নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অখ্যাত একটা বেসরকারি প্রতিষ্ঠানে আইসিটি বিভাগে চাকরি । নেশা- আড্ডা, ঘুরে বেড়ানো, বই পড়া ও কবিতা লেখা ।

রুদ্র আতিক

পৃথিবী কাব্যময় । জীবন ও প্রকৃতির সর্বত্রই কবিতা । যে কবিতা বোঝে না, কবিতা শুনতে বা পড়তে ভালবাসে না- কবিতা আছে তার জীবনেও । তাই কবিতাই আমার সাধনা, অনুপ্রেরণা আর ভালো লাগা ।

রুদ্র আতিক › বিস্তারিত পোস্টঃ

\'\'আড্ডা স্মৃতি\'\'

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:২৮



'কলেজ ক্যাম্পাসে এলাম আজ অনেক বছর পরে
নিঃসঙ্গ যে লাগছে ভারী একলা একা ঘুরে !
ফরিদ, পলাশ, সুমন, রকি
হিমু, সিমু, সুজন, আঁখি
কত জনই ছিল পাশে আজকে তারা নেই !
বন্ধু আমি আছি তবু আগের মতো সেই ।

কত স্মৃতি মনের মাঝে উথলে ওঠে আজ
ভাবতাম সেদিন আড্ডা যদি হতো আসল কাজ !
সোহেল, আওয়াল, মানিক, রতন
সেলিম, জুয়েল, হাসিব, রিপন
সবাই মিলে আড্ডা দিতাম লেকের পাড়ে রোজ
সহজে কি মিলবে বলো আজকে তাদের খোঁজ !

সংসার আর আপন কাজে সবাই আজ ব্যস্ত
চিতানলে বা কবর ঘরে কেউ হয়েছে ন্যস্ত !
শম্পা, দীপা, মামুন, জলি
তাজু, সালমা, মোহাম্মদ আলী
এদের কথা যদি বলি বুকে লাগে কষ্ট
দীপার মতো কজনের প্রাণ অকালে হল নষ্ট !

নানা রকম গল্প হতো, নানান রকম গান
মাঝে মাঝে কাব্য কথায় জুড়িয়ে যেত প্রাণ ।
রাসেল, মায়া, জিল্লুর, জনি
সোহেলী, ইঞ্জিল, রিগান, রনি
চোখের মণি সবাই ছিল ফেলে আসা দিনে
মন আসলে বন্ধু হতাম প্রেম বিলাতাম ঋণে ।

আড্ডা ফেলে প্রেম আর পড়া যাদের কাজ
তারা ছিল মোদের কাছে আসল ফাঁকিবাজ ।
তানিয়া, রত্না, পারভেজ, জেমি
মিতা, ফরহাদ, মন্দিরা, সুমি
আজও তারা দিচ্ছে ফাঁকি অতীত দিনের মতো
শত চেষ্টায় যায়নি সারা বন্ধু হারার ক্ষত ।

সুখে দুখে সব সময়ে সবাই ছিলাম কাছে
ছোট বড় সবার কথাই আজও মনে আছে ।
ইমরান, শাকিল, অপু, লিমন
সুরভী, আরিফ, তাজুল, ইমন
ছোট বড় সবাই মিলে আড্ডা হত বেশ
সেসব সবাই ভুলে গেছে নাইকো মনে লেশ ।

আরও অনেক বন্ধু স্বজন দূরে গেছে সরে
অভিমানে কেউ গিয়েছে কেউ গিয়েছে মরে
মিতা, সম্রাট, কাজল, হ্যাপি
রাশেদ, নূপুর, রেজভি, সাথী
এদের কথা ক্ষণিক ভুলে উঠে পড়ি এবার
মনের মাঝে রেখে দিলাম ভালো লাগা সবার !'

কবিঃ রুদ্র আতিক, সিরাজগঞ্জ
পটভূমিঃ আজিজুল হক কলেজ ক্যাম্পাস, বগুড়া
ভাবনার উদয়ঃ ক্যাম্পাসের লেকের পাড়ে একলা বসে
সাড়ে সাত বছর পর ক্যাম্পাসে পদার্পণঃ ১৮ই জানুয়ারি ২০১৯ ইং
রচনা কালঃ ২২ ও ২৩ মাঘ, ১৪২৫ বঙ্গাব্দ ।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:২৮

পদাতিক চৌধুরি বলেছেন: কবিতা ভালো হয়েছে। আপনার স্মৃতিময় অতীত মুগ্ধকর।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:১২

রুদ্র আতিক বলেছেন: অনুপ্রাণিত হলাম । ধন্যবাদ !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.