নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অখ্যাত একটা বেসরকারি প্রতিষ্ঠানে আইসিটি বিভাগে চাকরি । নেশা- আড্ডা, ঘুরে বেড়ানো, বই পড়া ও কবিতা লেখা ।

রুদ্র আতিক

পৃথিবী কাব্যময় । জীবন ও প্রকৃতির সর্বত্রই কবিতা । যে কবিতা বোঝে না, কবিতা শুনতে বা পড়তে ভালবাসে না- কবিতা আছে তার জীবনেও । তাই কবিতাই আমার সাধনা, অনুপ্রেরণা আর ভালো লাগা ।

রুদ্র আতিক › বিস্তারিত পোস্টঃ

জীবনের কাব্য

১১ ই মার্চ, ২০১৯ সকাল ১০:০৫


''বিধুর যাতনায় বিনিদ্র দুচোখের পাতা
যদি আঁকা যেত এমন পটভূমির খাতা
যদি আঁকা যেত পথের ধারে পত্রহীন অশোক
অশ্রুহীন নিরানন্দ হয়ে কেবলি করিতেছে শোক !

তবে মাথার উপরে সঘন আকাশ হতো
শুভ্র গাঙচিল নয়তো সাদা কাফনের মতো !
পায়ের নিচের পলি হতো যেন বিষাদলোক
সময় যেন তখন অস্তকালের শেষ সূর্যালোক !

এই সব জানা নাই বোঝে না তো কেহ
জানা নাই ভেঙ্গেছে কে কার অকঞ্চুক গেহ !
জানা নাই কবে কার ছিঁড়িয়াছে মালা
জানা নাই আঁখি কেন করেছিল জ্বালা !

মানুষের স্মৃতিপটে জেঁকে বসে দুঃখ আর হতাশা
নিরাশার ঘোর না কাটিতে কেটে যায় জীবন কুয়াশা !
প্রতিটা জীবনেই থাকে মৃত্যুর হাতছানি
মরণ নিয়েই জীবন তাই করে কানাকানি !

প্রেম আর ভালবাসা বোঝা বড় শক্ত
ভালবাসি যারে তারে প্রেমে অনুরক্ত,
ভালবাসি জীবনে জীবনের প্রেম
জীবন জোয়ারে জীবন ভাসিয়ে দিলেম !

ভালবাসি এ কথাটি নয় খাঁটি অত
আপনারে নিজে নিজে ভালবাসি যত
এই সব জানা নাই নহে তার ভাব্য
তবু মিছে রচে যাই জীবনের কাব্য ! ''

রুদ্র আতিক, সিরাজগঞ্জ,
রাতঃ ০৩.৩১ মিনিট
১৮ আশ্বিন ১৪২৫ বঙ্গাব্দ।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০১৯ দুপুর ১২:৪২

আকতার আর হোসাইন বলেছেন: কবিতা পড়তে খুব ভাল লাগে। যদিও বেশির ভাগ সময় অর্থ বুঝি না। এই কবিতাটির ক্ষেত্রেও এমন হয়েছে।

ভাল লাগা তবু রয়েছে আপনার কবিতায়...

অবিরাম লিখে যান কবিতা আপন মমতায়।।।

১২ ই মার্চ, ২০১৯ সকাল ৯:০১

রুদ্র আতিক বলেছেন: অল্প কোথায় ব্যাপকতা বোঝাতে অনেক সময় কবিতায় জটিল শব্দ ব্যবহার করা হয় । আমি সর্বদাই সহজবোধ্য লেখার পক্ষে । ভালো লাগার অনুভূতি তবুও আছে যেনে পুলকিত ও অনুপ্রাণিত হলাম । ধন্যবাদ

২| ১১ ই মার্চ, ২০১৯ বিকাল ৩:২৯

মাহমুদুর রহমান বলেছেন: কবিতা ভালো হয়েছে।

১২ ই মার্চ, ২০১৯ সকাল ৯:০২

রুদ্র আতিক বলেছেন: অনুপ্রাণিত হলাম । ধন্যবাদ

৩| ১১ ই মার্চ, ২০১৯ রাত ৮:১১

হাবিব বলেছেন: প্রেম আর ভালোবাসা বুঝা শক্ত হতে যাবে কেন, অন্তর খুলে দেখলেই বুঝতে পারবেন।

১২ ই মার্চ, ২০১৯ সকাল ৯:০৯

রুদ্র আতিক বলেছেন: অন্তর খোলা কি সবার জন্য সহজ ব্যাপার ! আমি অত সহজে বুঝি না বলেই প্রমের প্রতি বেশি অনুরক্ত ! ধন্যবাদ স্যার

৪| ১১ ই মার্চ, ২০১৯ রাত ৮:২৪

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

১২ ই মার্চ, ২০১৯ সকাল ৯:০৯

রুদ্র আতিক বলেছেন: অনুপ্রাণিত হলাম । ধন্যবাদ

৫| ১২ ই মার্চ, ২০১৯ দুপুর ২:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: লিখতে থাকুন অবিরাম

১২ ই মার্চ, ২০১৯ বিকাল ৪:০৭

রুদ্র আতিক বলেছেন: শব্দেরা বড্ড অভিমানী, সব সময় ধরা দেয় না ! ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.