নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অখ্যাত একটা বেসরকারি প্রতিষ্ঠানে আইসিটি বিভাগে চাকরি । নেশা- আড্ডা, ঘুরে বেড়ানো, বই পড়া ও কবিতা লেখা ।

রুদ্র আতিক

পৃথিবী কাব্যময় । জীবন ও প্রকৃতির সর্বত্রই কবিতা । যে কবিতা বোঝে না, কবিতা শুনতে বা পড়তে ভালবাসে না- কবিতা আছে তার জীবনেও । তাই কবিতাই আমার সাধনা, অনুপ্রেরণা আর ভালো লাগা ।

রুদ্র আতিক › বিস্তারিত পোস্টঃ

চির ফাগুন জাগুক

০৪ ঠা মার্চ, ২০১৯ সকাল ১১:০৩



''এক হয়ে দুজনার পথ
এখানে গিয়েছে থামি
তোমারে দিয়ে চেতনার রথ
কামনা নিয়েছি আমি ।

বাঁচিবনা জানি মোরা চিরদিন
এই ধরণী পরে
ভালবাসা তবু চির অমলিন
রবে দুজনার তরে ।

ভালবেসে কবে পৃথিবীতে কার
সাধ গিয়েছে টুটি
অনন্ত তৃষা বুকেতে আমার
করে স্বপ্নেরা লুটোপুটি।

আছে প্রত্যয় একসাথে বাঁচার
প্রেমে আর অনুরাগে
চলিতে চলিতে এপথে আবার
চলিবার সাধ জাগে ।

চলিব পথ অন্তরের দীপ্তিতে
প্রেমের মশাল জ্বালি
ফেলিব যাতনা বেদনার বেদিতে
বিরহ দিব ঢালি ।

বেদনা বিধুর বরষা ধারা
নাহি ঝরিবে আর
ও চোখে চেয়ে পাগলপারা
মম হৃদয় বারংবার ।

নানা পথে অনেক রথে
ঘুরে ফিরে আসি
তোমারই দ্বারে তোমারই সাথে
বসে বাজালাম বাঁশি ।

বাঁশির সুরে মোহিত হয়ে
সঁপি দিয়ে প্রাণ
হৃদয়ে আমার আনিলে বয়ে
সেই সুমধুর গান ।

তব বিকশিত যৌবন বনে
সৃজিলাম মায়া গেহ
কত বাসিলাম ভাল সঙ্গোপনে
না জানিল কেহ ।

না জানিল বিশ্ব ভুবন
মোদের রচা গান
আমি তোমায় করেছি সৃজন
প্রেম করেছি দান ।

চলার পথে অনেক কথা
তিক্ত লাগে লাগুক
সরিয়ে ফেলে সেসব ব্যথা
চির ফাগুন জাগুক ।''

কবিঃ রুদ্র আতিক, সিরাজগঞ্জ,
রচনাকালঃ ২৫ ও ২৬ অগ্রহায়ণ ১৪২৫ বঙ্গাব্দ ।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৯ দুপুর ১:১৬

আকতার আর হোসাইন বলেছেন: বাহ, খুব সুন্দর কবিতা। বেঁচে থাকুক সকলের ভালোবাসা। শুভকামনা।

০৪ ঠা মার্চ, ২০১৯ দুপুর ২:১৬

রুদ্র আতিক বলেছেন: পুলকিত ও অনুপ্রাণিত হলাম, ধন্যবাদ !

২| ০৪ ঠা মার্চ, ২০১৯ দুপুর ১:১৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাল বাসার জয় হউক। শব্দরা অনেক গোছানো। ভাল থাকবেন সবসময়।

০৪ ঠা মার্চ, ২০১৯ দুপুর ২:১৭

রুদ্র আতিক বলেছেন: অনুপ্রাণিত হলাম ! ধন্যবাদ, ভালো থাকা হয় যেন !

৩| ০৪ ঠা মার্চ, ২০১৯ বিকাল ৩:২০

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

০৫ ই মার্চ, ২০১৯ সকাল ৮:৪১

রুদ্র আতিক বলেছেন: অনুপ্রাণিত হলাম, ধন্যবাদ !

৪| ০৪ ঠা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:০৩

মাহমুদুর রহমান বলেছেন: কবিতায় ভালো লাগা জানিয়ে গেলাম।

০৫ ই মার্চ, ২০১৯ সকাল ৮:৪২

রুদ্র আতিক বলেছেন: অনুপ্রাণিত হলাম, ধন্যবাদ !

৫| ০৪ ঠা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৫৫

হাবিব বলেছেন: ভালোবাসার জয় হোক

০৫ ই মার্চ, ২০১৯ সকাল ৮:৪২

রুদ্র আতিক বলেছেন: অনুপ্রাণিত হলাম, ধন্যবাদ স্যার !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.