নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অখ্যাত একটা বেসরকারি প্রতিষ্ঠানে আইসিটি বিভাগে চাকরি । নেশা- আড্ডা, ঘুরে বেড়ানো, বই পড়া ও কবিতা লেখা ।

রুদ্র আতিক

পৃথিবী কাব্যময় । জীবন ও প্রকৃতির সর্বত্রই কবিতা । যে কবিতা বোঝে না, কবিতা শুনতে বা পড়তে ভালবাসে না- কবিতা আছে তার জীবনেও । তাই কবিতাই আমার সাধনা, অনুপ্রেরণা আর ভালো লাগা ।

রুদ্র আতিক › বিস্তারিত পোস্টঃ

মেঘ বৃষ্টি মন

০২ রা এপ্রিল, ২০১৯ সকাল ৮:১৫


''মেঘে মেঘে ডমরু বাজে
বাজায় তুরি-ডঙ্কা
তড়িৎ বেগে বিজলী নাচে
জাগায় মনে শঙ্কা ।

মাটির বুকে বৃষ্টি ঝরে
টাপুর-টুপুর ছন্দে
হৃদয় আমার উছলে পড়ে
সোঁদা মাটির গন্ধে ।

বৃক্ষ শাখা ছিন্ন পাতা
পবন বেগে ধায়
মনের হাজার স্বপ্ন গাঁথা
নবীন সুরে গায় ।

আলো আঁধার খেলা করে
ভেতর বাহির মনে
একলা একা মনটা পোড়ে
বারণ নাহি শোনে ।

এমন দিনে তোমায় বিনে
কেমন করে থাকি
মন ফেঁসেছে প্রেমের ঋণে
পরেছে প্রেমের রাখি ।

ব্যাঙ্ ডাকছে অদূর গাঙে
বৃষ্টি গেছে থামি
সেই সুরেতে মন রাঙিয়ে
কাব্য রচি আমি ।

বৃষ্টি এলেই মনে পড়ে
বাদল দিনের গান
মেঘের মতো ইচ্ছে করে
উড়িয়ে দিতে প্রাণ ।

বৃষ্টি এলো বৃষ্টি গেল
না উঠিল রোদ
দিন ফুরিয়ে সন্ধ্যে হোল
জাগল নাহি বোধ ।

বৃষ্টি ঝরে শুদ্ধ করুক
এই বিশ্ব-চরাচর
মনের ভেতর বয়ে চলুক
চির প্রেমের পারাবার । ''

কবিঃ রুদ্র আতিক, সিরাজগঞ্জ
রচনা কালঃ ১৬ ও ১৭ চৈত্র ১৪২৫ বঙ্গাব্দ
ছবিঃ ইন্টারনেট।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৯ সকাল ৯:২৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর ছড়া গড়েছেন ভাই, চমৎকার কথামালা।

শুভকামনা জানবেন

০২ রা এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৪১

রুদ্র আতিক বলেছেন: অনেক অনুপ্রাণিত হলাম, ধন্যবাদ

২| ০২ রা এপ্রিল, ২০১৯ সকাল ১১:৪৮

তারেক_মাহমুদ বলেছেন: খুবই সুন্দর হয়েছে ছড়া। ++

০২ রা এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৪১

রুদ্র আতিক বলেছেন: খুবই অনুপ্রাণিত হলাম, ধন্যবাদ

৩| ০২ রা এপ্রিল, ২০১৯ দুপুর ২:৫৮

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

০৩ রা এপ্রিল, ২০১৯ সকাল ৮:১১

রুদ্র আতিক বলেছেন: ভালোবাসা অবিরাম, ধন্যবাদ

৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:২৫

ব্লগার_প্রান্ত বলেছেন: ভালো লাগলো

০৬ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:১২

রুদ্র আতিক বলেছেন: ভালো লাগলো দেখে আমারও ভালো লাগলো ! ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.