নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইনকিলাব পত্রিকাটি এমনিতেই মরি মিরি করছিলো। পত্রিকার গেটাপ, বিজ্ঞাপনশূন্যতা, কাগজের মান দেখে অন্তত তাই মনে হচ্ছিলো। অত:পর আজ আওয়ামী সরকার কয়েকজন সাংবাদিক গ্রেফতারসহ ইনকিলাবের প্রেস সিলগালা করে দিয়েছে। এর সাথে সংশ্লিষ্ট কর্মকতারা হয়তো তাতে হাফ ছেড়ে বেচেছেন। কারণটা এই যে, যাক বাবা এমনিতেই যখন মরছিলাম তখন আওয়ামী লীগের হাত দিয়ে মরি। তাতে হত্যার দায়টা আওয়ামী লীগের ঘাড়েই পড়ুক!
১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৩
উড়োজাহাজ বলেছেন: হিটলারের কথা আর বলবেন না। হিটলারকে আমার খুব ভাল লাগে। তার নখের যোগ্য্ও কেউ হতে পারেনি।
হিটলারের একটি উক্তি: আমি সব ইহুদিদেরকে না মেরে কিছু ইহুদি রেখে দিয়েছি যাতে মানুষ বুঝতে পারে কেন তাদেরকে মেরেছি।
২| ১৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৪
ঢাকাবাসী বলেছেন: হিটলার এতোটা লোভী আর নিষ্ঠুর ছিল কি?
১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৪
উড়োজাহাজ বলেছেন: যাই বলেন, হিটলারের এম্বিশন খুব ভাল ছিল। হিটলারকে ভাল লাগে। সব না হলেও অনেক কিছুই।
৩| ১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৪৬
নতুন বলেছেন: লেখক বলেছেন: হিটলারের কথা আর বলবেন না। হিটলারকে আমার খুব ভাল লাগে। তার নখের যোগ্য্ও কেউ হতে পারেনি।
হিটলারের একটি উক্তি: আমি সব ইহুদিদেরকে না মেরে কিছু ইহুদি রেখে দিয়েছি যাতে মানুষ বুঝতে পারে কেন তাদেরকে মেরেছি।
৯মিলিয়ন ইহুদীর তিনভাগের দুইভাগকে হত্যা করেছিলো তার নেতৃ্ত্রে...
১ মিলিয়ন শিশুদের হত্যা করা হয়েছিলো গ্যাস চেম্বারে...
©somewhere in net ltd.
১| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:৫৭
নতুন বলেছেন: যদিও ইনকিলাব ভুল/মিথ্যা প্রচারকরছিলো তবুও তাকে জবাব দিহি করতে না বলে কন্ঠরোধ করা কতটা যুক্তিযুক্ত??
হিটলারও একই কায়দায় জাতীর সাথ`...দেশের জনগনের জন্যই সবকিছু করেছিলো... তখন জনগনের সমথ`নও পেয়েছিলো....
এখন ইতিহাস বলে আসলে কতটুকু ভাল করেছিলো তারা...