নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা কিছু শুনছি, যা কিছু দেখছি তার মধ্যে ভাল একটা জিনিস আছে। হ্যা, বাংলাদেশের অতিরিক্ত ভারতপ্রীতির কথাই বলছি। ইদানীং আমাদের ভারতপ্রীতি তুঙ্গে উঠেছে। সবখানে ভারত, সবকিছুতে ভারত। কি সঙ্গীতে, কি সিনেমায় এমনকি বড় চাকুরীতে ভারত আমাদের উপর ক্রমাগত চেপে বসছে। আমরা দিন দিন অতিরিক্ত মাত্রায় ভারত নির্ভর হয়ে উঠছি। এর একটা ভাল দিক এই যে, সাধারণ মানুষ একে মনে প্রাণে গ্রহণ করতে পারছে না। স্বাভাবিকভাবেই এ জন্য একদিন জোর করে খাওয়ানোর স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে মানুষ ভারতকে বমি করে ফেলে দেবে। আপাতত তারই সুন্দর বন্দোবস্ত করা হচ্ছে। এ জন্য বর্তমান সরকারকে সাধুবাদ জানাচ্ছি। কেননা অজান্তে হলেও তারাই এই অবস্থার সুযোগটা করে দিচ্ছে। অন্য কেউ হলে কখনোই তা পারত না।
১৪ ই মার্চ, ২০১৪ রাত ২:১৫
উড়োজাহাজ বলেছেন: এত রাগের কী আছে?
২| ১৪ ই মার্চ, ২০১৪ রাত ২:০২
সচেতনহ্যাপী বলেছেন: জোর করে খাওয়ানোর স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে মানুষ ভারতকে বমি করে ফেলে দেবে। আপাতত তারই সুন্দর বন্দোবস্ত করা হচ্ছে
সবই বলে দিলেন,মন্তব্য করার স্থান দিলেন না।
১৪ ই মার্চ, ২০১৪ রাত ২:১৮
উড়োজাহাজ বলেছেন: সরকারকে ধন্যবাদ দিবেন না?
৩| ১৪ ই মার্চ, ২০১৪ রাত ২:১৯
বেলা শেষে বলেছেন: অতিরিক্ত ভারতপ্রীতি এবং আসন্ন এর স্বাভাবিক প্রতিক্রিয়া
India had not understand what is Bangladesh is.....
Excuse me brother we shall eat India...
১৪ ই মার্চ, ২০১৪ সকাল ১০:২৭
উড়োজাহাজ বলেছেন: ভারত সে ক্ষেত্রটা তৈরি করে দিচ্ছে। আজকে পাকিস্তানের পক্ষ নিয়ে যারা বাংলাদেশে নিন্দিত হচ্ছে ভবিষ্যতে একটা অংশ ভারতীয় দালাল হিসেবে নিন্দিত হবে। ইতিহাস তার চক্রে বার বার ফিরে আসে। সেটা কখনো এ পক্ষে কখনো বা ও পক্ষে।
৪| ১৪ ই মার্চ, ২০১৪ রাত ২:৫৬
মৃত মানব বলেছেন: ঘরের ঠাকুর ফেলে বাইরের কুকুর নিয়ে সরকার লুঙ্গি ড্যান্সে লিপ্ত
১৪ ই মার্চ, ২০১৪ সকাল ১০:২৮
উড়োজাহাজ বলেছেন: রসুলের ভবিষদ্বাণীকে বাস্তবায়নে এটি কাজে আসবে। সুতরাং মনে মনে আনন্দিত হতে পারেন।
৫| ১৪ ই মার্চ, ২০১৪ রাত ৩:১৬
রাসেলহাসান বলেছেন: ভারতই সব সর্বনাশের মুল!
১৪ ই মার্চ, ২০১৪ সকাল ১০:২৮
উড়োজাহাজ বলেছেন: তাকে সেটা হতেই হবে যে!
©somewhere in net ltd.
১| ১৪ ই মার্চ, ২০১৪ রাত ১:৫৬
বেকার সব ০০৭ বলেছেন: