নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অখ্যাত একটা বেসরকারি প্রতিষ্ঠানে আইসিটি বিভাগে চাকরি । নেশা- আড্ডা, ঘুরে বেড়ানো, বই পড়া ও কবিতা লেখা ।

রুদ্র আতিক

পৃথিবী কাব্যময় । জীবন ও প্রকৃতির সর্বত্রই কবিতা । যে কবিতা বোঝে না, কবিতা শুনতে বা পড়তে ভালবাসে না- কবিতা আছে তার জীবনেও । তাই কবিতাই আমার সাধনা, অনুপ্রেরণা আর ভালো লাগা ।

রুদ্র আতিক › বিস্তারিত পোস্টঃ

শুভ জন্মদিন

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:২৭


''আজ জন্মদিনে কিবা তোমায় দেব উপহার,
দিলাম তোমায় কাব্যে রচা কণ্ঠ মণিহার !
আরও দিলাম স্বপ্ন এঁকে যুগল কালো চোখে
রংধনু আর রোদ্র ছায়া দিলাম তোমায় মেখে ।

আমরা কজন বন্ধু ছিলাম আছে স্মৃতি পটে আঁকা !
বন্ধু বিনে জীবন যেন আজ লাগছে ফাঁকা ফাঁকা !
জীবন স্রোতে হারিয়ে কি গো ভুলেছ সেসব দিন !
জীবন গেলেও শোধ হবে কি সেই মধুরতম ঋণ !

অকরুণ কোন অভিযোগে কেউ গিয়েছে দূরে
কেউবা আজও বাঁশি বাজায় সকরুণ সুরে ।
ব্যস্ততার বাস্তবতায় হয় না দেখা কারো
আজও ভালবাসে কেউ অনেক বেশি আরো !

কেউ মরেছে কেউ গড়েছে জীবন নামের বাড়ি
কেউ বা আবার ভুলে গেছে করে ছাড়াছাড়ি !
কেউ বা আবার করেছিল ভীষণ অভিমান
ফেরানো আর যায়নি তারে কাব্যে রচে গান !

উচ্ছল সেই মুখ গুলো আজ ভীষণ রকম মলিন
কেউ বা আবার বিত্ত মেখে সেজেছে আজ কুলীন !
কেউ বা আবার ভুলেই গেছে অতীত দিনের প্রীতি
কেউ বা আবার ভাবে বুঝি মিছে ওসব স্মৃতি !

এসব কথা মনে হলে কষ্ট লাগে ভারি
ভাবি আজও বন্ধু মিছে করেছে ফের আড়ি !
থাক না এসব সব গিয়েছে বন্ধু তবু আছি,
অনাগত কালেও মোরা যেন বন্ধু হয়ে বাঁচি ।

সেই বাঁধনে জড়িয়ে দিলাম ভালবাসার মালা,
প্রেমের জলে জুড়িয়ে দিলাম যাতনারই জ্বালা ।
আরও দিলাম জন্মদিনে কথার প্রীতি উপহার
হাজার রঙ্গে রাঙুক তোমার স্বপ্নেরই সংসার !

জীবন তোমার ভরে উঠুক কবিতা আর গানে
বিশ্বাস আর ভালবাসা জাগুক তোমার প্রাণে ।
বারে বারে আসুক ফিরে এমন রঙিন দিন
একই কথা হাজার ভাষায় 'শুভ জন্মদিন' ! ''

বন্ধু 'শম্পা সাহার' জন্মদিনে তড়িঘড়ি করে লেখা ''শুভ জন্মদিন'' কবিতা খানির পরিমার্জিত রূপ । উৎসর্গ তাকে ও সকল বন্ধুদেরকে ।

কবিঃ রুদ্র আতিক, সিরাজগঞ্জ,
রচনাকালঃ ২৬ অগ্রহায়ণ ১৪২৫ বঙ্গাব্দ
পরিমার্জনঃ ২০ পৌষ ১৪২৫ বঙ্গাব্দ ।
ছবিঃ ইন্টারনেট থেকে

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: শুভ জন্মদিন
উনি ভালো থাকুন

সুন্দর হয়েছে কাব্য

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:০১

রুদ্র আতিক বলেছেন: ধন্যবাদ, সুন্দর মন্তব্য ও শুভকামনার জন্য

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৩

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা হয়েছে।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:০২

রুদ্র আতিক বলেছেন: ধন্যবাদ জনাব

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.