![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বন্ধু কারা তোমার কচি হাতে হাতুড়ি তুলে দিলো
কারা তোমার জীবনের সবুজ স্বপ্ন কেড়ে নিলো
তোমার হাতে তো এখন কলম থাকার কথা
তোমার জন্য নেই কি কারো মায়া-মমতা
তোমার শ্রমে ঘামে গড়ে উঠে কত যে প্রাসাদ
বস্তিঘরে শুয়ে কেন তবে তোমার এত অবসাদ
বন্ধু সইতে হবে না আর কোনো লাঞ্চনা গঞ্জনা
তোমার পাশে আছি তা কখনো ভুলে যেয়ো না
পাথরপরাণ গলবে না তোমার আর্তনাদে
এবার তুমি ফেটে পড়ো তীব্র প্রতিবাদে
বন্ধু অকারণে আর ফেলো না চোখের জল
স্ফুলিঙ্গ থেকে এখনই হয়ে উঠো দাবানল
একদিন তোমার শোষণ বঞ্চনার হবেই অবসান
বন্ধু তোমার জন্য বেদনায় ভরে উঠে আমার প্রাণ
সকলের কাছে তাই রেখে যেতে চাই একটি বারতা
বঞ্চিত শিশুর জন্য এনে দিতে চাই অধিকারের সমতা
বন্ধু তোমার দুঃখকে আমি ভাগ করে নেবো
তোমার স্বপ্নকে একদিন সত্যি করে দেবো
বন্ধু তোমার হাতে আমি কলম তুলে দেবো
২| ১৮ ই মার্চ, ২০১৫ সকাল ৭:৪৮
জাফরুল মবীন বলেছেন: অর্থবহ কবিতা।
ভালো লাগল বেশ।
ধন্যবাদ কবি।
শুভকামনা জানবেন।
©somewhere in net ltd.
১|
১৭ ই মার্চ, ২০১৫ দুপুর ১:১৯
কলমের কালি শেষ বলেছেন: কবিতায় খুব ভাল লাগলো । +++