নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অখ্যাত একটা বেসরকারি প্রতিষ্ঠানে আইসিটি বিভাগে চাকরি । নেশা- আড্ডা, ঘুরে বেড়ানো, বই পড়া ও কবিতা লেখা ।

রুদ্র আতিক

পৃথিবী কাব্যময় । জীবন ও প্রকৃতির সর্বত্রই কবিতা । যে কবিতা বোঝে না, কবিতা শুনতে বা পড়তে ভালবাসে না- কবিতা আছে তার জীবনেও । তাই কবিতাই আমার সাধনা, অনুপ্রেরণা আর ভালো লাগা ।

রুদ্র আতিক › বিস্তারিত পোস্টঃ

মানুষ নিয়ে লেখালেখি

০৭ ই মার্চ, ২০১৯ সকাল ৮:৫১


''ভাবনা ভেবে কাব্য লেখার সময় বড় কম,
কাজের মাঝে ডুবে থাকি নেইকো ফেলার দম ।
ভাবনা গুলো ছুঁতে গেলে কাজ পড়ে রয় পিছে,
কাজের পিছে ছুটতে গেলে ভাবনা লাগে মিছে ।

নিত্য দিনের জীবন যাপন এখন যেন কেমন,
এসব ভাবার সময়ও আজ নেইকো হাতে তেমন ।
যাচ্ছে চলে সময় গুলো গিয়েছে চলে কত,
যাবার সময় নিয়ে গেছে অতীত দিনের ক্ষত ।

এত দিনের ব্যাবধানে কেন মানুষ হলাম না,
অমানুষ সম্বোধনে রোজ গালি দেয় বাবা মা !
মানুষ বলে কাকে তার ঘাড় কি হয় ত্যাড়া ?
মনের মাঝে এই প্রশ্ন রোজ করে ঘোরাফেরা ।

মানুষ গুলো অন্য রকম ভিন্ন রকম ভারী
সমাজ তারে বলে মানুষ যার আছে টাকাকড়ি ।
অলস মেয়ে বেকার ছেলে মানুষ নয়কো তারা
তাদের মানুষ বলে যারা অমানুষ হয় তারা ।

গাড়ী বাড়ি আছে যাহার মানুষ বটে সে,
এসব ছাড়া মানুষ হতে কবে পেরেছে কে !
মানুষ হতে টাকা লাগে লাগে মামা খালু,
মানুষ তো নয় বাজারেরই সস্তা পটোল আলু ।

লক্ষ রঙের মানুষ দেখি তবু মানুষ অসহায়,
তাই সময় নিয়ে লিখতে বসি মানুষের কথাই ।
মানুষ আমার মনের মাঝে মানুষ আছে চিন্তায়,
তাই মানুষ নিয়েই লেখালেখি আমার কবিতায় ।''

কবিঃ রুদ্র আতিক, সিরাজগঞ্জ,
রচনাকালঃ ১৯ ও ২০ অগ্রহায়ণ ১৪২৫ বঙ্গাব্দ
ছবিঃ http://www.chronicpovertynetwork.org

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৯ সকাল ১০:১১

তারেক_মাহমুদ বলেছেন: সুন্দর লিখেছেন, মুগ্ধতা রেখে গেলাম।

০৭ ই মার্চ, ২০১৯ বিকাল ৩:৪৫

রুদ্র আতিক বলেছেন: অনুপ্রাণিত হলাম, ধন্যবাদ

২| ০৭ ই মার্চ, ২০১৯ দুপুর ১:২৪

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

০৭ ই মার্চ, ২০১৯ বিকাল ৩:৪৫

রুদ্র আতিক বলেছেন: অনুপ্রাণিত হলাম, ধন্যবাদ

৩| ০৭ ই মার্চ, ২০১৯ দুপুর ২:২৬

মাহমুদুর রহমান বলেছেন: এ ধরনের কবিতা আরও চাই।

০৭ ই মার্চ, ২০১৯ বিকাল ৩:৫৩

রুদ্র আতিক বলেছেন: চেষ্টা করবো,ধন্যবাদ

৪| ০৯ ই মার্চ, ২০১৯ রাত ৯:৪০

স্বপ্নের আগামী বলেছেন: ভালো লিখেছেন ধন্যবাদ।

১০ ই মার্চ, ২০১৯ সকাল ৮:৩০

রুদ্র আতিক বলেছেন: অনুপ্রাণিত হলাম, ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.