| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অতনু বারীশ
জীবন নামক চলমান চিত্রের এক জীবন্ত অভিনেতা আমি। খল চরিত্রের। নিজেই নিজের সাথে ভিলেনি করে নিজেরই সর্বনাশ করে চলেছি প্রতিনিয়ত। জানিনা, এর শেষ কোথায়! মহান পরিচালক দৃশ্যপটের শেষ দৃশ্যে কি লিখে রেখেছেন সেটুকু দেখার অপেক্ষা করছি মাত্র। আপনাকে অভিনন্দন কষ্ট করে আমার প্রোফাইল দেখতে এসেছেন বলে।
রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সামনেই দেখি একটু জটলা।
কাছে গিয়ে দেখি শ্যুটিং চলছে।
জিজ্ঞেস করতেই জানলাম জয় প্রোডাকশান হাউস ও দেশ মাল্টিমিডিয়া মিলে এই মিউজিক ভিডিও বানাচ্ছে।
পরে প্রিয় দর্শকদের জন্য শ্যুটিং অংশ ভিডিও করে নিলাম সরাসরি। যাতে সাধারন সকলেই দেখতে পারে শ্যুটিং কিভাবে করা হয়।
সৌজন্যেঃ জয় প্রোডাকশন হাউস এবং দেশ মাল্টিমিডিয়া।
০৩ রা জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৩৫
অতনু বারীশ বলেছেন: নুর ভাই, শুভ সকাল।
©somewhere in net ltd.
১|
০৩ রা জানুয়ারি, ২০১৯ সকাল ৮:০৭
রাজীব নুর বলেছেন: হুম।