নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবী কাব্যময় । জীবন ও প্রকৃতির সর্বত্রই কবিতা । যে কবিতা বোঝে না, কবিতা শুনতে বা পড়তে ভালবাসে না- কবিতা আছে তার জীবনেও । তাই কবিতাই আমার সাধনা, অনুপ্রেরণা আর ভালো লাগা ।
''অবিরাম কথা বলে কথা বলা মন
কিছু হয় প্রকাশিত কিছু রয় গোপন ।
কিছু কথা কবিতায় কিছু কথা গানে
কিছু কথা অবারিত দোলা দেয় প্রাণে ।
কথারও কথা থাকে, থাকে সুখ ব্যথা
কথা নিয়েই জগতে হয় যত কথা !
কিছু কথা ভালোবাসার কিছু কথা মনে
কিছু কথা অযাচিত কিছু জনে জনে ।
কথা বলে মন আর কথা বলে মুখ
কথা বলে মানুষের সুখ আর দুখ ।
কিছু কথা বেদনার কিছু কথা সুর
কিছু কথা আলোড়িত বেদনা বিধুর ।
কথায় নাকি ওঠে কথা মন্থনেতে ঘি
কথা নিয়ে এত কথা বলার আছে কি !
তবু কথা বলে যাই, বলে কথা বিবেক
কথা বলি প্রাণ খুলে কিছু কথা আবেগ ।
অনেক কথা যায় না বলা সহজ ভাষাতে
অনেক কথা বাসা বাঁধে বুকের খাঁচাতে।
কবিতার কথায় থাকে নানা রকম ছন্দ
কবি আর কবিতা কথা বিনে অন্ধ ।
কথায় করি প্রার্থনা আর কথায় মাগি আশিস
কথায় ঝরে মধু আবার কারো কথায় বিষ !
কথায় নাহি চিড়ে ভিজে,গাঁথি কথারই মালা
ফুরালে মুখের কথা আঁখি করে জ্বালা ।
কথা বলে মন পাগলে, কয় না কথা কেবা
কথা বলে অন্ধ জনে, কথা বলে বোবা ।
অনেক আছে কথার কথা, কিছু কথা খাঁটি
কিছু কথা চোখের পাতায় করে হাঁটাহাঁটি ।
উচিৎ কথায় সকলেরই বাড়ে বাতুলতা
চোরা নাহি শোনে কভু ধর্মের কথা ।
কথা বলুক মন-মানুষ আর মানবতা
কথায় কথায় রচে গেলাম কথার কথকতা ।''
কবিঃ রুদ্র আতিক, সিরাজগঞ্জ
২৮ ও ২৯ ফাল্গুন, ১৪২৫ বঙ্গাব্দ
ছবিঃ ইন্টারনেট ।
১৪ ই মার্চ, ২০১৯ সকাল ৮:৩০
রুদ্র আতিক বলেছেন: অনেক অনুপ্রাণিত হলাম, ধন্যবাদ
২| ১৩ ই মার্চ, ২০১৯ বিকাল ৪:৫২
আকতার আর হোসাইন বলেছেন: অসম্ভব ভাল লাগলো।
১৪ ই মার্চ, ২০১৯ সকাল ৮:৩১
রুদ্র আতিক বলেছেন: অসম্ভব অনুপ্রাণিত হলাম, ধন্যবাদ
৩| ১৩ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:২২
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
১৪ ই মার্চ, ২০১৯ সকাল ৮:৩১
রুদ্র আতিক বলেছেন: অনুপ্রাণিত হলাম, ধন্যবাদ
৪| ১৩ ই মার্চ, ২০১৯ রাত ৮:১০
মাহমুদুর রহমান বলেছেন: কিছু কিছু কষ্ট মনের গভীরেই রয়ে যায় যা একসময় পরিনত হয় একটি দীর্ঘশ্বাসে।
১৪ ই মার্চ, ২০১৯ সকাল ৮:৩২
রুদ্র আতিক বলেছেন: আর প্রতিটা দীর্ঘশ্বাসে লুকিয়ে থাকে অজস্র কথা ! ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১৩ ই মার্চ, ২০১৯ দুপুর ১:২১
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতায় ভাল লাগা রইল।