| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মরা নদী বলেশ্বর
আমি খুবই স্বার্থপর
শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে ধীরে ধীরে আউট হয়ে যাচ্ছেন বাম বা প্রগতিশীলরা। আর সেখানে সুকৌশলে ঢুকে পড়ছে আওয়ামীলীগ। এর অংশ হিসেবে আজ বিকেল থেকেই ছাত্রলীগ নেতা-কর্মীদের ভীড় বাড়তে শুরু করে মূল মঞ্চকে ঘিরে। কেবল হাতে গোনা কয়েকজন নেতা পর্যায়ের লোক এখন মিডিয়া মূখী হয়ে আছে। ব্লগারদের আন্দোলন হলেও এখন সেখানে মূল ব্লগারদের আধিপত্য নেই। তবে লাকি নামের মেয়িটিকে এখনো মাইকে আওয়াজ তোলার মহান কাজে নিয়োজিত রেখেছে ছাত্রলীগ।কারণ মিডিয়ায় লাকির কণ্ঠ দেশবাসীর কাছে পরিচিতি পেয়েছে। আর ছাত্রলীগের ছেলেমেয়েরা এই কষ্টের কাজ থেকেই নিরাপদ দূরত্বে থাকতে পছন্দ করে।
এদিকে বিকেলে সরকারের মন্ত্রীরা সেখানে গিয়েছেন সংহতি প্রকাশ করতে। উদ্দেশ্য এই সুযোগে ভোটের মাঠসহ আন্দোলনের নিয়ন্ত্রণ নেওয়া। এদিকে ছাত্রলীগের এ আধিপত্য বিস্তারের চেষ্টায় এখন অনেকটাই কোনঠাসা প্রগতিশীল ছাত্র নেতারা। সারাজীবন কয়কেটি লাল-নীল ব্যানার ফেস্টুন আর আর দুচারজন সহৃদয়বান বস্তিবাসীর কল্যানে যাদের উর্বর নেতৃত্ব প্রেসক্লাব এলাকায় প্রদর্শিত হত শাহবাগের এ আন্দালন তাদের মনে দিলীপ, ইনুর মতই সন্তুষ্ট করেছিল। তৃপ্ত করেছিল তাদের রাজনৈতিক জীবন। কিন্তু গণতন্ত্রের দুষমন ছাত্রলীগের থাবার কাছে তাদের সে প্রেস্টিজ আর স্বপ্ন দুটোই মুছে যাবে এটা কীভাবে মেনে নেওয়া যায়,,,,,,,,,,,,,,,,,,,,,!!! এই চিন্তায় এখন অনেকেই বিশ্রামের নামে মাঠ ত্যাগ করতে উদ্যত..... হায় পলিটিক্স,,,,, হায় বাংলাদেশ হায় আমাদের বাকশালী সরকারের ভূত..........
২|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: সারাজীবন কয়কেটি লাল-নীল ব্যানার ফেস্টুন আর আর দুচারজন সহৃদয়বান বস্তিবাসীর কল্যানে যাদের উর্বর নেতৃত্ব প্রেসক্লাব এলাকায় প্রদর্শিত হত শাহবাগের এ আন্দালন তাদের মনে দিলীপ, ইনুর মতই সন্তুষ্ট করেছিল। তৃপ্ত করেছিল তাদের রাজনৈতিক জীবন। কিন্তু গণতন্ত্রের দুষমন ছাত্রলীগের থাবার কাছে তাদের সে প্রেস্টিজ আর স্বপ্ন দুটোই মুছে যাবে এটা কীভাবে মেনে নেওয়া যায়,,,,,,,,,,,,,,,,,,,,,!!! এই চিন্তায় এখন অনেকেই বিশ্রামের নামে মাঠ ত্যাগ করতে উদ্যত..... হায় পলিটিক্স,,,,, হায় বাংলাদেশ হায় আমাদের বাকশালী সরকারের ভূত..........
তারচে ভয়ংকর- নিজেরা মুরোদ হারিয়ে ডাকছে কাদের দেখুন...
কলকাতার ব্লগাররা শাহবাগের পক্ষে মাঠে নেমেছে
হে ঘটি সমর্থক যদি বুকে বল থাকে স্বাধীন হও দিল্লির জিঞ্জির ছিড়ে!
পড়ে এসো বাংলায় দরদ দেখাতে!!
কুমীরের মায়ায় হাস কি হাসতে পারে
৩|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৯
মরা নদী বলেশ্বর বলেছেন: হুম,,,,
৪|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪১
হ্যারিয়ার টু বলেছেন: যত যাইহোক মেসিনওয়ালা দাড়ীওয়ালাদের বাঁচার কোন উপায় দেখছি না।
৫|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৪
জাহাঙ্গীর জান বলেছেন: আমার ও তাই মনে হলো।।আওয়ামী লীগ দুর থেকেও তাদের মতামত দিতে পারত।
©somewhere in net ltd.
১|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৪
রাফছানজানি বলেছেন: এখন আর তরুণরা সেখানে নেই। সরকরি দলের সদস্যে ভরে যাচ্ছে শাহাবাগ। সকল ব্লগারদের সাবধান হওয়া উচিত।