নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অখ্যাত একটা বেসরকারি প্রতিষ্ঠানে আইসিটি বিভাগে চাকরি । নেশা- আড্ডা, ঘুরে বেড়ানো, বই পড়া ও কবিতা লেখা ।

রুদ্র আতিক

পৃথিবী কাব্যময় । জীবন ও প্রকৃতির সর্বত্রই কবিতা । যে কবিতা বোঝে না, কবিতা শুনতে বা পড়তে ভালবাসে না- কবিতা আছে তার জীবনেও । তাই কবিতাই আমার সাধনা, অনুপ্রেরণা আর ভালো লাগা ।

রুদ্র আতিক › বিস্তারিত পোস্টঃ

\'অনুভূতির প্রলাপ\'

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:০৯



''আমায় তুমি ধরবে বল কেমন তব মতি,
আমায় কি যায় গো ধরা, আমি অনুভূতি !
সুখে আছি বিরহে আছি কোথায় আমি নেই
রকম আমার খুঁজতে গেলে হারিয়ে যাবে খেই ।

স্বল্প সুখে কেমন লাগে অল্প দুখে কেমন
যেমন লাগে তেমনি আমি, আমি যেমন তেমন ।
ভীষণ আনন্দে বোঝ আমায় চক্ষু করে বন্ধ
সেও বোঝে আমার রকম যেজন চোখে অন্ধ ।

কষ্টে যদি বুক ভাসে তবুও থাকি সঙ্গে
কষ্ট গুলো শিথিল করি আমার নানা রঙ্গে ।
ধনী লোকের অনুভূতি কেন অন্য রকম ভারী
লক্ষ রকম অনুভূতি যেন জাগাতে পারে নারী !

গরিব লোকের দুঃখ বেশি তাই অনুভূতি কম
এমন বোধের উপলব্ধি সে তো অনুভূতির রকম ।
পাগলেরও আছে অনুভূতি মিথ্যে সে তো নয়
পাগল বিনে কে পেরেছে করতে আমায় জয় ?

হেসে আমি শুধাই আবার কেমন তব মতি
আমায় নাহি যায় গো ধরা, আমি অনুভূতি !
ধনে আছি মানে আছি কিসে আমি নেই
আমার রকম বুঝতে গেলে আপনি হারাই খেই !

নীল আকাশে দুঃখ দ্যাখ কেউ বা খোঁজ সুখ
দুঃখ সুখ আসলে সে তো অনুভূতিরই অসুখ ।
কবির সকল অনুভূতি সে তো কবিতারই গুচ্ছ,
অনুভূতি আছে বলেই নাকি পাখি নাচায় পুচ্ছ !

সকল মনে সকল প্রাণে আছে আমার প্রকাশ
খুলির মাঝে মগজ যেথা সেথা আদি নিবাস ।
ঘুমিয়ে গেলে দেহ তোমার আমি জেগে থাকি
জেগে জেগে পাহারা দেই তোমার পরান পাখি ।

প্রেমে আমি কামে আমি থাকি রাগে অনুরাগে
নিঃশ্বাসে পাবে আমায় পাবে বিক্ষোভে বিপ্লবে
কাটা ঘায়ে নুনের ছিটায় আমায় খুঁজে পাবে
শীতের কাপড় গায়ে দিয়েও আমায় বোঝা যাবে ।

হাসছ কেন, শুধাই আবার কেমন তব মতি,
আমায় কি যাবে ছোঁয়া, আমি যে অনুভূতি !
সব চেতনে থাকি আমি আছি সজ্ঞানে অজ্ঞানে
প্রতি জনমে থাকব আমি থাকব সকল প্রাণে ।।''

কবিঃ রুদ্র আতিক, সিরাজগঞ্জ,
১৫,১৬,১৭ ও ১৮ পৌষ ১৪২৫ বঙ্গাব্দ ।
ছবিঃ ইন্টারনেট

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৭

রাজীব নুর বলেছেন: কবিতা তো আসলে আবেগের খেলা।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৫১

রুদ্র আতিক বলেছেন: বুঝি না ভাই, লিখি এই পর্যন্তই ! ধন্যবাদ

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৬

পদাতিক চৌধুরি বলেছেন: কবিতা বেশ ভালো হয়েছে।

পোস্টে লাইক ।

শুভকামনা রইল ।

০২ রা মার্চ, ২০১৯ সকাল ১০:০২

রুদ্র আতিক বলেছেন: অনুপ্রাণিত হলাম, ধন্যবাদ !

৩| ০১ লা মার্চ, ২০১৯ রাত ৯:২৪

তারেক_মাহমুদ বলেছেন: সুন্দর, লাইক দিলাম

৪| ০২ রা মার্চ, ২০১৯ সকাল ১০:০৫

রুদ্র আতিক বলেছেন: পুলকিত হলাম, ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.