| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মরা নদী বলেশ্বর
আমি খুবই স্বার্থপর
অগোছালো ঘর আর বিছানার কালসেটে বালিশ
সবগুলো পড়ে আছে। মাথার কাছে বাঁকা হয়ে
যে ছোট ভাইটি ঘুমাতো সেও আছ।আর আছে
হাহাকার সারাদেশ জুড়ে।
পুরনো সালোয়ার-কামিজ গুলো রুমের এক কোনে আছে
ছোট হাড়ি, থালা-বাসন কিংবা পানির জগ
অগোছালো সবকিছুই আছে, কেবল গোছালো স্বপ্নগুলো নেই
সাজানো পৃথিবীটা নেই। নেই কোনও পরিচিত জন।
মাঝরাতে ঢুলুঢুলু চোখে কাজ সেরে বাসায় ফিরে আসা
শাক-পাতা, ডাল আর আলু সবমিলে মোটাচালের ভাত
পেট পুরে খেয়ে ঘুমানো,,, আবার কাকডাকা ভোরে এক বাটি ভাত
এক বোতল পানি হেটে হেটে আবার সেই রানা প্লাজা,,,, ডিউটিতে...
সপ্তাহ শেষে একদিন ভাল করে ঘুম, অপুষ্ট শরীরে বিকেলে ঘুরতে যাওয়া
রাস্তার সস্তা খাবারে লোভ ছিল যেন তার খুব.......
সেদিনও সকাল বেলা চোখে ঘুম ছিল, চাইনিজ মোবাইলটার
কর্কশ রিংটনে ভীত,, ও প্রান্ত থেকে মুর্খ বসদের কর্কশ স্বর
তাই ছুটে আসা অভিশপ্ত রানা প্রাজায়.....
ভয় আর শংকায় দলবেধে হেটে আসি....
সিড়ি বেয়ে মৃত্যুর দিকে হেটে যাই,
অবশেষে তাই হলো শংকা সত্যি হল,,,তবে কিছুই হ
©somewhere in net ltd.
১|
২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৫৭
রাজনীতির ভাষা বলেছেন: অগোছালো সবকিছুই আছে, কেবল গোছালো স্বপ্নগুলো নেই
সাজানো পৃথিবীটা নেই। নেই কোনও পরিচিত জন।