নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অখ্যাত একটা বেসরকারি প্রতিষ্ঠানে আইসিটি বিভাগে চাকরি । নেশা- আড্ডা, ঘুরে বেড়ানো, বই পড়া ও কবিতা লেখা ।

রুদ্র আতিক

পৃথিবী কাব্যময় । জীবন ও প্রকৃতির সর্বত্রই কবিতা । যে কবিতা বোঝে না, কবিতা শুনতে বা পড়তে ভালবাসে না- কবিতা আছে তার জীবনেও । তাই কবিতাই আমার সাধনা, অনুপ্রেরণা আর ভালো লাগা ।

রুদ্র আতিক › বিস্তারিত পোস্টঃ

\'\'ফাগুন বেলায়\'\'

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:০৬



''আগুন লাগা ফাগুন যেন জেগেছে ফুলে ফুলে
আম মুকুলের গন্ধে দ্যাখো মন উঠেছে দুলে ।
বসন্তের ঐ বারতা শোন ফাগুন লাগা বায়
বাসন্তী রঙে মন রাঙিয়ে সুবাস মেখেছে গায় ।

এমন দিনে তোমায় নিয়ে কাব্য রচে যাই
তোমায় আমি ভালবাসি বলি সহজ করে তাই ।
বসন্ত কি বুঝবে সখি তোমার মনের ভেদ
বসন্তে তাই বসে করি তব মনের ব্যবচ্ছেদ ।

ফাগুনে যেমন উদাস করে সকল মনের চাওয়া
আমার মনের চাওয়া তোমায় আপন করে পাওয়া ।
একটু খানি মান অভিমান একটু ছুঁয়ে দেখা
বুক ভরানো ভালবাসা যেন বাসি একলা একা ।

কোকিলের কুহু তানে যদি নাইবা ভরে প্রাণ
তোমার মনের রাজা হয়ে সাধবো মধুর গান ।
বসন্তেরই মাতাল হাওয়ায় যদি নাইবা দোলে মন
ছোঁয়ায় আমার দুলিয়ে দেব তোমায় আমি তখন ।

এমন দিনে তোমায় ছেড়ে একলা থাকা দায়
ফাগুন বেলায় আসনা ছুটে মনের বৈতরণী নায় ।
তোমায় আমি গাঁথছি মালা কাব্য সুর ছন্দে
হিজল তমাল অশোক পলাশ নাইবা ভরুক গন্ধে ।

ফাগুন কি বুঝবে প্রিয়া তোমার মনের আগুন
সব ঋতুতেই আনবো পুনঃ প্রেম পিয়াসী ফাগুন ।
আগুন লাগা ফাগুন আমি জ্বালব জীবন ভর
তোমায় আমি ভাববো নাতো আর কখনো পর ।

বসন্তের এই প্রথম বিকেল তোমায় আমি দিলাম
তোমার সকল চাওয়া আমি আমার করে নিলাম ।
বসন্ত কি বুঝবে তবু তোমার মনের ভেদ
বসন্তে আজ বসে করি তব মনের ব্যবচ্ছেদ ।।''


কবিঃ রুদ্র আতিক, সিরাজগঞ্জ
পহেলা ফাল্গুন ১৪২৫ বঙ্গাব্দ ।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪৬

পদাতিক চৌধুরি বলেছেন: শুভ ব্লগিং ।

কবিতা বেশ ভালো হয়েছে। প্রতিমন্তব্য করতে আমাদের কমেন্ট বক্সের ডান দিকে সবুজ বাটনে প্রেস করলে নতুন একটি স্পেস আসবে, তার মধ্যে উত্তর লিখে জমা করলে তবেই আমাদের নোটিফিকেশন দেখাবে।

পাশাপাশি অন্যদেরকে আপনার পোস্টে আমন্ত্রণ জানান। অন্যের পোস্টেও কমেন্ট করুন।
আপনার ব্লগিং যাত্রা স্বাচ্ছন্দময় হয়ে উঠুক- কামনা করি।।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:১১

রুদ্র আতিক বলেছেন: মুগ্ধ হলাম,ধন্যবাদ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.