নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবী কাব্যময় । জীবন ও প্রকৃতির সর্বত্রই কবিতা । যে কবিতা বোঝে না, কবিতা শুনতে বা পড়তে ভালবাসে না- কবিতা আছে তার জীবনেও । তাই কবিতাই আমার সাধনা, অনুপ্রেরণা আর ভালো লাগা ।
''কারখানার শ্রমিক তোরা কারখানারই লোক
কিসের আবার দিবস তোদের বিজয় কিবা শোক !
কিসের আবার ছুটি তোদের কিসের দিবালোক
মুজুরের বাচ্চা তোরা কারখানারই লোক !
আমারা হলাম পালের গোদা আমারা বড় লোক
মোদের আছে হাজার দিবস হাজার রকম শোক !
বলছি কথা কান খুলে শোন মেলে দ্যাখরে চোখ
আমরা হলাম কর্তা মশাই হেড অফিসের লোক !
কামলার বাচ্চা তোরা কারখানারই লোক
কিসের আবার দিবস তোদের বিজয় কিবা শোক !
স্বাধীনতা, বিজয় দিবস, একুশ নামের শোক
এসব করার অনেক আছে হাজার রকম লোক !
যেমন হলাম আমরা আছি হেড অফিসের লোক !
অথবা সব আছে যত সরকারি সব লোক !
কান ধরে বের করে দেব ব্যাটা কারখানারই লোক
কিসের আবার দিবস তোদের বিজয় কিবা শোক !''
রুদ্র আতিক, সিরাজগঞ্জ,
জাতীয় বিজয় দিবস ২০১৭ ইং ।
১৯ শে মার্চ, ২০১৯ সকাল ৮:৩৯
রুদ্র আতিক বলেছেন: রাগের মাথায় লিখেছিলাম, তাই একই শব্দের আধিক্য ঘটেছে মনে হয় । কিন্তু আপনার কথাই ঠিক, কথা সত্য । ধন্যবাদ
২| ১৮ ই মার্চ, ২০১৯ দুপুর ১২:৪৫
আমি মুক্তা বলেছেন: দারুণ হয়েছে ভাই!
১৯ শে মার্চ, ২০১৯ সকাল ৮:৪০
রুদ্র আতিক বলেছেন: অনুপ্রাণিত হলাম, ধন্যবাদ
৩| ১৮ ই মার্চ, ২০১৯ দুপুর ২:৪৭
মাহমুদুর রহমান বলেছেন: কবিতায় বাস্তবতা খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন।
১৯ শে মার্চ, ২০১৯ সকাল ৮:৪১
রুদ্র আতিক বলেছেন: অনুপ্রাণিত হলাম, ধন্যবাদ
৪| ১৮ ই মার্চ, ২০১৯ বিকাল ৪:২৫
আখ্যাত বলেছেন:
সুন্দর
১৯ শে মার্চ, ২০১৯ সকাল ৮:৪১
রুদ্র আতিক বলেছেন: অনুপ্রাণিত হলাম, ধন্যবাদ
৫| ১৮ ই মার্চ, ২০১৯ রাত ৮:৫৪
রাজীব নুর বলেছেন: ভালো কবিতা।
১৯ শে মার্চ, ২০১৯ সকাল ৮:৪১
রুদ্র আতিক বলেছেন: অনুপ্রাণিত হলাম, ধন্যবাদ
৬| ১৮ ই মার্চ, ২০১৯ রাত ৯:২৬
ব্লগার_প্রান্ত বলেছেন: সুন্দর কবিতা।
১৯ শে মার্চ, ২০১৯ সকাল ৮:৪১
রুদ্র আতিক বলেছেন: অনুপ্রাণিত হলাম, ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১৮ ই মার্চ, ২০১৯ দুপুর ১২:২৬
আকতার আর হোসাইন বলেছেন: কথা সত্য। ভাল লেগেছে। বিদ্রোহী কবিতা।
কিন্তু প্রত্যেকটি লাইন একই শব্দ দিয়ে শেষ করায় দৃষ্টিকটু লেগেছে।