নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবী কাব্যময় । জীবন ও প্রকৃতির সর্বত্রই কবিতা । যে কবিতা বোঝে না, কবিতা শুনতে বা পড়তে ভালবাসে না- কবিতা আছে তার জীবনেও । তাই কবিতাই আমার সাধনা, অনুপ্রেরণা আর ভালো লাগা ।
''অগনিত মানুষ আর লোকালয় সভ্যতা ছেড়ে
নাগরিক সভ্যতার মৃত্যুর মিছিল পেরিয়ে,
রূপকথার প্রাণহীন কোন এক প্রান্তরে
মাঝে মাঝে আমি একা হাঁটি জলজ্যান্ত মানুষ হয়ে !
মসৃণ সেই পথ চলায় মোহন জীবন যাপন
আমি উপভোগ করি অবলোকন করি একা
এখানে সমাজ নেই, রাজনীতির কূটকৌশল নেই,
লাগালাগি আর কাটাকাটি নেই তবে সভ্যতা আছে,
সেই সভ্য জগতের বাসিন্দা একা আমি,
আমার রাজ্যে আমি প্রজা আমিই রাজা,
একা আমি বনবালা একা গাঁথি কথার মালা।
আমার রাজ্যে শাসন আছে শোষণ নেই,
নীতি আছে দুর্নীতি নেই !
হঠাৎ মনে শঙ্কা জাগে এই বুঝি মোর স্বপন ভাঙ্গে,
দহন জাগিয়ে ভাঙল স্বপন
শয্যা পরে একলা তখন
মুচকি হেসে বলল তখন পাগল পারা মন,
রাজ্য ছাড়া রাজা তুমি নাই মানিক রতন,
জেগে জেগে স্বপন দ্যাখ স্বপ্ন ভাঙ্গা মন।।''
রুদ্র আতিক,সিরাজগঞ্জ
৭ ই শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ ।
ছবিঃ ইন্টারনেট
১৭ ই মার্চ, ২০১৯ সকাল ১১:০৮
রুদ্র আতিক বলেছেন: ধন্যবাদ, রাজা মশাই ! ভাল থাকবেন
২| ১৭ ই মার্চ, ২০১৯ সকাল ১০:৫৩
আমি মুক্তা বলেছেন: ভালো লাগল কবিতা।
তবে শাসন আর শোষণহীন রাজ্য আমার নিজেরটা। এখানে শাসনও নেই শোষণও নেই।
সুন্দর কবিতা।
১৭ ই মার্চ, ২০১৯ সকাল ১১:১০
রুদ্র আতিক বলেছেন: অনুপ্রাণিত হলাম, ধন্যবাদ !
৩| ১৭ ই মার্চ, ২০১৯ দুপুর ১২:৩৭
রাজীব নুর বলেছেন: ভাল।
১৭ ই মার্চ, ২০১৯ দুপুর ১:০৩
রুদ্র আতিক বলেছেন: ধন্যবাদ !
৪| ১৭ ই মার্চ, ২০১৯ বিকাল ৪:১২
মাহমুদুর রহমান বলেছেন: এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি
গানের এই লাইনটা আপনার জন্য।
১৯ শে মার্চ, ২০১৯ সকাল ৮:৪৪
রুদ্র আতিক বলেছেন: অতুলনীয় উপহার ! ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১৭ ই মার্চ, ২০১৯ সকাল ১০:৪৫
আকতার আর হোসাইন বলেছেন: আমাদের নিজস্ব রাজ্যে আমরা সবাই রাজা।
সুন্দর হয়েছে।