নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অখ্যাত একটা বেসরকারি প্রতিষ্ঠানে আইসিটি বিভাগে চাকরি । নেশা- আড্ডা, ঘুরে বেড়ানো, বই পড়া ও কবিতা লেখা ।

রুদ্র আতিক

পৃথিবী কাব্যময় । জীবন ও প্রকৃতির সর্বত্রই কবিতা । যে কবিতা বোঝে না, কবিতা শুনতে বা পড়তে ভালবাসে না- কবিতা আছে তার জীবনেও । তাই কবিতাই আমার সাধনা, অনুপ্রেরণা আর ভালো লাগা ।

রুদ্র আতিক › বিস্তারিত পোস্টঃ

প্রণয় আবাহন

২৩ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:৩০


''কালো রাত্রির মহাকাশে
জ্বলজ্বল করছে লক্ষ কোটি তারা
বিনিদ্র রজনী জাগি তন্দ্রা হারা ।

আমার মনের মধ্যে
কবিতার একটি মাত্র শব্দ ভালবাসি
করে কাঁদাকাটি আর হাসাহাসি ।

সেই খানে আলো ছায়া
মেঘ আর রোদ্দুরের মাখামাখি,
এক সাথে করে পথ চলাচলি
রূপোলী জ্যোৎস্না আর নীল জোনাকি ।

বিরহ ব্যাথা আছে সেথা
আরো আছে বুক ভরা অভিমান
ভালবাসি তাই ভালবেসে যাই
সপ্ত সুরে বাঁধা ভাললাগার গান ।

আরো আছে সাধারণ
ভালবাসার ব্যাকরণ
আছে ধর্ম অধর্মের জ্বালা
গাঁথি তাই অকারণ
ভেঙ্গে ফেলে সব পণ
গল্প কবিতা আর কথার মালা ।

বেঁচে থাকার নিশ্বাসে
বিশ্বাসে মিশে আছে চেতনা চেতন
লালন করিয়া প্রেম অতি সযতন ।

আমার বুকের মধ্যে
আছে কাব্যের যত সুর ছন্দাবলী
ভালবাসি বলে তারা করে গলাগলি ।

এই খানে আছে মায়া
সুর আর ছন্দের কাড়াকাড়ি
আছে শত বিহঙ্গের কল কাকলি,
আশা আর স্বপ্নের বেশি বাড়াবাড়ি ।

অসীম আনন্দ আছে সেথা
রচে সেথা দুঃসহ অভিযান
বসে পাশাপাশি করে ঠাসাঠাসি
রাশি রাশি মান অভিমান ।

আরো আছে সকরুণ
ভালবাসা নিদারুণ
আছে পাপ পুণ্যের খেলা
রচি তাই রসায়ন
সঁপে দিয়ে যৌবন
দেহ মন আর জীবনের ভেলা ।

এই সব ফেলে তুমি
যাবে বল কোন সে সুদূর
এত গান এত সুর
বাজিবে কোথা আর এত সুমধুর !

এসো তাই দুজনে গড়ে তুলি প্রাণপণে
নিত্য নব বাসর মধুর
চলো যাই এই ক্ষণে সব ভুলি আনমনে
আছে যত বেদনা বিধুর ।।''


কবিঃ রুদ্র আতিক, সিরাজগঞ্জ,
২৭ অগ্রহায়ণ ১৪২৪ বঙ্গাব্দ
ছবিঃ ইন্টারনেট।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:৪৮

চাঁদগাজী বলেছেন:


কাকে বাসর বাধার আহবান, বিয়ে টিয়ের দরকার নেই?

২৩ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:৫০

রুদ্র আতিক বলেছেন: কেন ভাই ? সারা জীবন কি ইয়ে টিয়ে করেই কাটিয়ে দেবেন !

২| ২৩ শে মার্চ, ২০১৯ রাত ৮:০৮

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

২৪ শে মার্চ, ২০১৯ সকাল ৮:২১

রুদ্র আতিক বলেছেন: অনুপ্রাণিত হলাম, ধন্যবাদ

৩| ২৩ শে মার্চ, ২০১৯ রাত ৯:৪২

মাহমুদুর রহমান বলেছেন: কবিতা ভালো লাগলো।

২৪ শে মার্চ, ২০১৯ সকাল ৮:২১

রুদ্র আতিক বলেছেন: ধন্য হলাম, ধন্যবাদ

৪| ২৪ শে মার্চ, ২০১৯ রাত ১১:৫২

তীর্থক বলেছেন: ভাল লিখেছেন। লেখায় আরেকটু সময় দিলে আরও ভাল হবে!

২৫ শে মার্চ, ২০১৯ সকাল ৮:৩৪

রুদ্র আতিক বলেছেন: ভাল লাগলো, ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.