![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন নামক চলমান চিত্রের এক জীবন্ত অভিনেতা আমি। খল চরিত্রের। নিজেই নিজের সাথে ভিলেনি করে নিজেরই সর্বনাশ করে চলেছি প্রতিনিয়ত। জানিনা, এর শেষ কোথায়! মহান পরিচালক দৃশ্যপটের শেষ দৃশ্যে কি লিখে রেখেছেন সেটুকু দেখার অপেক্ষা করছি মাত্র। আপনাকে অভিনন্দন কষ্ট করে আমার প্রোফাইল দেখতে এসেছেন বলে।
আঙ্গুলের উপরে গোধুলীর সুর্য
ঘুরছে নিরন্তর
মাঝ সমুদ্রে সোনালি মাখা
ঢেউ যে দিগম্বর!
পতপত শব্দের আছড়ে পড়া
বালির পাড়ের পরে
একটু পরেই ফিরে চলা
একই পথ ধরে
সেই সমুদ্রের তরে।
মানুষ আমি তাই
ভাবছি একা বসে
ফিরব কি তবে একই পথে
সেই পরমাত্মার কাছে?
জীবনাত্মার মানুষগুলো
যেখান থেকে আসে!
-অতনু বারিশ
কপিরাইট স্বত্তাধিকারী, ([email protected])
০৩ রা জানুয়ারি, ২০১৯ ভোর ৫:৩১
অতনু বারীশ বলেছেন: অনেক ধন্যবাদ।
২| ০২ রা জানুয়ারি, ২০১৯ রাত ৯:১১
জুনায়েদ বি রাহমান বলেছেন: দারুণ!
০৩ রা জানুয়ারি, ২০১৯ ভোর ৫:৩১
অতনু বারীশ বলেছেন: অনেক ধন্যবাদ কষ্ট করে লেখা পড়ার জন্য।
৩| ০২ রা জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫৪
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতা পাঠে মুগ্ধ হলাম।
০৩ রা জানুয়ারি, ২০১৯ ভোর ৫:৩২
অতনু বারীশ বলেছেন: আমার অন্যান্য লেখা পড়ার অনুরোধ করছি।
৪| ০২ রা জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫০
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
০৩ রা জানুয়ারি, ২০১৯ ভোর ৫:৩২
অতনু বারীশ বলেছেন: অনেক ধন্যবাদ নুর ভাই। অনেক ভালবাসা।
৫| ০২ রা জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫১
অবনি মণি বলেছেন: সুন্দর কবিতা
০৩ রা জানুয়ারি, ২০১৯ ভোর ৫:৩৩
অতনু বারীশ বলেছেন: অনেক ধন্যবাদ, আমার বাকী লেখাগুলো পড়ারও অনুরোধ রইল।
©somewhere in net ltd.
১|
০২ রা জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫৮
ল বলেছেন: সুন্দর কবিতা।