নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবী কাব্যময় । জীবন ও প্রকৃতির সর্বত্রই কবিতা । যে কবিতা বোঝে না, কবিতা শুনতে বা পড়তে ভালবাসে না- কবিতা আছে তার জীবনেও । তাই কবিতাই আমার সাধনা, অনুপ্রেরণা আর ভালো লাগা ।
"ইচ্ছে করে পাখনা মেলে দূর আকাশে উড়ি,
ইচ্ছে করে তোমায় বানাই রঙিন নেশার ঘুড়ি ।
ইচ্ছে আমার হাজার রকম লক্ষ রঙে রাঙা,
ইচ্ছে আমার সবার মনের মান অভিমান ভাঙা ।
ইচ্ছে করে সারাটা দিন কাব্য রচে যাই,
ইচ্ছে করে তোমায় নিয়ে দাদরা সুরে গাই ।
ইচ্ছে গুলো মনের মাঝে কেমন যেন করে,
ইচ্ছে গুলো থাকতে না চায় বদ্ধ মনের ঘরে ।
ইচ্ছে করে ভালবেসে দেই স্বপ্ন সাধের জান,
ইচ্ছে করে বিরহে রচি বেদনা বিধুর গান ।
ইচ্ছে আমার ঝিলের জলে ভাসা পদ্ম ফুল,
ইচ্ছে করে চাঁদটা বানাই প্রিয়ার কানের দুল ।
ইচ্ছে করে মায়ের কোলে মুখ গুজিয়ে শুই,
ইচ্ছে করে হাত বাড়িয়ে আকাশ খানা ছুঁই ।
ইচ্ছে গুলো দিন দুপুরে উথাল পাথাল করে
ইচ্ছে গুলো রাত্রি বেলা একলা কেঁদে মরে ।
ইচ্ছে করে ভেঙে দেই সব অত্যাচারীর হাত,
ইচ্ছে করে দূর করে দেই সবার কালো রাত ।
ইচ্ছে আমার দখল করার বিশ্ব জ্ঞান ভাণ্ডার,
ইচ্ছে আমার ইচ্ছে মতো গল্প কথা লেখার ।
ইচ্ছে করে বাবার বুকে ঝাঁপিয়ে পড়ি ফের,
ইচ্ছে করে যাই গান শুনিয়ে নিত্য আনন্দের ।
ইচ্ছে গুলো চায় যে পেতে ছোট্ট সুখের নীড়,
ইচ্ছে গুলো ইচ্ছে করে তুলতে নত শির ।
ইচ্ছে করে ফিরে পেতে ছোট্ট বেলার দিন
ইচ্ছে করে নিশীথ রাতে বাজাই বাঁশের বীণ ।
ইচ্ছে আমার হাজার তারায় বসত বাড়ি গড়ার,
ইচ্ছে আমার সকল কবির কাব্য গাঁথা পড়ার ।
ইচ্ছে করে ইচ্ছে ঘুড়ি মেলুক রঙিন পাখা,
ইচ্ছে করে ইচ্ছে মতো চলুক জীবন চাকা ।
ইচ্ছে গুলো বাঁধ না মানার করছে অঙ্গীকার,
ইচ্ছে আমার রুখতে পারে এমন সাধ্য কার !"
কবিঃ রুদ্র আতিক, সিরাজগঞ্জ,
৮, ৯ ও ১০ পৌষ ১৪২৫ বঙ্গাব্দ ।
০২ রা মার্চ, ২০১৯ দুপুর ২:৪৫
রুদ্র আতিক বলেছেন: ধন্যবাদ
২| ০২ রা মার্চ, ২০১৯ দুপুর ২:৪১
চন্দ্র বিন্দু বলেছেন: ভাল লাগলো পড়ে
০২ রা মার্চ, ২০১৯ দুপুর ২:৪৬
রুদ্র আতিক বলেছেন: অনুপ্রাণিত হলাম, ধন্যবাদ
৩| ০২ রা মার্চ, ২০১৯ দুপুর ২:৫৭
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: আপনার ইচ্ছেগুলো পূর্ণ হোক, এই কামনা করি।
০২ রা মার্চ, ২০১৯ বিকাল ৩:২৭
রুদ্র আতিক বলেছেন: আপনার কামনা পূর্ণ হোক ! ধন্যবাদ
৪| ০২ রা মার্চ, ২০১৯ দুপুর ২:৫৭
বাকপ্রবাস বলেছেন: সুন্দর
০২ রা মার্চ, ২০১৯ বিকাল ৩:২৮
রুদ্র আতিক বলেছেন: অসংখ্য ধন্যবাদ
৫| ০২ রা মার্চ, ২০১৯ বিকাল ৩:০৮
আরোহী আশা বলেছেন: ভালো লেগেছে
০২ রা মার্চ, ২০১৯ বিকাল ৩:৩০
রুদ্র আতিক বলেছেন: অনুপ্রাণিত হলাম, ধন্যবাদ
৬| ০২ রা মার্চ, ২০১৯ বিকাল ৩:২৯
মাহমুদুর রহমান বলেছেন: খুব সুন্দর আবেগ আর সেই আবেগ থেকে খুব সুন্দর কবিতা।
০২ রা মার্চ, ২০১৯ বিকাল ৩:৩২
রুদ্র আতিক বলেছেন: অনুপ্রাণিত হলাম, সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ
৭| ০২ রা মার্চ, ২০১৯ বিকাল ৩:৩৯
মাহমুদুর রহমান বলেছেন: লেখক বলেছেন: অনুপ্রাণিত হলাম, সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ
ভালো থাকবেন।
০২ রা মার্চ, ২০১৯ বিকাল ৪:১৪
রুদ্র আতিক বলেছেন: ধন্যবাদ
৮| ০২ রা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৪৪
মোঃ নুরেআলম সিদ্দিকী বলেছেন: সব ইচ্ছে কথা, কিন্তু সব কি আর সফলের পথ? অনেক ভালো লেগেছে।। শুভেচ্ছা যেন।।
০৩ রা মার্চ, ২০১৯ রাত ২:৫৯
রুদ্র আতিক বলেছেন: দুঃখিত, কোন পথের সন্ধান আমি দেইনি আবার হয়তো দিয়েছি । অথবা শুধুই কবিতা বা কবির কথা ! ভালো থাকুন, ধন্যবাদ ।
৯| ০২ রা মার্চ, ২০১৯ রাত ৮:৩৩
হাবিব বলেছেন: সুন্দর কবিতা
০৩ রা মার্চ, ২০১৯ রাত ৩:০১
রুদ্র আতিক বলেছেন: পুলকিতও ও অনুপ্রাণিত হলাম, ভালবাসা অবিরাম !
©somewhere in net ltd.
১| ০২ রা মার্চ, ২০১৯ দুপুর ২:২৫
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।