নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবী কাব্যময় । জীবন ও প্রকৃতির সর্বত্রই কবিতা । যে কবিতা বোঝে না, কবিতা শুনতে বা পড়তে ভালবাসে না- কবিতা আছে তার জীবনেও । তাই কবিতাই আমার সাধনা, অনুপ্রেরণা আর ভালো লাগা ।
'আদি যুগে পাওনি আমায় পাওনি খুঁজে পটে
আমি তো ছিলাম শুরু থেকেই ছিলাম চর্যাপদে !
আমি ছিলাম মধ্যযুগের তুলোট কাগজে
ছিলাম আমি পুঁথির ভাষায় কবির মগজে ।।
আমি ছিলাম মাতৃগর্ভে, জন্ম আর মৃত্যুর উৎসবে
ছিলাম বিদ্যাপতি-চণ্ডীদাসের সাহিত্য বৈষ্ণবে ।
আমি তো ছিলাম মধ্যযুগের শ্রীকৃষ্ণ কীর্তনে
আমি ছিলাম যুগে যুগে দুরন্ত যৌবনে ।।
আমি তো ছিলাম মনসা-চণ্ডী কাব্য মঙ্গলে
ছিলাম আমি মরুর বুকে, সুমুদ্রে, জঙ্গলে ।
আমি তো ছিলাম বঙ্গ ভাষার যুগসন্ধিকালে,
আমি ছিলাম পোষা পাখি সোনার শৃঙ্খলে ।।
আমি তো ছিলাম অসভ্যতার পুরাপ্রস্তর যুগে
আমি ছিলাম নর-নারীর সবার মুখে মুখে ।
আমি তো ছিলাম কৃষি বিপ্লবের নব্যপ্রস্তর যুগে,
আরও ছিলাম যাপিত জীবনে সকল সুখে দুঃখে ।।
আমি ছিলাম মেসোপটেমিয়া, নীল নদ আর সিন্ধু সভ্যতায়
ছিলাম ধ্রুপদী ইসলামী স্বর্ণযুগ আর ইউরোপীয় রেনেসাঁয় ।।
আমি ছিলাম আরও আগে সপ্তাকাশের পরে
ছিলাম আমি বিশ্বপ্রভুর সংসারে অন্তরে ।
আমি ছিলাম হেরার গুহায়, পর্বতে আর তুরে
আমি ছিলাম সকল সময় সকল নবীর নূরে ।।
আমি ছিলাম আঠারো শতকের শিল্প বিপ্লবে
আমি তো ছিলাম বিশ্বব্যাপী সকল বিক্ষোভে ।
আমি তো ছিলাম মানুষে আর সকল সম্ভবে
অমানুষেও ছিলাম আমি ছিলাম অসম্ভবে ।।
প্রেম আমি অদ্যাবধি আছি আদি থেকে
নানা মনে নানা ছবি দিচ্ছি আজও এঁকে ।
আমায় নিয়েই সৃষ্টি জগৎ সৃষ্টি মানব সার
স্বর্গ আর মর্তে আমার অনন্ত কারবার ।।
আমি আছি আধুনিক যুগের সকল অঙ্গনে
আমি আছি থাকব সবার অন্তরে আর মনে ।
আমি আছি ধর্মে কর্মে থাকব জনে জনে
সমসাময়িক যুগেও আছি থাকব বিশ্বায়নে ।।
স্রষ্টা থেকে সৃষ্টি ক্রমে অতঃপরে শেষ
পরলোকেও থাকব আমি নাই অন্ত লেশ ।।'
কবিঃ রুদ্র আতিক, সিরাজগঞ্জ,
০৫ পৌষ ১৪২৫ বঙ্গাব্দ ।
০৪ ঠা মার্চ, ২০১৯ সকাল ৮:৩৩
রুদ্র আতিক বলেছেন: অনুপ্রাণিত হলাম, ধন্যবাদ
২| ০৩ রা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:০৮
মাহমুদুর রহমান বলেছেন: প্রাঞ্জল কবিতা।
০৪ ঠা মার্চ, ২০১৯ সকাল ৮:৩৩
রুদ্র আতিক বলেছেন: অনুপ্রাণিত হলাম, ধন্যবাদ
৩| ০৩ রা মার্চ, ২০১৯ রাত ৮:২৭
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
০৪ ঠা মার্চ, ২০১৯ সকাল ৮:৩৩
রুদ্র আতিক বলেছেন: অনুপ্রাণিত হলাম, ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০৩ রা মার্চ, ২০১৯ বিকাল ৪:৩৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে