![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
::নদীর নাম কল্পনা::
আতিকা আনজুম অর্থী
আমার কাছে, তোমার কাছে
একই রকমের এক নদী আছে।
নদীর ভেতর ঢেউ আছে, তীর নেই;
তার যে শুধু শুরু আছে, শেষ নই।
কেউ দেখে না ওই নদীটাকে,
সারাটা বেলা লুকিয়ে থাকে,
জেগে জেগে ঘুমিয়ে থাকে।
সকাল দুপুর সাঁঝে
সবার হৃদয় মাঝে-
কল্পনা নামের নদী
বয়ে চলে নিরবধি।
২| ২২ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:০৮
অর্ণি আনজুম বলেছেন: আজ তুই ব্লগে প্রথম। পোস্ট দিলি তোর প্রথম লেখা।
তবে তোর আপুর প্রথম মন্তব্য পেলি না।
©somewhere in net ltd.
১|
২২ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:৪৪
হিমেল হাসান কাগজের খেয়া বলেছেন: খুব সুন্দর আপুমনি, ব্লগে স্বাগতম, অনেক ভালো লিখেছেন, আরো ভালো করার চেষ্টা করুন।
অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।
happy bloging