| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মরা নদী বলেশ্বর
আমি খুবই স্বার্থপর
একদিকে হাতির ঝিলের সুরম্য ব্রীজ
অন্যদিকে খুপড়ির মাঝে থাকা কাতর জীবন
যেন একপাশে নারী অন্যদিকে পাথরের দেয়াল।
আমি মাঝে মাঝে ভুলোমনে সে পথেই যাই।
একদিকে ঝিলের বুক ভরা টলমল জ্বল
নেই তাতে কভু যেন খেদ
আমি যেন মাঝে মাঝে জল ছাড়া বাঁচি
অফুরন্ত তৃষ্ণা মেটাই দুচোখের জ্বলে।
আমি সারারাত জেগে জেগে থাকি
পাথরের দেয়াল ভেদি জোনাকিরা মোর
রাতভর পীড়া দেয় শুধূ
আমি যেন বেঁচে থেকে মৃতদের দলে
কবরের চারপাশে বুনোঘাষ দেখি।
আমি হাতির ঝিল দেখি, সন্ধ্যার উদ্যাম বাতাস
আর সকালের চলকানো রোদ সবই দেখি.........
আমার হৃদয় জুড়ে শুধু হাহুতাশ
ভাঙ্গা কলম দিয়ে লেখি বেদনার মহাকাব্য......
©somewhere in net ltd.