নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আতাহার হোসাইন

উড়োজাহাজ

ফেসবুক প্রোফাইল-https://www.facebook.com/ataharh

উড়োজাহাজ › বিস্তারিত পোস্টঃ

টি-২০ চাইনা, আমার নোটিফিকেশন ফিরিয়ে দা্ও

৩০ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:০০

প্রিয়, সামু

ব্লগে প্রবেশ করেই অন্ধের মত প্রথমেই যা করি তাহচ্ছে নোটিফিকেশনের দিকে খেয়াল করা। দুই শতাধিক পোস্টের মধ্যে অনেকেই মাঝে মাঝে অনেক পুরনো পোস্টে্ও কমন্টে করেন। কিংবা আমি যাদেরকে বহু পূর্বে কমেন্ট করেছিলাম তারা লগিন করে কমেন্ট রিপ্লাই করে। কিন্তু কে কোথায় কমেন্ট করলো আর কি রিপ্লাই দিল তা জানার একমাত্র উপায় নোটিফিকেশনের উপর কয়েকদিন যাব টি-২০ এর লোগো ঝুলছে। একজন সাধারণ ব্লগার হিসেবে আমার চাইতে যারা অনেক বেশি পোস্ট কিংবা কমেন্ট করেছেন তাদের নিশ্চয় আরো বেশি ঝামেলায় পড়তে হচ্ছে। তাই সামুকে বলছি, দরকার নেই আমার টি-২০, আমার নোটিফিকেশন ফিরিয়ে দা্ও। বিশেষ করে যখন বাংলাদেশেই অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশই খুব খারাপ খেলছে তখন ব্যথাটা আরো বড় বেশি বড় হয়ে লাগে। আশা করি আমার এই আবেদন কর্তৃপক্ষের দৃষ্টিতে দ্রুতই পড়বে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১২:২৮

সচেতনহ্যাপী বলেছেন: তাই সামুকে বলছি, দরকার নেই আমার টি-২০, আমার নোটিফিকেশন ফিরিয়ে দাও। আসলেও এটার গুরুত্ব অনেক। তা না হলে পুরানো ব্লগগুলি বারবার পড়তে হয়। যেগুলিতে মন্তব্য করেছি ও উত্তর আশা করছি। আবার কিছু মন্তব্যের উত্তর না দেবার মতো অভব্যতার ব্যাপারও ঘটছে।

০৩ রা এপ্রিল, ২০১৪ দুপুর ২:২০

উড়োজাহাজ বলেছেন: কিন্তু সামু কর্তৃপক্ষতো কোন সাড়া দিচ্ছে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.