ট পোস্টে পাঠক কত। আসলে মানুষ পছন্দ করে হালকা পাতলা রসিকতা। বহু কষ্ট করা পোস্টে খরা বয়। আর বিতর্কিত বিষয় দেন, কেচাল লাগান দেখবেন পোস্টে কমেন্টের পর কমেন্ট। এইটা একটা দিয়া দেখলাম। ইচ্ছা করলে আমার আগের পোস্টে ঘুর দেখে আসতে পারেন কি খরা বইতেছে।
ভাল থাকবেন। আশা করি প্রথম কমেন্টের উত্তরটা পেয়েছেন।
৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:০৭
ঢাকাবাসী বলেছেন: শুভেচ্ছা রইল।
১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩৩
উড়োজাহাজ বলেছেন: আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আপনাকে অনেকবার আমার পোস্টে পেয়েছি। কিন্তু দু:খিত এই জন্য যে আপনার ওখানে তেমন একটা যাওয়া হয় নি। তবে আপনার লেখা ভাল লাগে। সামনে আরো বেশি পড়ার চেষ্টা করবো।
৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫০
বিদ্রহীসূত বলেছেন: শুভেচ্ছা রইল।
©somewhere in net ltd.
১| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪৫
পাঠক১৯৭১ বলেছেন: আপনাকেও শুভেচ্ছা।
আমি ব্লগিং শুরুর কথা কাউকে বলিনি, ব্যানের কথা বলিনি, কিছুই বলিনি, মানুষ কি এগুলো জানতে চায়?