নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবী কাব্যময় । জীবন ও প্রকৃতির সর্বত্রই কবিতা । যে কবিতা বোঝে না, কবিতা শুনতে বা পড়তে ভালবাসে না- কবিতা আছে তার জীবনেও । তাই কবিতাই আমার সাধনা, অনুপ্রেরণা আর ভালো লাগা ।
''ছয় প্রজাতে বসত করে মনের গহিন রাজ্যে
দিবা নিশি ব্যস্ত ভীষণ নানান রকম কার্যে ।
আমি তাদের শাসন করি ভুলের দেই সাজা
আমি তাদের কর্তা মশাই আমি তাদের রাজা ।
দুর্জয় এক প্রজা আছে কাম রিপু তার নাম
ভোগ বিলাশে মত্ত থাকা তার আসল কাম ।
আমার আমিকে দেয় সে বাধা ভজন-পূজনে
আর আমি সদা সাধন সাধি কামের সূদনে ।
আরেক প্রজা রাগী ভীষণ ক্রোধে সদা উন্মত্ত
ক্রোধ রিপুরই রাগে কাঁপে স্বর্গ পাতাল মর্ত্য ।
সে তুচ্ছ অতি বিষয় নিয়ে বাধায় লঙ্কাকাণ্ড
সীমায় তারে আনতে দানি অনুরাগেই দণ্ড ।
দুর্দমনীয় প্রজা যে জন নামটি তাহার লোভ
অতৃপ্ত আর অপ্রাপ্তি তার বাড়ায় অতি ক্ষোভ ।
আটপৌরে জীবন আমার আর চাওয়া অতি অল্প,
লোভকে তাই শোনাই আমি সংযমেরই গল্প ।
মরীচিকার মতোই যেন আরেক প্রজা মোহ
মোহই সদা জগৎ জুড়ে বাড়ায় হাজার দ্রোহ ।
মোহের হাজার রকম যেন ভ্রান্ত জ্ঞানে ভরা
শাসন করে বলি তারে, লাগবে না তোর মরা !
অতি লোভী আরেক প্রজার নামটি হল মদ
এই রিপুটি সবার চাইতে ভীষণ রকম বদ ।
যতই তার প্রাপ্তি ঘটাই আরও বেশি সে চায়
মদের জ্বালায় রাজ্য চালানো হচ্ছে দেখি দায় ।
অধার্মিক এক প্রজা আমার নামটি মাৎসর্য্য
পরশ্রীকাতরতাই যেন তাহার আসল ঐশ্বর্য ।
আমি তারে সুপথ দেখাই শেখাই ভাল মন্দ
ছয় প্রজাকেই শেখাই সদা কাব্য সুর ছন্দ ।
আমার আমি একলা একা ভীষণ রকম ব্যস্ত
কারো কাছেই রাজ্যেরই ভার করতে নারি ন্যস্ত ।
আমার মনে বসত করে বিচিত্র ছয় প্রজা
আমার আমি প্রজাদের আর নিজের মনের রাজা । ''
কবিঃ রুদ্র আতিক, সিরাজগঞ্জ
৪,৫ ও ৬ চৈত্র ১৪২৫ বঙ্গাব্দ,
ছবিঃ ইন্টারনেট ।
২১ শে মার্চ, ২০১৯ দুপুর ২:০২
রুদ্র আতিক বলেছেন: অনুপ্রাণিত হলাম, ধন্যবাদ
২| ২১ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৩৫
মাহমুদুর রহমান বলেছেন: অপূর্ব কবিতা।
ছন্দের এতো সুন্দর মেলবন্ধন দেখে আমি মুগ্ধ!
২৩ শে মার্চ, ২০১৯ সকাল ৮:৪৮
রুদ্র আতিক বলেছেন: ধন্য আমি হলাম জেনে তব মন-মন্তব্য
বাসলে ভাল এমনি করে খুঁজে নেব গন্তব্য ! - ধন্যবাদ
৩| ২১ শে মার্চ, ২০১৯ রাত ৯:০৩
সুমন কর বলেছেন: ছন্দময়, দারুণ এবং অর্থময়। +।
২৩ শে মার্চ, ২০১৯ সকাল ৮:৪৯
রুদ্র আতিক বলেছেন: দারুন ভাবে অনুপ্রাণিত হলাম, ধন্যবাদ
৪| ২১ শে মার্চ, ২০১৯ রাত ১০:৩৬
রাজীব নুর বলেছেন: চমৎকার।
২৩ শে মার্চ, ২০১৯ সকাল ৮:৫০
রুদ্র আতিক বলেছেন: আনন্দিত ও চমৎকৃত হলাম, ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২১ শে মার্চ, ২০১৯ দুপুর ১২:৪৩
আকতার আর হোসাইন বলেছেন: ছন্দের দারুণ মিল। সুন্দর হয়েছে।