নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অখ্যাত একটা বেসরকারি প্রতিষ্ঠানে আইসিটি বিভাগে চাকরি । নেশা- আড্ডা, ঘুরে বেড়ানো, বই পড়া ও কবিতা লেখা ।

রুদ্র আতিক

পৃথিবী কাব্যময় । জীবন ও প্রকৃতির সর্বত্রই কবিতা । যে কবিতা বোঝে না, কবিতা শুনতে বা পড়তে ভালবাসে না- কবিতা আছে তার জীবনেও । তাই কবিতাই আমার সাধনা, অনুপ্রেরণা আর ভালো লাগা ।

রুদ্র আতিক › বিস্তারিত পোস্টঃ

\'\'বিষণ্ণ ভোর\'\'

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:১২

একজন কবি যিনি কবিতা লিখতেন
ভালবাসতেন মানুষকে আর বাঙালি ছিলেন ।
সংগ্রামী চেতনায় উজ্জীবিত যে কবি চির অমলিন
সেই কাব্য ও কবিতার নাম সেলিম আল দীন !
যিনি সৃষ্টি করেছেন রাত ভর, কাব্যে কথায়,
পাতায় পাতায়, নির্মল ভোর যাকে দেখেছে
পুকুরের ধারের কালভার্টে, শাল গাছের গোড়ায় ।
সেই কবি দেশের স্বাধীনতার উদ্দামতায়
খুঁজে ফিরেছেন আত্ম অন্বেষণের বোধ,
নৈতিকতা, মানবতা ও নাট্য চর্চার পথ ।
বাংলা নাটকে এনেছেন সীমাহীন সমৃদ্ধি,
যিনি ঔপনিবেশিক অন্ধত্ব ও দাস্য মনোভাবের
বিরুদ্ধে বিপরীতে, সংগ্রামী সোচ্চার কবি ।
ক্ষোভ, রাগ, আবেগ ও অভিমানের ক্ষত
তিনি বশ করতে জানতেন সাপুড়ের মতো ।
যিনি ভালবাসতেন মানুষকে
প্রেমিকের মতো, প্রেমিকার মতো ।
তিনি আখ্যান রচয়িতা, নাট্যকার ও উপন্যাসিক ছিলেন ।
মেধা ও মননে সৃজনশীল স্রষ্টা ও ধ্যানী ছিলেন
তিনি কবি ছিলেন, কর্মী ও মানুষ ছিলেন ।
কবি তুমি কি ভুলে গেছ সেই যমুনা পাড়ের কথা-
করতোয়া তীরে তোমার সেই ঘর ও পারুলের কথা ?
সেই দিগন্ত ব্যাপ্ত যমুনা নদী, শান বাঁধানো পথ,
সব আছে, আমরা আছি, সবাই আছে
শুধু একা তুমি দিগন্তের ওপারে !
নব প্রভাত আজও নব আলোতে
উদ্ভাসিত, আলোকিত প্রতিদিন ।
তবু সে খুঁজে ফেরে তোমাকে
শাল গাছের গোড়ায়, পুকুরের ধারের কালভার্টে,
গ্রামে,গঞ্জে,শহরে, বন্দরে বন্দরে ।
তোমার দেখা সেই শান বাঁধানো পথ সিরাজগঞ্জের
যেখানে সেদিনের মতো আজও হাঁটে
''মাছের খাড়ি হাতে মাছুয়া এক কালো বর্ণের''।
তোমার সেই সাম্যবাদের ডাক
আজও ঝংকার তোলে প্রাণে;
সেই বিষাদ বর্ণনা আজও
ঘন বেদনা মেখে দেয় মনে !
বন্ধু, মনে পড়ে যায় আজ এভাবেই;
''তুমি আর এখানে এভাবে
ঐ সূর্যোদয়ে ফিরবেনা
ফিরবেনা কোন মতেই !''
হে মহামানব, তব বাণী ও শেখানো পথে
চলুক জীবন মোদের তব কর্ম আর চেতনার রথে ।
আজ তুমি মিশে গেছ দিগন্ত ওপারে,
তবু নিত্য উদ্যমী মোরা সেই শ্লোগানে;
''হাতের মুঠোয় হাজার বছর
আমরা চলেছি সামনে !''

কবিঃ রুদ্র আতিক
রচনাকালঃ ১৪/০৮/২০০৮ ইং, বিকেল ০৪.০০ ঘটিকা
স্থানঃ পুরান বগুড়া, বগুড়া ।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৭

মাহমুদুর রহমান বলেছেন: অত্যান্ত মনোমুগ্ধকর!

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:২৯

রুদ্র আতিক বলেছেন: ধন্যবাদ, ভাই মাহমুদুর রহমান ! অনুপ্রাণিত হলাম ।

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৯

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:৩৩

রুদ্র আতিক বলেছেন: ধন্য আমি হলাম জেনে তব মন মন্তব্য
এমন করে বাসলে ভালো খুঁজে পাব গন্তব্য !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.