নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আতাহার হোসাইন

উড়োজাহাজ

ফেসবুক প্রোফাইল-https://www.facebook.com/ataharh

উড়োজাহাজ › বিস্তারিত পোস্টঃ

একটি অকবিতা: ভাল না হলে কমেন্ট করুন

২১ শে মে, ২০১৪ রাত ৯:০৯

আকাশে বাতাসে মৃত্যুর পরোয়ানা



আকাশে বাতাসে ভাসে মৃত্যুর পরোয়ানা

কখন কার নাম নিচ্ছে লিখে নেইতো জানা

পতঙ্গের মত উড়ে বেড়ায় কখনো মারে ছো

যাকে যখন খুশি বানায় শিকার ইচ্ছেমতো



এর মাঝেও হাসি, কাঁদি তবু নিত্য এ সংসারে

হয়তো আড়ালে বসে লিখছে নামখানি অগোচরে

আমরা সবাই মৃত আমাদের সৃষ্ট নিয়তির হাতে

এখন অপেক্ষার পালা শুধু কে কখন কার ভাগে



কখনো বাগে পেয়ে যায় কখনো বা নয়

কখন কাকে যে ধরে বসে এই শুধু ভয়

কখনো প্রকাশ্যে ধরে নিয়ে খুন কিবা গুম

জ্বালিয়ে পুড়িয়ে এনে দেবে অসময়ে ঘুম



দাঁড়িয়ে এ মৃত্যুর মিছিলে হাতে নিয়ে প্রাণ

পালিয়ে বাঁচতে চাই তাই এ সংগ্রাম অফুরান

হয়তো বেঁচে গেছি এ যাত্রায় কিন্তু সেতো নাই

অসময়ে ভাসছে জলে অথবা আগুনে পুড়ে ছাই



ত্রাহি চিৎকারে হয়তো বেরিয়ে আসছে কান্না

কিন্তু কে কাকে কিভাবে বাঁচাবে নেই তা জানা

কেননা আমি তুমি সবাই মিলেই এনেছি এ দিন

উদ্বেগ আর নৃশংস মৃত্যু দিয়েই শোধিব এ ঋণ?

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০১৪ রাত ৯:১৩

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
কমেন্ট করলাম =p~

২১ শে মে, ২০১৪ রাত ৯:৩৩

উড়োজাহাজ বলেছেন: তার মানে ভাল হয়নি। অবশ্য এক পণ্ডিতকে দেখিয়েছিলাম। তিনিও নেগেটিভ মন্তব্য করেছেন। কবি হতে মুঞ্চায়!!

২| ২১ শে মে, ২০১৪ রাত ৯:৩৭

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ভাল হয়েহে তো।

২১ শে মে, ২০১৪ রাত ৯:৪৭

উড়োজাহাজ বলেছেন: কথা ছিলো- ভাল ‌'না' হলে কমেন্ট করুন! যাক, আপনি কমেন্ট করেছেন আবার ভালও হয়েছে বললেন, তাই আমারও ভাল লাগছে।
তবে আশা করেছিলা ব্যাপক সমালোচন আসবে। আমি আবার অকবি কিনা! কাঠ-খোট্টা লেখা লিখি সব সময়। কোন মজা নাই।

৩| ২১ শে মে, ২০১৪ রাত ৯:৫০

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
দাঁড়িয়ে এ মৃত্যুর মিছিলে হাতে নিয়ে প্রাণ
পালিয়ে বাঁচতে চাই তাই এ সংগ্রাম অফুরান


বেশ ভালো লাগলো কবি ! ++

২১ শে মে, ২০১৪ রাত ১০:০৪

উড়োজাহাজ বলেছেন: সম্বোধন পড়ে লজ্জা পেলাম!

৪| ২১ শে মে, ২০১৪ রাত ১১:৩০

সচেতনহ্যাপী বলেছেন: কখনো প্রকাশ্যে ধরে নিয়ে খুন কিবা গুম
জ্বালিয়ে পুড়িয়ে এনে দেবে অসময়ে ঘুম
হয়তো বেঁচে গেছি এ যাত্রায় কিন্তু সেতো নাই
অসময়ে ভাসছে জলে অথবা আগুনে পুড়ে ছাই
আপনি বোধহয় ইতিমধ্যেই ধারনা পেয়েছেন যে আমি সাধারনতঃ কবিতা বোধগম্য নয় বলে সেখানে কোন মন্তব্য করি না। কিন্তু এই পংক্তি কয়টিতে কেমন যেন একটা মিল খুজে পেলাম।
(আপনার সাজেশন মত আমার লেখাটিতে লিংক যোগ করেছি। একটু কষ্ট করে দেখবেন হয়েছে কি না?) ধন্যবাদ।

২২ শে মে, ২০১৪ রাত ১২:১১

উড়োজাহাজ বলেছেন: ধন্যবাদ। এইটা একটা অকবিতা।
আসছি আপনার পোস্টে।

৫| ২১ শে মে, ২০১৪ রাত ১১:৩৫

অন্ধবিন্দু বলেছেন:
কেননা আমি তুমি সবাই মিলেই এনেছি এ দিন
উদ্বেগ আর নৃশংস মৃত্যু দিয়েই শোধিব এ ঋণ?


উড়োজাহাজ,
যাক অন্তত কেউ তো দোষ স্বীকার করার সাহস রাখছে !
ভালো লাগলো।

২২ শে মে, ২০১৪ রাত ১২:১৫

উড়োজাহাজ বলেছেন: দোষ স্বীকারে বাধা কোথায়, ভাই? যা সত্য তাতো স্বীকার করতেই হবে। সত্যকে আড়াল করে লাভ নেই।

৬| ২১ শে মে, ২০১৪ রাত ১১:৪১

পংবাড়ী বলেছেন: বাংলার সম্পদ যক্ষের ধনের মতো, যারা তা দখল করার চেস্টা করছে তারা মৃত্যু পরোয়ানা পাচ্ছে।

২২ শে মে, ২০১৪ রাত ১২:১৬

উড়োজাহাজ বলেছেন: যারা দখল না দিচ্ছে তারা্ও কিন্তু রেহাই পাচ্ছে না। সিস্টেমটাই এমন দাঁড়িয়েছে যে- কারো নিস্তার নেই। কারণ নগর পোড়ালে দেবালয়ও এড়ায় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.