![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কিছু লেখার চেষ্টা করছি, বাংলাদেশের সবচাইতে সুন্দর জায়গা চট্টগ্রাম। ঐখানে আমার জন্ম। ১৯৮০ সালের ২৮ অক্টবোর। তারপর অনেক চরাই উতরাই পার হয়ে জীবিকার তাগিদে ঢাকাতে। মাঝমাঝে ছবি তুলি। চাকুরির পাশাপাশি মনের চাহিদা মেটানোর জন্য ছবি তোলা। মনের কিছু কথা আছে যা বলতে গেলে বলা হয় না। তাই এইখানে আসা। আমার তোলা কিছু ছবি নিচের লিংকে গেলে দখতে পাবেন- http://www.flickr.com/photos/atikullah/ http://atikullah.blogspot.com/
জাতীয় সংগীত গেয়ে আমাদের নাম গিনিসবুকে উঠবে ইনশাআল্লাহ। আবার দুর্নীতির জন্যও আমাদের নামে ঐ বইয়ে আছে। এখন নাকি র্যাংকিং ১ থেকে ৭ এ নেমে আসছে। ভাল তো ভাল না। গোটা বিশ্ব এখন বলবে ১নং দেশপ্রেমিক যারা দুর্নীতিতে ৭ নাম্বার
আমাদের আগে ঐ ৭ নাম্বারের নামটা মুছা উচিৎ ছিল আগে। আর গিনিস বুকে নাম উঠাইলেই কি দেশপ্রেমিক হওয়া যায়?
২| ২৫ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:১৪
বাগসবানি বলেছেন: জাতীয় সংগীত গান গেয়ে দেশপ্রেমিক হন ।
©somewhere in net ltd.
১|
২৫ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:৪৬
আদম_ বলেছেন: সহমত।
এই গাধাগুলার কাজকাম দেখলে ঘেন্না হয়।