নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আতাহার হোসাইন

উড়োজাহাজ

ফেসবুক প্রোফাইল-https://www.facebook.com/ataharh

উড়োজাহাজ › বিস্তারিত পোস্টঃ

সামুর ভুত ধরা পড়ছে, আপনিও ভুত হয়ে যেতে পারেন-যেমনটা হয়েছি আমি

১৪ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:২৭

কয়েকদিন আগে একটি পোস্ট পড়েছিলাম অপু তানভীর এর। ওই ব্লগে ভুত ব্লগারের অস্তিত্ব তুলে ধরেছিলেন। আর আজকে আমি নিজে সেই ভুত দেখলাম। অবাক ব্যাপার হচ্ছে আবার সেই ভুতটিও আমি নিজেই।

লগইন করতে গিয়ে দেখি নিচের আমার ব্লগটি নিচের মত দেখাচ্ছে।

পরে সন্দেহ হলো। ব্লগার অনলাইন তালিকায় দেখি সেই ভুত হাজির।

তখন আমার নাম খোজা শুরু করলাম। দেখি আমার নাম নেই।

বুঝলাম সেই ভুতটা আমি নিজেই।

কিছুক্ষণ পরে দেখি আমি আছি কিন্তু আরেকটা ভুত আছে। সেই ভুতের স্ক্রিনশট এইটা-

অবশেসে সামু ভুত রহস্য উদঘাটিত হইলো!

মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬

বিদ্রোহী বাঙালি বলেছেন: রহস্যটা কীভাবে উদ্ঘাতিত হ্ল, সেটাই তো বললেন না। X((

১৪ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৩৯

উড়োজাহাজ বলেছেন: এই টা সামুর সার্ভারের প্রবলেম। কোন কারণে স্লো হয়ে গেলে কারো কারো একাউন্ট আধা-আধি লগডইন থাকে। প্রথম ছবিটা খেয়াল করুন। আমার ব্লগ নামের উপর কতগুলো প্রশ্নবোধক চিহ্ন। কারো এরূপ হলেই সে নামহীন ভুত হয়ে যাবে। এইটাই রহস্য এবং রহস্যভেদ।

২| ১৪ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৩৯

ঢাকাবাসী বলেছেন: কি কিভাবে উদঘাটিত হলো বুঝিনি যাক সমস্যা শেষ হয়েছে আশা করি!

১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:৪৮

উড়োজাহাজ বলেছেন: সমস্যা শেষ হয়নি। আপনিও যে কোন সময় ভুত হয়ে যেতে পারেন। ব্যাপারটা বোধ হয় সামুর সার্ভার কিঙবা ইউজারে নেটের স্পীডের সাথে রিলেটেড।

৩| ১৪ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩

বিদ্রোহী বাঙালি বলেছেন: রহস্যভেদ করে দেয়ার জন্য ধন্যবাদ উড়োজাহাজ। শুভ নববর্ষ। ভূত হইতে সাবধান!

১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:৪৯

উড়োজাহাজ বলেছেন: কারে কী কন? আজকে তো আমিই ভুত। সুতরাং আমা হইতে সাবধান থাকেন। শুভ নববর্ষ।

৪| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:০৬

হাসান মাহবুব বলেছেন: গোয়েন্দাগিরি ভালো হৈসে।

১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:৪৯

উড়োজাহাজ বলেছেন: কনকি!

৫| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:২৫

সামাদ হোসেন বলেছেন: সামু ভুতে ভুতময়!! ভুভ এফএম-এ খবর দিতে হবে!!

১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:৫১

উড়োজাহাজ বলেছেন: ভুত এফএম এর নাম শুনে হাসি আসছে। বিশেষ করে রা সেল ভাইয়ের কথা মনে পড়ছে। লোকটা অনেক আন্তরিকভাবে ভুত নিয়ে আছে।

৬| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:২৫

সামাদ হোসেন বলেছেন: সামু ভুতে ভুতময়!! ভুভ এফএম-এ খবর দিতে হবে!!

১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:৫১

উড়োজাহাজ বলেছেন: ভুত এফএম এর নাম শুনে হাসি আসছে। বিশেষ করে রা সেল ভাইয়ের কথা মনে পড়ছে। লোকটা অনেক আন্তরিকভাবে ভুত নিয়ে আছে।

৭| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:২৯

ভারসাম্য বলেছেন: আমি যে কত রকমের ভূত দেখছি আর দেখতেসি এই সামু লাইফে, কইতে গেলে ... /:)

ঘটনা হইল, ভুত সর্ষের মধ্যেই আছে, বেছে বেছে অ্যাটাক করে।

১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:৫২

উড়োজাহাজ বলেছেন: ভুত সর্ষের মধ্যেই আছে।

৮| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:৩৮

এইচ. আর. হাবিব বলেছেন: আমার কিছু বলার নাই সবাই বলে দিছে।

১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:৫২

উড়োজাহাজ বলেছেন: আমারো নাই। রহস্য উদঘাটিত।

৯| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:৪৪

জল দানব বলেছেন: আগে বলবেন না.....? ওঝা নিয়ে হাজির হতাম... :পি

একটা আজাইরা ক্যাচালের শুষ্ঠ সমাধান বের করার জন্য আপনার জন্য থাকছে নববর্ষের বিশেষ উপহার "ইয়া লম্বা বাঁশি " :D

ভাল থাকুন :)

১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:৫৫

উড়োজাহাজ বলেছেন: ভার্চুয়াল ওঝা লাগবে।

১০| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৪৭

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: উড়োজাহাজ ভাই আপনি আমাদের ফেলুদা একা একা সমস্যার সমাধান করে ফেললেন।

১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১:১০

উড়োজাহাজ বলেছেন: মু হা: হা: হা:

১১| ১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ২:০৩

কামরুল ইসলাম রুবেল বলেছেন: ঐ পোষ্টেই এ সম্পর্কে বলেছিলাম, আমাকে সবাই অপাংতেয় ভেবেছে ওখানে, এখান বিশ্বাস হলোতো, ৩০ নম্বার কমেন্ট দ্যাখিয়েন।

১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ২:১০

উড়োজাহাজ বলেছেন: তাইলে বস আপনিই। স্বীকার করে নিলুম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.