নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আতাহার হোসাইন

উড়োজাহাজ

ফেসবুক প্রোফাইল-https://www.facebook.com/ataharh

উড়োজাহাজ › বিস্তারিত পোস্টঃ

একটি জিজ্ঞাসা- ব্লগের পাঠক কি গুম হয়ে গেছে

০১ লা মে, ২০১৪ রাত ১০:৩৭

ব্লগের প্রথম পাতাটা দেখলাম। সবগুলো পোস্টের পাঠ এবং কমেন্ট সংখ্যা নিম্নরূপ

জীবনের মূল্য কত......................?



লিখেছেন ব্লগার১০৮৭, ০১ লা মে, ২০১৪ রাত ৯:১০



০ টি মন্তব্য ২২ বার পঠিত ০





গুমের স্বীকার একটি আত্মার আত্মকাহিনী

লিখেছেন নীল_সুপ্ত, ০১ লা মে, ২০১৪ রাত ৯:২৪




০ টি মন্তব্য ১৯ বার পঠিত ০like!



মধ্যরাতের গল্প

লিখেছেন নিঃসঙ্গ নাবিক, ০১ লা মে, ২০১৪ রাত ৯:২৬

২ টি মন্তব্য ১৮ বার পঠিত ০like!



প্রাক্তন কবিতা

লিখেছেন রাজকুমার মাঝি, ০১ লা মে, ২০১৪ রাত ৯:৩২

০ টি মন্তব্য ৩ বার পঠিত ০like!

অণুকাব্য

লিখেছেন স্বপ্ন দুঃস্বপ্ন, ০১ লা মে, ২০১৪ রাত ৯:৪০

০ টি মন্তব্য ৫ বার পঠিত ০like!

কাঠপেনসিল

লিখেছেন ঊণ মানব, ০১ লা মে, ২০১৪ রাত ৯:৪০

০ টি মন্তব্য ২ বার পঠিত ০like!

গল্প : প্রজাপতি

লিখেছেন নাসীমুল বারী, ০১ লা মে, ২০১৪ রাত ৯:৪২

০ টি মন্তব্য ৮ বার পঠিত ০like!

দুঃখের সিড়ি

লিখেছেন ওবাইদুল্লাহ ওবাইদ, ০১ লা মে, ২০১৪ রাত ৯:৪২

০ টি মন্তব্য ৯ বার পঠিত ০like!

প্রকৃতির রুপ একজন চারালের খোলা চোখে

লিখেছেন চারাল, ০১ লা মে, ২০১৪ রাত ৯:৪৪

০ টি মন্তব্য ৯ বার পঠিত ০like!

১২।

অচেনা সুবাস

লিখেছেন মুরশিদুল আলম চৌধুরী, ০১ লা মে, ২০১৪ রাত ৯:৪৯

০ টি মন্তব্য বার পঠিত ০like!

its called life

লিখেছেন সুমন ইসলাম আকাশ, ০১ লা মে, ২০১৪ রাত ৯:৪৯

০ টি মন্তব্য ৪ বার পঠিত ০like!

আফসোস

লিখেছেন রেদওয়ান খান, ০১ লা মে, ২০১৪ রাত ৯:৫৬

০ টি মন্তব্য ২ বার পঠিত ০like!

একখানা মেঘ ভেসে এল আকাশে- ভূপেন হাজারিকা

লিখেছেন লিরিকস, ০১ লা মে, ২০১৪ রাত ১০:০১

আর কপি করতে ভাল লাগছে না। প্রশ্ন হচ্ছে ব্লগের এই দুরাবস্থা কেন?



পাঠক গেল কই? সব কি গুম হয়ে গেছে?

মন্তব্য ৩৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০১৪ রাত ১১:০১

ঢাকাবাসী বলেছেন: আমার কাছে লেখার মান পড়ে গেছে বলে মনে হয়। এছাড়া যেহারে গুম খুন টুন হচ্ছে তাতে মন্তব্য করাতো ছেড়েই দিয়েছি।

০১ লা মে, ২০১৪ রাত ১১:৩২

উড়োজাহাজ বলেছেন: তা অবশ্য ঠিক। ভাল লেখা আসছে কম।

২| ০১ লা মে, ২০১৪ রাত ১১:০৮

দালাল০০৭০০৭ বলেছেন: আমি কমেন্ট করতে খুব ভাল বাশি। কিন্তু কি বলব ভাল লিখা পাই না,২য় ত আমার প্রিয় কিছু ব্লগার ব্যান হয়ে আছেন স উতসাহ পায় না কমেন্ট করতে।

০১ লা মে, ২০১৪ রাত ১১:৩২

উড়োজাহাজ বলেছেন: তারপরেও মনে হয় আপনি যথেষ্ট কমেন্ট করেন। পরিসংখ্যান না করেই বলছি।

৩| ০১ লা মে, ২০১৪ রাত ১১:২২

স্নিগ্ধ শোভন বলেছেন:



ব্লগারদের কিবোর্ড গুম হয়েছে ।

০১ লা মে, ২০১৪ রাত ১১:৩৩

উড়োজাহাজ বলেছেন: :)

৪| ০১ লা মে, ২০১৪ রাত ১১:৩৫

হাসান মাহবুব বলেছেন: আমার ৯০% মন্তব্যই অনুসারিত ব্লগে করা হয়। আপনাকে একটা দিলাম ১০% থেকে।

০১ লা মে, ২০১৪ রাত ১১:৩৬

উড়োজাহাজ বলেছেন: সুক্ষ্মভাবে অপমান বোধ করছি। যদি রাজী থাকেন তাহলে কমেন্টটা মুছে দেই?

মাইন্ড খাইয়েন না। মজা করলাম।

৫| ০১ লা মে, ২০১৪ রাত ১১:৩৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
হুম, বেশিরভাগ ব্লগার নির্দিষ্ট ব্লগারদের পোষ্টে কমেন্ট করে!

০২ রা মে, ২০১৪ রাত ১২:০৩

উড়োজাহাজ বলেছেন: সিন্ডিকেট টিল নাউ এলাইভ!

৬| ০২ রা মে, ২০১৪ রাত ১২:০৮

সেলিম আনোয়ার বলেছেন: ??। আসলেই পাঠক গেল কোথায় ?

০২ রা মে, ২০১৪ রাত ১২:৪৯

উড়োজাহাজ বলেছেন: গুম অথবা ঘুম। দুইটার একটা হইছে বোধ হয়।

৭| ০২ রা মে, ২০১৪ রাত ১২:০৯

দালাল০০৭০০৭ বলেছেন: হা,মা ভাই জদি এই কথা বলেন তা হলে ত নতুন্দের জন্য দুখ ছারা আর কিছুই নাই।





অফ** তপিক মুবাইল থেকে লিখছি ত ফন্দ প্রব্লেম স মাফ চাই সথিক সব্দ না আসার কারনে। :)

০২ রা মে, ২০১৪ রাত ১২:৫২

উড়োজাহাজ বলেছেন: কাম সেরচেন বাই! বিচ্চিরি অবস্টা।

৮| ০২ রা মে, ২০১৪ রাত ১২:০৯

সায়েদা সোহেলী বলেছেন: পাঠক এখনও গুম হয়নি

হাজিরা দিয়ে গেলাম :)

০২ রা মে, ২০১৪ রাত ১২:৫০

উড়োজাহাজ বলেছেন: ব্যাফুক খুশি হলেম। বাট অন্যদের কি অবস্থা খেয়াল করেছেন?

৯| ০২ রা মে, ২০১৪ রাত ১২:১৭

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
সিন্ডিকেট নাকি জানি না।

আমার সাম্প্রতিক মন্তব্যে দেখবেন আমি র‍্যান্ডম ব্লগারদের পোষ্টে মন্তব্য করি, যে পোষ্ট ইন্টারেস্টিং মনে হয়, উইদাউট দ্যা রিকগনিশান অব দ্যা ব্লগার।

০২ রা মে, ২০১৪ রাত ১২:৫০

উড়োজাহাজ বলেছেন: ভাল। এ জন্যই তো আমার পোস্টে আপনাকে পেলাম।

১০| ০২ রা মে, ২০১৪ রাত ১২:৩৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমারও মাঝে মাঝে এই প্রশ্ন জাগে। আমি যদিও মন্তব্য কম করি, তারপরও মোটামুটি ভালো পোষ্ট পেলেই কমেন্ট করার চেষ্টা করি।

০২ রা মে, ২০১৪ রাত ১২:৫১

উড়োজাহাজ বলেছেন: এটা ভাল গুণ। ধরে রাখুন।

১১| ০২ রা মে, ২০১৪ রাত ১২:৩৬

কন্সট্যান্ট শেখ বলেছেন: বুঝলাম আমাদের লিখার মান অনেক খারাপ :((

০২ রা মে, ২০১৪ রাত ১২:৫৩

উড়োজাহাজ বলেছেন: ভাল করে খেয়াল করিনি। তবে চালিয়ে যান। ভাল আস্তে আস্তে হবে।

১২| ০২ রা মে, ২০১৪ রাত ১২:৪১

নিশাত তাসনিম বলেছেন: জীবনের মূল্য কত......................? কপি পেস্ট পোস্ট। ১ তারিখের প্রথম আলোতে এই শিরোনামে একটা লেখা ছাপিয়েছে।

অন্যরা সিজেনাল ব্লগার । লিখে হাওয়া হয়ে যায়। আমার পোস্টে মন্তব্য করলে আমি আপনার পোস্টে মন্তব্য করবো ব্লগেএই সিস্টেম চলছে বহুদিন ধরেই।

যার কারণে আপনার উপরিউক্ত পোস্ট গুলোতে কোন মন্তব্য নেই। নিয়মিত ব্লগাররা অনুসারিত ও নির্বাচিত পোস্ট ছাড়া অন্য গুলো এড়িয়ে যাচ্ছে।

০২ রা মে, ২০১৪ রাত ১২:৫৪

উড়োজাহাজ বলেছেন: তাহলে নতুনরাতো উতসাহ পাবেনা। ব্লগের স্বার্থে সবাইকে উতসাহ দেওয়া উচিত।

১৩| ০২ রা মে, ২০১৪ রাত ১২:৪৮

সাইলেন্স বলেছেন: আপনি ঠিক আছেন তো ?

০২ রা মে, ২০১৪ রাত ১২:৫৫

উড়োজাহাজ বলেছেন: আমার আগের পোস্টটা খেয়াল করেন। পুরো তিস্তার বুকের মত খা খা করতেছে।

১৪| ০২ রা মে, ২০১৪ রাত ২:২৭

নিশাত তাসনিম বলেছেন: উড়োজাহাজ ভাই আমি দুঃখিত

জীবনের মূল্য কত......................? এটা কপি পেস্ট না । ভুল হয়ে গেছে। এই শিরোনামে প্রথম আলোতে একটি লেখা পড়ছি সকালেই আমি মনে করছি ঐটা। এখন পোস্ট পড়ে দেখছি লেখার বিষয়বস্তু অন্য কিছু।

না জেনে মন্তব্য করা আমার অনুচিত হয়েছে । এখন খারাপ লাগছে আন্দাজে মন্তব্য করার কারণে। সত্যি দুঃখিত।

০২ রা মে, ২০১৪ সকাল ১০:১৯

উড়োজাহাজ বলেছেন: ভুল মানুষেরই হয় এবং অনুশোচনা্ও মানুষেরই জন্য।

১৫| ০২ রা মে, ২০১৪ ভোর ৬:৫২

উদাস কিশোর বলেছেন: মাস খানেক পর ব্লগে এলাম । এসে দেখতেছি এমন অবস্থা

০২ রা মে, ২০১৪ সকাল ১০:২০

উড়োজাহাজ বলেছেন: উদাসী হয়ে যান কেন। ব্লগে নিয়মিত হোন-সম্ভব হলে। কাছে পেলে ভাল লাগে।

১৬| ০২ রা মে, ২০১৪ সকাল ৭:১২

ভিটামিন সি বলেছেন: ব্লগে ভিটামিন সি অনুপস্থিত থাকলেই কমেন্টে ভাটা পড়ে। আমি কয়দিন নাই, তাই কমেন্ট কমে গেছে। আমি প্রায় সবাইরেই কমেন্ট করি যদি লেখাটা একটু ভালো লাগে আমার কাছে। বিশেষ কিছু লেখকের লেখার অপেক্ষায় থাকি। কাউকে অনুসরন করি না। এখন থেকে ক্যাচাল কমেন্ট করমু। তাইলেই ক্যাচালে ক্যাচালে কমেন্টর হার বাইড়া যাইবো।

০২ রা মে, ২০১৪ সকাল ১০:২১

উড়োজাহাজ বলেছেন: দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভাল। দয়া করে ক্যাচাল বাঁধাইয়েন না।

১৭| ০২ রা মে, ২০১৪ বিকাল ৩:২৭

স্বপ্ন দুঃস্বপ্ন বলেছেন: ভাইয়ারা,আমি ব্লগে নতুন এসেছি|অনেক আশা নিয়ে এসেছিলাম|কিন্তু দেখেন,আমার ব্লগটা কাঠফাটা রোদ্রের মতন খাঁ খাঁ করতাছে|কই যে যাই, তাই ভাবতাছি . . .

০২ রা মে, ২০১৪ বিকাল ৩:৩২

উড়োজাহাজ বলেছেন: আপনাকে আমি অনুসরণে রাখছি। যতদিন স্বাবলম্বী না হন ততদিন আপনাকে উতসাহ দেওয়ার চেষ্টা করবো- এনশাআল্লাহ। নিয়মিত ভাল লেখা পোস্ট করবেন।

১৮| ০২ রা মে, ২০১৪ বিকাল ৪:২৩

স্বপ্ন দুঃস্বপ্ন বলেছেন: চেষ্টা করবো,ভাইয়া

০২ রা মে, ২০১৪ রাত ৮:৩০

উড়োজাহাজ বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.