নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবী কাব্যময় । জীবন ও প্রকৃতির সর্বত্রই কবিতা । যে কবিতা বোঝে না, কবিতা শুনতে বা পড়তে ভালবাসে না- কবিতা আছে তার জীবনেও । তাই কবিতাই আমার সাধনা, অনুপ্রেরণা আর ভালো লাগা ।
''চেতনার রঙে আমি রাঙাবো আমায়,
পৌরুষের প্রেম দিয়ে সাজাবো তোমায় ।
বারোটা মাসের প্রতিটা ক্ষণ বাসব ভাল,
হৃদয়ের নিংড়ানো নির্যাসে জ্বালব আলো ।
বিশ্বাসে বলে যাব ওগো তুমি যে আমার,
নিঃশ্বাসে ভরে নেব সুবাস তোমার ।।
এমনও ভালবাসার অতি সোজা ব্যাকরণ,
বুকে যদি বাজে কভু অকসাৎ অকারণ ।
বুঝে নিও বাসি ভাল তারও চেয়ে বেশি,
ছুড়ে ফেলে মন থেকে বেদনার বাঁশি ।
রয় যদি বিশ্বাস আর প্রেম পাশাপাশি
দ্বিধা দ্বন্দ্ব ভুলে এসো থাকি কাছাকাছি ।।
এমন অংক যদি মনে হয় কঠিন সরল,
তবে ঢেলে দিও বিষাদের তরল গরল !
মেনে নিও পারি নাই তোমাকে বোঝাতে
বুঝি নাই কিভাবে হয় জীবন সাজাতে !
জানি মনে ভাবছ, 'কেন কথা এমনতর' ?
'আমি তো বাসি ভাল আরও বেশি আরও' !!
তাহলে তো মাখামাখি দুজনার বেশ
ফুরাবেনা ভালবাসা বিশ্বাসের লেশ ।
অকারণ ব্যাকরণ আর কঠিন সরল
যেমনই হোক প্রেমে নেইতো গরল !
তবে আর দ্বিধা কেন মিছে কাঁদাকাটি
এসো নব প্রত্যয়ে আজ একসাথে বাঁচি ।।''
কবিঃ রুদ্র আতিক, সিরাজগঞ্জ,
রচনাকালঃ ১৩ অগ্রহায়ণ ১৪২৫ বঙ্গাব্দ
ছবিঃ ইন্টারনেট
০৯ ই মার্চ, ২০১৯ সকাল ১০:২৬
রুদ্র আতিক বলেছেন: ধন্যবাদ
২| ০৯ ই মার্চ, ২০১৯ সকাল ১০:২৯
অতৃপ্তচোখ বলেছেন: বাহ দারুণ কথামালায় সাজিয়েছেন কবি আপনার কবিতা, মুগ্ধ হলাম কবিতা পড়ে।
শুভকামনা রইল কবি ভাই
০৯ ই মার্চ, ২০১৯ সকাল ১০:৩৩
রুদ্র আতিক বলেছেন: আমিও মুগ্ধ হলাম মন্তব্য পড়ে । অনেক অনুপ্রাণিত হলাম, ধন্যবাদ !
৩| ০৯ ই মার্চ, ২০১৯ দুপুর ১২:৩৩
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
০৯ ই মার্চ, ২০১৯ দুপুর ২:০৪
রুদ্র আতিক বলেছেন: নিরন্তর ভালবাসা জানিবেন, ধন্যবাদ
৪| ০৯ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৪৮
মাহমুদুর রহমান বলেছেন: সহজ সরল প্রানবন্ত।
শুভ কামনা রইলো।
১০ ই মার্চ, ২০১৯ সকাল ৮:২৮
রুদ্র আতিক বলেছেন: অনুপ্রাণিত হলাম, ভালো থাকবেন । ধন্যবাদ
৫| ০৯ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৪৯
হাবিব বলেছেন: শুভকামনা আপনার জন্য
১০ ই মার্চ, ২০১৯ সকাল ৮:২৯
রুদ্র আতিক বলেছেন: ধন্যবাদ স্যার ! অনুপ্রাণিত হলাম ।
©somewhere in net ltd.
১| ০৯ ই মার্চ, ২০১৯ সকাল ৯:৪৫
আকতার আর হোসাইন বলেছেন: চমৎকার হয়েছে। শুভকামনা আপনার জন্য