নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আতাহার হোসাইন

উড়োজাহাজ

ফেসবুক প্রোফাইল-https://www.facebook.com/ataharh

উড়োজাহাজ › বিস্তারিত পোস্টঃ

কথা কি ঠিক বললাম?

০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:০৩

সারাদিন টেলিভিশনগুলোতে দেখলাম ভোটার নাই। কিন্তু রাতের বেলা শুনছি ব্যাপক ভোট কাস্ট হয়েছে। এটা যে এক ধরনের ধাপ্পাবাজি তা আর বলা লাগে না। কিন্তু দু:খ লাগে এই কারণে যে, চুরি করবি কর কিন্তু এমন চুরি করবি কেন যাতে ধরা পেয়ে যাবি? সরকারের ভূমিকাটা অবশ্য অনেকটা এই বুদ্ধিহীন চোরের মতই হয়ে গেল। দেশে এতগুলো ২৪ ঘণ্টার টিভি চ্যানেল খোলা রেখে, এতগুলো ইন্টারনেট ভিত্তিক সংবাদপত্র চালু রেখে দু'নম্বরী করাটা ঠিক হয়নি। অবশ্য আমার হাতে ক্ষমতা, অতএব যা খুশি তাই করবো মনে করলে কিচ্ছু বলার নেই। তবে এই চ্যানেল এবং সংবাদ মাধ্যমগুলো বন্ধ করে দিয়ে এসব করা উচিত।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:১১

ভোরের সূর্য বলেছেন: পীরগঞ্জে শেখ হাসিনা ১২৮৬৬৯ এবং জাপার যদু পেয়েছেন ৪২৯৫ভোট। এটা ১০৬টি কেন্দ্রের মধ্যে ৯০টির ফলাফল।

আওয়ামী লীগের ডিজিটাল ভোট। তা না হলে যেখানে সারা দেশেই খুব কম ভোট পড়েছে এমনকি বিভিন্ন টিভি চ্যানেলে রংপুরের ভোটারের উপস্থিতি খুবই কম দেখান গেছে সেখানে এত ভোট কিভাবে পড়ে। এটাতো ইলেকশন ইঞ্জিনিয়ারিং(এক সময় শেখ হাসিনা এটাই বলেছিলেন)।

অনেকেই বলে এত টিভি চ্যানেল,এত সাংবাদিকের মধ্যে কিভাবে ভোট কারচুপি হবে কিন্তু শেখ হাসিনার এত ভোট পাওয়া থেকে এটাই প্রমাণ হয় যে দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে সেটা সূষ্ঠ হবেনা।

০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৮

উড়োজাহাজ বলেছেন: ভোটার কম হইছে তো কি হইছে? দিনে তো আর ভোট গণনা করা হয় না। আর টিভি রিপোর্টাররা তো ফলাফল দেওয়ার অধিকার রাখে না।

সরকারীভাবে কি কারচুপি হয়েছে তা বলা হয়েছে? আপনি তো আইনবিরোধী কথা বলার মামলা খাবেন!!

২| ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:২২

রাজীব বলেছেন: যারা বলত যে, এখন অনেক মিডিয়া, এত টিভি চ্যানেল,এত সাংবাদিকের মধ্যে কিভাবে ভোট কারচুপি??

তাদের সামনে উদাহরন সৃষ্টি করা হলো।

০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৫

উড়োজাহাজ বলেছেন: কারচুপি হয়েছে তাতে কী আসে যায়। কারো কিছু করার আছে?

৩| ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:২৬

মিজভী বাপ্পা বলেছেন: হায় হায় ফাঁকা মাঠে ও কারচুপি!!!! সবই নীলনকশার তেলসমাতি :(( :(( :((

০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৬

উড়োজাহাজ বলেছেন: পারলে কিছু করো! ভাবটা আসলে এই।

৪| ০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:২৫

মুহসিন বলেছেন: "তবে এই চ্যানেল এবং সংবাদ মাধ্যমগুলো বন্ধ করে দিয়ে এসব করা উচিত।" --সহমত।

০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৬

উড়োজাহাজ বলেছেন: বুঝে ফেললেন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.