নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবী কাব্যময় । জীবন ও প্রকৃতির সর্বত্রই কবিতা । যে কবিতা বোঝে না, কবিতা শুনতে বা পড়তে ভালবাসে না- কবিতা আছে তার জীবনেও । তাই কবিতাই আমার সাধনা, অনুপ্রেরণা আর ভালো লাগা ।
'যদি নির্বাসনে যেতে হয় যাব ,জীবন যদি দিতে হয় দেব
তবু মায়ের ভাষার নির্বাসন - মানি না, কেন মানবো !
প্রগতিশীলতার এই সভ্য মতবাদ আর দেশ প্রেম যাদের অবলম্বন
আম তলার ঘাসে তারাই সেদিন সাধের প্রাণ দিয়েছিল বিসর্জন ।
সালাম, বরকত, রকিক, জব্বার, শফিউর
একেকটি তাজা প্রাণ যেন বিপ্লবী
রামেশ্বর, ক্ষুদিরাম আর তিতুমীর ।
নাম না জানা আরও শহীদ যেন
একেকটি রক্ত গঙ্গা বাংলা বর্ণমালার
আর জাতীয় জীবনে যেন বিষাদের সুর ।
আমার ভাইয়ের রক্তে জেগেছিল সেদিন
চণ্ডীদাস, আলাওল, কায়কোবাদ, জীবনানন্দ
আমার ভাইয়ের রক্তে মিশেছিল সেদিন
জসীম উদ্দিন, নজরুল, মধুসূদন আর রবীন্দ্র ।
আমার ভাইয়ের চেতনায় ছিল বুঝি
ভাটিয়ালী গান, বাউল আর কীর্তন
আমার ভাইয়ের চেতনায় ছিল বুঝি
ভাওয়াইয়া সুর, গজল আর লালন ।
মুষ্টিবদ্ধ হাত, মুখে শ্লোগান আর তেজদীপ্ত অঙ্গীকার
রাষ্ট্র ভাষা বাংলা চাই, এ চাওয়ার চিৎকার যেন দুর্বার !
সহসা দুপুর গুলির শব্দে বিধুর, পাখি উড়ে হায়
ফিনকি দিয়ে পড়া লাল রক্তে ধূসর মাটি ভিজে যায় ।
ঘৃণায়, ধিক্কারে আর চিৎকারে রুষে ওঠে জনতা
বাংলার আকাশ, বাতাসে বাজে আর্তনাদের বারতা ।
তবু ওরা মারে হাতুড়ি, চালায় চাবুক,
মাংস খুবলে খায় আর ছিন্নভিন্ন করে বুক ।
প্রতিশোধের অগ্নিশিখা জ্বলে, রুদ্ধশ্বাসে জাগে প্রাণ
নয় মাস মরে ছিনিয়ে আনে মায়ের মুখের চেনা গান ।
বছর আসে বছর যায় ভুলে যাই কত দিন
তবু ভোলা নাহি যায় ভাইয়ের রক্ত আর একুশের ঋণ ।'
কবিঃ রুদ্র আতিক, সিরাজগঞ্জ
৯ ফাল্গুন ১৪২৫ বঙ্গাব্দ ।
২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:০৮
রুদ্র আতিক বলেছেন: ধন্যবাদ, শুভ মন্তব্যের জন্য !
©somewhere in net ltd.
১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪৮
পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর কবিতা হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সকল বীর শহীদকে জানাই শ্রদ্ধাঞ্জলি। তবে ছবিটি পোষ্টের প্রথমেই দেখতে সুন্দর লাগে।
শুভকামনা জানবেন।