নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অখ্যাত একটা বেসরকারি প্রতিষ্ঠানে আইসিটি বিভাগে চাকরি । নেশা- আড্ডা, ঘুরে বেড়ানো, বই পড়া ও কবিতা লেখা ।

রুদ্র আতিক

পৃথিবী কাব্যময় । জীবন ও প্রকৃতির সর্বত্রই কবিতা । যে কবিতা বোঝে না, কবিতা শুনতে বা পড়তে ভালবাসে না- কবিতা আছে তার জীবনেও । তাই কবিতাই আমার সাধনা, অনুপ্রেরণা আর ভালো লাগা ।

রুদ্র আতিক › বিস্তারিত পোস্টঃ

\'\'ভুলোমনা মন\'\'

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:৩৭




'মন তুমি ভুলেই গেছ বেদনা বিধুর অভিজ্ঞতা
ভুলে গেছ সেই কবেকার মধুময় স্মৃতি কথা !
ভুলে গেছ শৈশবের ধূলায় লুটোপুটি আর কান্নাকাটির খেলা,
ভুলে গেছ কৈশোরে বন্দি থাকা বদ্ধ ঘরে সাঁঝের বেলা ।

ভুলে গেছ কিশোরীর উচ্ছল চোখের সেই চাহনি দুর্বার
আর খালে বিলে নদীতে বন্যার পানিতে দুরন্ত ডুব সাঁতার ।
ভুলে গেছ ছেলে বেলা আর সেই পাঠশালা পলায়ন
বৃষ্টিতে ভেজা বিকেল আর রঙিন ঘুড়ির অজস্র উড্ডয়ন ।

ভুলে গেছ পড়া ফেলে পড়ার ছলে গল্প কবিতা পড়া
মায়ের মুখে শোনা কত কাহিনী আর গ্রন্থহীন ছড়া ।
ভুলে গেছ বোনের আদর, ভাইয়ের হাসিমাখা মুখ
ভুলে গেছ শ্মশ্রু বিহীন মুখের বাবার চিবুক ।

মন তুমি ভুলেই গেছ কবে হারিয়েছ কবিতার খাতা
ভুলে গেছ কবে খেয়েছে পোকা প্রিয় বইয়ের পাতা ।
ভুলে গেছ বাবার শাসন আর মায়ের সোহাগ যতন
ভুলে গেছ প্রিয় মুখের উচ্চারণে মানিক রতন ।

ভুলে গেছ কবে গিয়েছিলে শেষ সিনেমার হলে
বনভোজনে গিয়েছিলে কবে বন্ধু স্বদল বলে ।
ভুলে গেছ কবে তুমি ধরেছিলে প্রেয়সীর হাত
ভুলে গেছ কত তুমি কাটিয়েছ নির্ঘুম রাত !

ভুলে গেছ কলেজ আর থিয়েটারের সেই সব দিন
ভুলে গেছ কার কাছে কতখানি ছিলে তুমি ঋণ !
ভুলে গেছ চেনা মুখ আর কত শত আত্মীয় স্বজন
ভুলোমনা মন তোমার মতন আর আছে কোন জন !

মন তুমি ভুলেই গেছ ফেলে আসা শত পাগলামি
ভুলে গেছ কত কাল তুমি গল্প কবিতা লেখনি ।
রবীন্দ্র সঙ্গীত আর নজরুল গীতি শোননি কত কাল
আরও কত গান ছিল ভুলে গেছ, ভুলেছ আকাল ।

ভুলে গেছ ভুল করে কে কখন কবে গিয়েছে চলে
ভুলে গেছ পালানো চুপিসারে কাউকে না বলে ।
ভুলে গেছ কত কাল দেখনি আর নীল আকাশ
ভুলে গেছ কবে তুমি খেয়েছিলে নদীর বাতাস !

ভুলে গেছ কত ভুল করেছিলে ফেলে আসা অতীতে
ভুলে গেছ কবে মন দিয়েছিলে কোরানের সূরাতে ।
ভুলে গেছ কত দিন ছিলে তুমি পরবাস পরের ঘরে
ভুলে গেছ পড়া ফেলে ভোগা কত আড্ডা জ্বরে ।

মন তুমি ভুলোমনা, বল সব কিছু ভুলে যাও কেন !
শৈশব ভোল কৈশোরে আর যৌবনে কৈশোর যেন ।
ভোলা মন, যৌবন- ভুলে যাবে সব বয়সের ভারে
ভুলে যাবে একদিন কত ভালো বেসেছিলে তারে !'

কবিঃ রুদ্র আতিক, সিরাজগঞ্জ,
রচনাকালঃ ২৯ পৌষ ১৪২৫ বঙ্গাব্দ ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:১০

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৮

রুদ্র আতিক বলেছেন: সাহস যোগাল রচনায় ! প্রীত হলাম ! ধন্যবাদ .......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.