নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবী কাব্যময় । জীবন ও প্রকৃতির সর্বত্রই কবিতা । যে কবিতা বোঝে না, কবিতা শুনতে বা পড়তে ভালবাসে না- কবিতা আছে তার জীবনেও । তাই কবিতাই আমার সাধনা, অনুপ্রেরণা আর ভালো লাগা ।
''স্বাধীনতা আছে গল্প কথায়, কবিতা আর কাব্যে
স্বাধীনতা কেবল পুঁজিপতির একথা কে ভাববে ?
স্বাধীনতা নাই গরিব লোকের নাই দরিদ্র মানুষে
স্বাধীনতা নাই কল কারখানায় স্বাধীনতারই দিবসে ।
স্বাধীনতা আছে টিভি অনুষ্ঠান,নাটকে আর নৃত্যে
স্বাধীনতা আছে শিল্পপতির পুত্র কন্যার চিত্তে ।
স্বাধীনতা নাই স্বাধীন দেশে স্বাধীন ভাবে বাঁচার
স্বাধীনতা নাই সোনার দেশে স্বাধীন ভাবে হাসার ।
স্বাধীনতা আছে স্মৃতির পাতায়,খবরে আর কাগজে
স্বাধীনতা আছে সংবিধান আর কিছু জাতির মগজে ।
স্বাধীনতা নাই কর্ম ক্ষেত্রে নাই যাপিত জীবনে
স্বাধীনতা নাই সমান ভাবে সকল মানব সাধনে ।
স্বাধীনতা আছে সরকার আর সরকারী সব চাকরের
স্বাধীনতা আছে মুন্ত্রি মশাই, চেলা আর চামচাদের ।
স্বাধীনতা নাই শ্রমিক প্রজা আর নাই চাষাভূষাদের
স্বাধীনতা নাই চাকর-বাকর আর নাই দিন মজুরের ।
স্বাধীনতা আছে দেশের গানে আছে শহীদ মিনারে
স্বাধীনতা আছে ধনবানে আর সৌধ-স্মৃতির কিনারে ।
স্বাধীনতা নাই সাধারণে আর সমান মেধার বিকাশে
স্বাধীনতা নাই সবার মনের স্বাধীন মত প্রকাশে ।
স্বাধীনতা আছে নেতা আর নেত্রীর মধুরতর ভাষণে
স্বাধীনতা কেবল শাসক শ্রেণীর শাসন আর শোষণে ।
স্বাধীনতা নাই ধর্মে-কর্মে নাই স্বাধীন জীবন যাপনে
স্বাধীনতা নাই লেখালেখি আর কবির মেধা মননে ।
স্বাধীনতা আছে স্বাধীনতা দিবসে জাতীয় প্যারেড স্কয়ারে
স্বাধীনতা কেবল ব্যানার পোস্টার আর নানান প্রচারে ।
স্বাধীনতা নাই আপন মনে মনের কথা বলার
স্বাধীনতা নাই ইচ্ছে মতো পথ পেরিয়ে চলার ।
স্বাধীনতা আছে থিয়েটারের হরেক রকম নাটকে
স্বাধীনতা আছে বিনা দোষে অনেক মানুষ আটকে ।
স্বাধীনতা নাই নিজের মতো নিজের ভোটটি দেবার
স্বাধীনতা নাই হিসেব কষে ন্যায্য পাওনা নেবার ।
স্বাধীনতা আছে প্রমোদ কানন আর অট্টালিকা পরে
স্বাধীনতা আছে ধনী লোকের সবার ঘরে ঘরে ।
স্বাধীনতা নাই পথ শিশু আর ঘরহীন মানুষের
স্বাধীনতা নাই সব মানুষের হাসি আর আনন্দের ।
স্বাধীনতা আছে লাখো শহীদের বীরত্বেরই গাঁথায়
স্বাধীনতা আছে বই পুস্তক আর ইতিহাসের পাতায়
স্বাধীনতা নাই দুস্থ জন আর অসহায় মানুষের
স্বাধীনতা নাই বিশ্ব বিবেক আর সকল বঞ্চিতের ।
স্বাধীনতা নাই বীরাঙ্গনার চির অশ্রু সজল চোখে
স্বাধীনতা নাই শ্রমিক শ্রেণীর করুণ মলিন মুখে ।
স্বাধীনতা আছে বুকের ভেতর, মনের মাঝেই থাক
শহীদ বেদীতে পুষ্প দিয়ে স্বাধীনতা ঢেকে যাক !
স্বাধীনতা থাক কাব্যে কথায় আর উপন্যাসের পাতায়
স্বাধীনতা থাক অন্তরেতে কঠিন বুক পাঁজরের খাঁচায় ।
আটচল্লিশ বছর পূর্ণ হোল আজ মহান স্বাধীনতার
আটচল্লিশ বাক্যে লিখে গেলাম স্বাধীনতা আজ কার !''
কবিঃ রুদ্র আতিক, সিরাজগঞ্জ
১২ চৈত্র ১৪২৫ বঙ্গাব্দ
ছবিঃ ইন্টারনেট ।
২৬ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:১৩
রুদ্র আতিক বলেছেন: রাষ্ট্রযন্ত্রে সুশাসন প্রতিষ্ঠিত করা হলে সব কিছুই মিলবে । আর এসবের জন্য দরকার সরকারের সদিচ্ছা । ধন্যবাদ
২| ২৬ শে মার্চ, ২০১৯ রাত ৯:১৪
পদাতিক চৌধুরি বলেছেন: অপ্রিয় হলেও সুন্দর কথামালায় বিভাজিত স্বাধীনতা এঁকেছেন। ++
চেতনা প্রস্ফুটিত হোক ; মানবিক সত্ত্বার বিকাশ ঘটুক।
ছবিগুলি ভীষণ সুন্দর লাগছে।
শুভকামনা ও ভালোবাসা জানবেন।
২৭ শে মার্চ, ২০১৯ সকাল ১০:০০
রুদ্র আতিক বলেছেন: অনেক ভাল লাগলো, অনেক অনুপ্রাণিত হলাম ! আপনার মরীচিকা কয়েক পর্ব পড়ে আর সময় করে উঠতে পারিনি । তবে আকাঙ্খা রয়েই গেছে। ধন্যবাদ
৩| ২৬ শে মার্চ, ২০১৯ রাত ৯:২০
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: রাষ্ট্রযন্ত্রে সুশাসন প্রতিষ্ঠিত করা হলে সব কিছুই মিলবে । আর এসবের জন্য দরকার সরকারের সদিচ্ছা । ধন্যবাদ
এই দেশ পচে গলে নষ্ট হয়ে গেছে।
২৭ শে মার্চ, ২০১৯ সকাল ৯:৩৬
রুদ্র আতিক বলেছেন: দুঃখিত, সহমত পোষণ করতে পারছি না ! দেশ পচেনি, পচে গেছে দেশের মানুষের মানসিকতা ! ধন্যবাদ
৪| ২৬ শে মার্চ, ২০১৯ রাত ৯:৪২
মাহমুদুর রহমান বলেছেন: কবিতা খুব ভালো লেগেছে।
২৭ শে মার্চ, ২০১৯ সকাল ৯:৩৯
রুদ্র আতিক বলেছেন: ভালো লেগেছে আপনার মন্তব্যও ! ভাল থাকুন, ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২৬ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:১৭
রাজীব নুর বলেছেন: মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসাম্প্রদায়িক, ন্যায় ও সমতাভিত্তিক সমাজ গড়ে তোলার সংগ্রামে দল-মতনির্বিশেষে সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসবেন, এটাই সবার প্রত্যাশা ।
জয় বাংলা ।