নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিস্তার দে হারামীর দল
এ যাতনা যে আর সহে না,
দু’দণ্ড শান্তি চাহি
পৃথিবী আফ্রিকার জঙ্গল না।
আগুনে পোড়া মানুষের কাবাব
এ দৃশ্যতো আর চোখে সহে না।
কেটে ছিড়ে চব্বিশ টুকরো করবি
তোরা কি হয়েছিস হায়েনা?
আমার চোখতো মানুষের চোখ
বুকের ভেতর হৃত কোমল
আর কত খুচিয়ে রক্তক্ষরণ ঘটাবি
নিস্তার দে এবার হারামির দল।
এত নৃশংসতা, বীভতস দৃশ্য
এ দু’চোখ আর সহেনা।
চারপেয়ে হায়েনা দেখে অভ্যস্ত
দু’পেয়ে চোখে মানায় না।
২| ১৭ ই জুন, ২০১৪ রাত ১২:৫০
একজন ঘূণপোকা বলেছেন: নিস্তার দে হারামীর দল
এ যাতনা যে আর সহে না,
দু’দণ্ড শান্তি চাহি
পৃথিবী আফ্রিকার জঙ্গল না।
©somewhere in net ltd.
১| ১৫ ই জুন, ২০১৪ সকাল ৯:৫৭
হাসান বিন নজরুল বলেছেন: হুম নিস্তার চাই