নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরা নদীর বুকে এখন মরা শেওলা জমা

জীবন একটাই তাই যা করার ভেবে চিন্তে করতে চাই........

মরা নদী বলেশ্বর

আমি খুবই স্বার্থপর

মরা নদী বলেশ্বর › বিস্তারিত পোস্টঃ

মেয়েটি তার পরের ঘরে থাকে

০৯ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

মেয়েটি তার পরের ঘরে থাকে

থালা-বাসন কাপড় চোপড় ধোয়,,,

নিজের হাতে খাবার রেধে পরে

পরের চোখের স্বপ্নটাকে রোয়,,,,



নিজের মাথায় তেল থাকেন কভূ

দিনে রাতে তেল ঘষে দেয় পায়ে

তা না হলে আম্মাজানের আদর

রাতারাতি জ্বর এসেযায় গায়ে।



গ্রামের বাড়ী মা-বাবা তার ভাবে

কি না জানি সুখে আছে সোনা

তার জন্য দিনরাত্রি শুধূ

মিথ্যে আশায় স্বপ্নের জাল বোনা।



বিকেল বেলা গলির মুখে তারে

দেখেছিলাম এমন একটি মেয়ে

বাবা তারে দিচ্ছে আদর অনেক

অশ্রু তাহার পড়ছে দুচোখ বেয়ে।



ভাল থাকিস, কষ্ট নিস না মা,,

আমরা গেলাম, তুইও এবার যা

কিন্তু তাতে মনগলেনা সোনার

এটাই হলো ওদের জীবন টা......

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

বোকামন বলেছেন: এটাই হলো ওদের জীবন টা...... :(

ভাবছি ...

২| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৮:২০

ভাবসাধক বলেছেন: দারুন

৩| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৮:২২

তাসজিদ বলেছেন: জীবন যেখানে যেমন।

৪| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪৩

গ্রাম্যবালিকা বলেছেন: কষ্ট পেলাম। তাদের জীবনটা যদি সুন্দর করা যেত। :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.