নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অখ্যাত একটা বেসরকারি প্রতিষ্ঠানে আইসিটি বিভাগে চাকরি । নেশা- আড্ডা, ঘুরে বেড়ানো, বই পড়া ও কবিতা লেখা ।

রুদ্র আতিক

পৃথিবী কাব্যময় । জীবন ও প্রকৃতির সর্বত্রই কবিতা । যে কবিতা বোঝে না, কবিতা শুনতে বা পড়তে ভালবাসে না- কবিতা আছে তার জীবনেও । তাই কবিতাই আমার সাধনা, অনুপ্রেরণা আর ভালো লাগা ।

রুদ্র আতিক › বিস্তারিত পোস্টঃ

\'\'বাংলায় অম্লান\'\'

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:৫৮


'বাংলায় রচা যত গান
যত গল্প কবিতা ছন্দ
আমায় তারা গন্ধ বিলায়
দূর করে নিরানন্দ ।

বাংলা ভাষায় শিখেছি প্রথম
মা মা বলে ডাকা
ভালবাসি তোমায় বাংলা মাগো
ভালবাসা প্রথম বাংলায় শেখা ।

বাংলায় আমার সাধনা সাধন
বাংলায় খুঁজি মানিক রতন
বাংলা সাধের প্রাণ ।
বাংলা মাকে ভালবাসি বেশি
তাই বাংলায় রচি গান ।

বাংলায় দেখা যত মাঠ ঘাট
যত বিস্তৃত চরাচর
আমায় তারা দিয়েছে দিশা
জীবনের পথে চলিবার ।

বাংলায় আমি গেয়েছি প্রথম
জীবনের জয়গান
বাংলা মায়ের বাতাসে সেধেছি
প্রথম সুমধুর তান ।

বাংলায় আমার স্বপ্ন দেখা
বাংলায় আমার কর্ম শেখা
বাংলা প্রেমের পারাবার ।
বাংলায় গাঁথি কথার মালা
পথে চলি দুর্বার ।

বাংলা ভূমি, বাংলার জল
বাংলার জনপদ
আমায় তারা দিয়েছে প্রেরণা
রচিতে কাব্য পদ ।

বাংলায় আমি লিখেছি প্রথম
কবিতা ছন্দ সুর
বাংলা আমার প্রাণের ভাষা
বাংলায় করেছি বিষাদ দূর ।

বাংলা সবার জাগিয়ে বিস্ময়
বাংলা আজি ছড়াল বিশ্বময়
শুধিতে রক্ত ঋণ ।
ভাইয়ের রক্তে রাঙানো একুশ
বাংলায় অম্লান চিরদিন ।'

কবিঃ রুদ্র আতিক, সিরাজগঞ্জ
৬-৭ ফাল্গুন ১৪২৫ বঙ্গাব্দ
ছবিঃ ইন্টারনেট থেকে সংগৃহীত

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৫১

পদাতিক চৌধুরি বলেছেন: আমি বাংলায় গান গাই । বেশ ভালো লাগলো ধরা সম্পর্কে আপনার কবিতাটি।

শুভকামনা জানবেন।

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:০৭

রুদ্র আতিক বলেছেন: যেসব বঙ্গেতে জন্মি ভালবাসে বঙ্গ বাণী,
তাদের শুভকামনা পেলে ধন্য হব জানি !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.