নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবী কাব্যময় । জীবন ও প্রকৃতির সর্বত্রই কবিতা । যে কবিতা বোঝে না, কবিতা শুনতে বা পড়তে ভালবাসে না- কবিতা আছে তার জীবনেও । তাই কবিতাই আমার সাধনা, অনুপ্রেরণা আর ভালো লাগা ।
'' ক্ষুধার্ত শিশুর ফ্যাকাশে দু চোখের অসহায় চাহনি
মারণাস্ত্রের হুংকার আর যুদ্ধাহত মানুষের কান্নার ধ্বনি,
ক্ষমতার যুদ্ধে মরে যাওয়া শিশুর ছোট ছোট কবরের সারি
পথে পথে তাজা রক্ত, গলে যাওয়া পচা লাশ আর ধর্ষিতা নারী !
জনশূন্য প্রান্তরে শেয়াল কুকুরের টানা আর্তনাদের কথন,
আর বিশ্বময় ক্ষমতা লোভীদের অযাচিত আস্ফালন,
দেখে যার হৃদয় হয়না ব্যথিত সে মানুষ নয় !
বিশ্ব শান্তির ধ্বজা উড়িয়ে মানবতার বুলি আওড়িয়ে
লাভ কি বলো যদি পৃথিবীতে মানুষই না বাঁচে !
যদি ভালবাসা না থাকে মানুষে মানুষে
মানবের তোরে যদি নাই কাঁদে মানুষের প্রাণ,
যদি নাই নিতে পারি বিশুদ্ধ বাতাস ফুসফুসে
বুক ভরে যদি নাই নিতে পারি জীবনের সুঘ্রান !
তবে মানে কি আছে না মরে বেঁচে থাকার ?
মানে কি আছে কোন এভাবে বাঁচিয়ে রাখার ! ''
প্রেক্ষাপটঃ ইয়েমেন ও চলতি বিশ্ব
কবিঃ রুদ্র আতিক
রচনাকালঃ ১২ অগ্রহায়ণ ১৪২৫ বঙ্গাব্দ ।
ছবিঃ ইন্টারনেট
১১ ই মার্চ, ২০১৯ সকাল ৯:১১
রুদ্র আতিক বলেছেন: তাহলে মানবের মানবতা বোধ বলে কি কিছুই রইবে না ধরায় ! ধন্যবাদ
২| ১০ ই মার্চ, ২০১৯ সকাল ১১:২০
আকতার আর হোসাইন বলেছেন: হ্যাঁ, এমন নৃশংস হত্যা, ধ্বংসযজ্ঞ দেখে যাদের হৃদয় ব্যথিত হয় না তারা মানুষ নয়
১১ ই মার্চ, ২০১৯ সকাল ৯:১৫
রুদ্র আতিক বলেছেন: তবু কিছু মানুষ আছে যাদের হৃদয় কাঁদে মানবের তরে, স্বল্প সংখ্যক তাদের কণ্ঠেই প্রতিধ্বনিত হোক প্রতিবাদের ভাষা ! ধন্যবাদ
৩| ১০ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৫১
মাহমুদুর রহমান বলেছেন: আমি চাই পৃথিবীতে আরেকটা রফিক আজাদ জেগে উঠুক যে বিশ্বের উচ্চ উচ্চ পদে অধিষ্ঠিত সকল কর্মকর্তাদের উদ্দেশ্য করে বলবে ,
ভাত দে হারামজাদারা,না হলে তোদের উপর খোদার গজব পড়বে।
১১ ই মার্চ, ২০১৯ সকাল ৯:২০
রুদ্র আতিক বলেছেন: কাজী নজরুল, রফিক আজাদ, নাজিম হিকমত এদের মতো বিপ্লবী দ্বিতীয়টি আর হয়তো আসবে না জগতে, তবু তাদের চেতনা ধ্বনিত হোক লক্ষ কোটি প্রাণে । ধন্যবাদ
৪| ১০ ই মার্চ, ২০১৯ রাত ৯:৩৬
রাজীব নুর বলেছেন: ভালো কবিতা।
১১ ই মার্চ, ২০১৯ সকাল ৯:২২
রুদ্র আতিক বলেছেন: অনুপ্রাণিত হলাম, ধন্যবাদ !
©somewhere in net ltd.
১| ১০ ই মার্চ, ২০১৯ সকাল ১১:০৬
মৃত্যু হবে একদিন বলেছেন: আল্লাহর কাছে দোয়া ছাড়া কিছু করার নেই আমাদের।
এই মানুষদের বিচার করার জন্য হয়তো আল্লাহ আখিরাত তথা শেষ বিচার নামে কিছু রেখেছেন।