নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অখ্যাত একটা বেসরকারি প্রতিষ্ঠানে আইসিটি বিভাগে চাকরি । নেশা- আড্ডা, ঘুরে বেড়ানো, বই পড়া ও কবিতা লেখা ।

রুদ্র আতিক

পৃথিবী কাব্যময় । জীবন ও প্রকৃতির সর্বত্রই কবিতা । যে কবিতা বোঝে না, কবিতা শুনতে বা পড়তে ভালবাসে না- কবিতা আছে তার জীবনেও । তাই কবিতাই আমার সাধনা, অনুপ্রেরণা আর ভালো লাগা ।

রুদ্র আতিক › বিস্তারিত পোস্টঃ

পূর্ণতায় চুরি

১২ ই মার্চ, ২০১৯ বিকাল ৪:১৬


দুঃখ সুখের দোলায় দোলে, জীবন নামের তরী
হৃদ মাঝারে আত্মা ঘড়ি, বলছে মরি মরি !
সুখের নেশায় ব্যস্ত মোরা, নেইকো ফেলার দম
ভাল কিছুর ভাবনা ভাবার সময় বড় কম !

না খেয়ে কে থাকল পড়ে, নাই শীতের পোশাক কার ?
এসব নিয়ে ভাবাভাবির বলো কি দরকার !
তুমি আছ আর আমি আছি, সুখে- থাকব বার মাস
লাভ কি জেনে, হোল কখন কার সর্বনাশ ?

চোরের রাজ্যে সাধু যেমন একলা চুদিরভাই
চোরে চোরে সত্যি তেমন মাসতুতো ভাই !
সোনা চোরা, ভোট চোরা, কয়লা চোরার দল
বলো, সবাই মিলে সমস্বরে- 'একতাই বল' !

চলো, দেশকে দিয়ে রসাতলে, করি ষোল কলা পূর্ণ
লাথি মেরে মানবতা করি সবাই চূর্ণ !
কিসের আবার স্বদেশ প্রেম, বলো কিসের সততা ?
নিজের পেট ভরলে তবে হবে পূর্ণতা !

রুদ্র আতিক, সিরাজগঞ্জ,
৯ই শ্রাবণ ১৪২৪ বঙ্গাব্দ ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৪১

সুমন কর বলেছেন: ১ম দুই প‌্যারা পড়ে ভালো লাগল। ছন্দময়। শুধুশুধু খারাপ শব্দের ব্যবহার শ্রীহীন লাগল।

১২ ই মার্চ, ২০১৯ রাত ১১:৪৯

রুদ্র আতিক বলেছেন: বিদ্রূপাত্মক অর্থে ব্যবহৃত শব্দ শ্রীহীন মনে হতে পারে কিন্তু যে সময় কাল ও প্রেক্ষাপটে কবিতাখানি লেখা হয়েছে তখন আপন বোধে ঐ শব্দই যথার্থ মনে হয়েছিল । গঠনমূলক মন্তব্য পড়ে ভালো লাগলো । ধন্যবাদ ।

২| ১২ ই মার্চ, ২০১৯ রাত ৮:২৫

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

১২ ই মার্চ, ২০১৯ রাত ১১:৫০

রুদ্র আতিক বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ।

৩| ১৩ ই মার্চ, ২০১৯ রাত ১২:৫০

রাফা বলেছেন: আমিও একই কথা বলবো-অনাবশ্যক শব্দ কবিতার মান নিচুতে নিয়ে এসেছে।সু.কর সত্যিটাই বলেছে।

১৩ ই মার্চ, ২০১৯ দুপুর ১২:৫৫

রুদ্র আতিক বলেছেন: কবিতায় শব্দ চয়ন নিজেস্ব বোধের ব্যাপার হলেও পাঠকের ভালো লাগা, না লাগার বিষয়টা দেখা লেখকের কর্তব্যের মধ্যে পড়ে । দেখি শোধরানো যায় কিনা ! সমালোচনামূলক মন্তব্যের জন্য ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.