![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেকেই আমাকে বলেছেন জি বাংলা আর ষ্টার জলসা নিয়ে কিছু লেখার জন্য। আসলে চ্যানেল গুলো আমার বাসায় কেউ দেখেনা । তারপরও রিমোটের অস্থিরতায় মাঝে মধ্যে সামনে চলে আসে, কিন্তু পুরোপুরি দেখা হয়নি কখনোই । গত কয়েকদিন ধরে দেখার চেষ্টাও করেছি, ধৈর্য্যে কুলায়না। বাধ্য হয়ে বন্ধুদের সহায়তা নিলাম । বন্ধু নির্মল কে জিজ্ঞেস করলাম তোর বাসায় কি অবস্থা ! মহাবিরক্তি নিয়ে বলল- আরে এইগুলোর যন্ত্রনায় বাসায় খেলা বা নিউজ কিছুই দেখতে পারিনা, বৌ বাচ্চা র সাথে সম্প্রচার চলা কালে নাকি কথাই বলা যায়না, বিরক্ত হয়। বিশেষ করে নাটক গুলোতে নাকি একেক জন অভিনেত্রী ত্রিশ কেজির ওপরে শাড়ী ,গহনা ,মেক-আপ নিয়ে শুধু ঝগড়া আর কুটনামী করে। একজন আরেক জনের বৌ কিংবা জামাই ভাগিয়ে নিয়ে যায়, আরো নানান অভিযোগ । সমাজেও নাকি বিরূপ প্রভাব ফেলছে।তবে পেপারে দেখেছি পাখী ড্রেস না পেয়ে একটি মেয়ে আত্মহত্যা করেছে। নির্মলের এক বৌ দুই মেয়ে, সংসারের উপার্জনক্ষম একমাত্র লোক, বাসায় পরাধীন শুধুমাত্র ষ্টার জলসা আর জি বাংলার কারনে। খুবই গুরুতর ব্যাপার। জিজ্ঞেস করলাম এতো আসক্তির কারন কি ? বলল বিজ্ঞাপনের অত্যাচারে বাংলাদেশী চ্যানেল গুলো বিরক্তির কারন হয়ে দাঁড়িয়েছে , তাছাড়া দর্শক ধরে রাখার মত মানসম্মত অনুষ্ঠানও নেই। আমার দেড় বছরের ভাতিজি , নিজের নাম বলতে পারেনা, কিন্তু গান গায় – বোঝেনা সে বোঝেনা । গানটা অবশ্য আমারো ভালো লাগে, পড়ে শুনলাম এটাও টিভি সিরিয়ালের গান । পশ্চিমবঙ্গে আমাদের চ্যানেল চলেনা। কারন ওখানে আমাদের একটি চ্যানেল চালাতে লাগবে দশ কোটি টাকা , ওদের চ্যানেল বাংলাদেশে চালাতে দিতে হয় মাত্র এক লাখ টাকা। চমৎকার !! সত্যি চমৎকার !! সুবিধেটুকু শুধু আপনারই !!! মহারাজ !!!
'অনেকেই আমাকে বলেছেন জি বাংলা আর ষ্টার জলসা নিয়ে কিছু লেখার জন্য। আসলে চ্যানেল গুলো আমার বাসায় কেউ দেখেনা । তারপরও রিমোটের অস্থিরতায় মাঝে মধ্যে সামনে চলে আসে, কিন্তু পুরোপুরি দেখা হয়নি কখনোই । গত কয়েকদিন ধরে দেখার চেষ্টাও করেছি, ধৈর্য্যে কুলায়না। বাধ্য হয়ে বন্ধুদের সহায়তা নিলাম । বন্ধু নির্মল কে জিজ্ঞেস করলাম তোর বাসায় কি অবস্থা ! মহাবিরক্তি নিয়ে বলল- আরে এইগুলোর যন্ত্রনায় বাসায় খেলা বা নিউজ কিছুই দেখতে পারিনা, বৌ বাচ্চা র সাথে সম্প্রচার চলা কালে নাকি কথাই বলা যায়না, বিরক্ত হয়। বিশেষ করে নাটক গুলোতে নাকি একেক জন অভিনেত্রী ত্রিশ কেজির ওপরে শাড়ী ,গহনা ,মেক-আপ নিয়ে শুধু ঝগড়া আর কুটনামী করে। একজন আরেক জনের বৌ কিংবা জামাই ভাগিয়ে নিয়ে যায়, আরো নানান অভিযোগ । সমাজেও নাকি বিরূপ প্রভাব ফেলছে।তবে পেপারে দেখেছি পাখী ড্রেস না পেয়ে একটি মেয়ে আত্মহত্যা করেছে। নির্মলের এক বৌ দুই মেয়ে, সংসারের উপার্জনক্ষম একমাত্র লোক, বাসায় পরাধীন শুধুমাত্র ষ্টার জলসা আর জি বাংলার কারনে। খুবই গুরুতর ব্যাপার। জিজ্ঞেস করলাম এতো আসক্তির কারন কি ? বলল বিজ্ঞাপনের অত্যাচারে বাংলাদেশী চ্যানেল গুলো বিরক্তির কারন হয়ে দাঁড়িয়েছে , তাছাড়া দর্শক ধরে রাখার মত মানসম্মত অনুষ্ঠানও নেই। আমার দেড় বছরের ভাতিজি , নিজের নাম বলতে পারেনা, কিন্তু গান গায় – বোঝেনা সে বোঝেনা । গানটা অবশ্য আমারো ভালো লাগে, পড়ে শুনলাম এটাও টিভি সিরিয়ালের গান । পশ্চিমবঙ্গে আমাদের চ্যানেল চলেনা। কারন ওখানে আমাদের একটি চ্যানেল চালাতে লাগবে দশ কোটি টাকা , ওদের চ্যানেল বাংলাদেশে চালাতে দিতে হয় মাত্র এক লাখ টাকা।
চমৎকার !!
সত্যি চমৎকার !!
সুবিধেটুকু শুধু আপনারই !!!
মহারাজ !!!'
©somewhere in net ltd.