![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জ্বরে গা পুড়ে যাচ্ছে দেখে,
চিন্তায় মায়ের চোখে জল আসা
এটাইতো ভালবাসা।
ছোট ভাতিজীটা কাকুর দু:ক্কু হয়েছে বলে
মাথায় হাত বুলিয়ে দেওয়া
এটাইতো ভালবাসা।
বউদিরা নানা আইটেম রেঁধে
বার বার খেতে বলা,খাওয়ানোর চেষ্টা করা
এটাইতো ভালবাসা।
পিসতুতো ভাই বুকে টেনে নিয়ে
এইসব কিছুই না সব টিক হয়ে যাবে বলা,
এটাইতো ভালবাসা।
গভীর রাতে ঘুমিয়েছি কিনা,
জ্বর বেড়েছে কিনা ঘরের সবার এইসব দেখা
এটাইতো ভালবাসা।
©somewhere in net ltd.
১|
০৯ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:০৬
দ্বিখণ্ডিত পথিক বলেছেন: