নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অখ্যাত একটা বেসরকারি প্রতিষ্ঠানে আইসিটি বিভাগে চাকরি । নেশা- আড্ডা, ঘুরে বেড়ানো, বই পড়া ও কবিতা লেখা ।

রুদ্র আতিক

পৃথিবী কাব্যময় । জীবন ও প্রকৃতির সর্বত্রই কবিতা । যে কবিতা বোঝে না, কবিতা শুনতে বা পড়তে ভালবাসে না- কবিতা আছে তার জীবনেও । তাই কবিতাই আমার সাধনা, অনুপ্রেরণা আর ভালো লাগা ।

রুদ্র আতিক › বিস্তারিত পোস্টঃ

পুঁজিবাদের প্রভাবে দেশে ধনী দরিদ্রের বৈষম্য প্রকট

১৬ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:১৬


টাকা হলে বিপাশা, মৌ
হতে পারে তোমারই বউ !
লাগিলে টাকার সুড়সুড়ি
জ্ঞানীরা হয় জড়সড় ।
যত পার টাকা ধর,
ও ক্যাবলারে, টাকা হল বাপেরও বড় ।- নকুল কুমার বিশ্বাস

আমার কাছে পুঁজিবাদের সহজ সংজ্ঞা হল, যার আছে তার আরও হবে, যার নাই সে দ্রুত নিঃস্ব হবে ! আভিধানিক অর্থে পুঁজিবাদের আরেক অর্থ ধনতন্ত্র । আক্ষরিক অর্থে যেখানের গরীবের কোন অংশই নেই !

যুক্তরাষ্ট্রের সম্পদ গবেষণা সংস্থা ওয়েলথ এক্সের হিসাবে, অতিধনীর সংখ্যা বাড়ার হারের দিক দিয়ে বিশ্বের বড় অর্থনীতির দেশগুলোকে পেছনে ফেলেছে বাংলাদেশ। ২০১২ সাল থেকে পরবর্তী পাঁচ বছরে দেশে ধনকুবেরের সংখ্যা বেড়েছে গড়ে ১৭ শতাংশ। এ হার যুক্তরাষ্ট্র, চীন, জাপান, ভারতসহ ৭৫টি বড় অর্থনীতির দেশের চেয়ে বেশি। একই সংস্থার আরেক হিসাবে দেখা যায়, ধনীর সংখ্যা বৃদ্ধিতে বাংলাদেশ বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে। এই পরিসংখ্যান অনেকের কাছে বা আপাত দৃষ্টিতে সকলের কাছে স্বস্তিদায়ক হলেও মুদ্রার আরেক পিঠের অবস্থা হতাশা ব্যঞ্জক ।

দেশে প্রতিনিয়ত দরিদ্র মানুষের আয় কমছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) খানা আয়-ব্যয় জরিপ-২০১৬ অনুযায়ী ২০১০ সালের তুলনায় ২০১৬ সালে দেশে সবচেয়ে ধনী ৫ শতাংশ পরিবারের আয় প্রায় ৫৭ শতাংশ বেড়েছে। একই সময় সবচেয়ে দরিদ্র ৫ শতাংশ পরিবারের আয় কমেছে ৫৯ শতাংশ।
টাকায় টাকা আনে একথা আজ হারে হারে সত্যি হল । আজ সকালে আমার এক কলিগ কথা প্রসঙ্গে বললেন, টাকা হল ম্যাগনেট ! সত্যিই তাই । কিন্তু প্রশ্ন হল, পুঁজিবাদের প্রভাবে পুঁজিপতিদের কাছে সারাজীবন কি এভাবেই মার খাবে দরিদ্র মানুষেরা ? দেশে দেশে কালে কালে প্রাচীন এই বৈষম্য দিন দিন প্রাচীন থেকে আরও প্রাচীনতর হয়ে উঠছে । এর কি কোনই বিহিত নেই ?

শিক্ষা জীবনে ওয়েস্টার্ন পলিটিক্যাল থট, ওরিয়েন্টাল পলিটিক্যাল থট, তুলনামুলক অর্থ ব্যবস্থা ইত্যাদি অধ্যয়নের সময় বদ্ধমূল হয়েছিল সকল ব্যবস্থাতেই আছে শোষণ আর বৈষম্য । একমাত্র ইসলামি অর্থব্যবস্থাই শোষণ মুক্ত । ইসলামি বিধান মত যদি যাকাত, উশর ইত্যাদি বাধ্যতামূলক করা হয় তাহলে একসময় নাগরিক জীবনে সাম্যবস্থা বিরাজ করবেই করবে । তবে যেকোনো রাষ্ট্রীয় ব্যবস্থায় যদি সুশাসন নিশ্চিত করা যায় তাহলে বৈষম্য কমিয়ে আনা সম্ভব বলে আমার বিশ্বাস ।

রুদ্র আতিক, সিরাজগঞ্জ
৩ বৈশাখ ১৪২৬ বঙ্গাব্দ
ছবিঃ ইন্টারনেট ।

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৪৮

আকতার আর হোসাইন বলেছেন: সুন্দর আলোচনা করেছেন। ভালো লাগলো।

পুঁজিবাদী সাম্রাজ্যবাদ যতদিন থাকবে ততদিন এদেশের উন্নতি হবে না।

যেদিন থেকে সাম্রাজ্যবাদী পুঁজিবাদ কার্যকর হবে সেদিন থেকেও মূলত বাংলাদেশের উন্নতি হবে।

১৬ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১:৪৭

রুদ্র আতিক বলেছেন: ধন্যবাদ, আপনাকেও সুন্দর মন্তব্যের জন্য । শেষ লাইনটায় কার্যকরের আগে সম্ভবত অ প্রত্যয় যুক্ত হবার কথা ছিল !

২| ১৬ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৫৫

তারেক_মাহমুদ বলেছেন: ভাল লিখেছে, সুশাসন খুবই জরুরি।

১৬ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১:৫০

রুদ্র আতিক বলেছেন: অবশ্যই জরুরী, কল্যাণকামী রাষ্ট্রের মূল লক্ষ্যই সুশাসন প্রতিষ্ঠা ! ধন্যবাদ

৩| ১৬ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৫৮

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: মনের মতো ভাবনা। ধনীদের এতে চিন্তা নাই কিন্তু আমার ভবিষ্যৎ অন্ধকার।

১৬ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১:৫২

রুদ্র আতিক বলেছেন: পানি তো সব সময় নিচের দিকেই গড়েরে ভাই ! ধন্যবাদ

৪| ১৬ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১:২৪

আনু মোল্লাহ বলেছেন: আপনার ভাবনা যথার্থ।

১৬ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১:৫৪

রুদ্র আতিক বলেছেন: আপনি বলছেন যথার্থ কিন্তু যাদের জন্য লেখা, তারা কি বুঝবে ইহার মর্মার্থ ! ধন্যবাদ

৫| ১৬ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১:৩১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর পোস্ট।

১৬ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১:৫৬

রুদ্র আতিক বলেছেন: সত্যকে সুন্দর বলিবার সৎ সাহস কয় জনের আছে বলুন ! ধন্যবাদ

৬| ১৬ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৩:৫৬

চাঁদগাজী বলেছেন:


ক্যাপিটেলিজমে কি ঘটছে সেটা গাধাও অনুভব করতে পারে; তবে, কিভাবে ঘটছে, সেটা আপনি অনুধাবন করতে পারছেন না। ইসলামিক অর্থনীতিই আপনার জন্য একমাত্র সমাধান: আপনার বাবা মারা গেলে, আপনি যতটুকু পারিবারিক জমি পাবেন, আপনার বোন অর্ধেক পাবেন। আপনি কি প্রশ্নফাঁসের সময় পাশ করেছেন?

১৮ ই এপ্রিল, ২০১৯ সকাল ৮:২৪

রুদ্র আতিক বলেছেন: আপনার বাবা মারা গেলে আপনি শুধু আপনার বাবার সম্পত্তিই পাবেন । আর আপনার বোন তার স্বামীর অংশও পাবে আবার বাবার সম্পত্তির ভাগও পাবে । আর আমি প্রশ্ন ফাঁসের সময় পাস করিনি ভাই ! আমি পাশ করেছি নকলের যুগে ।

৭| ১৬ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৪:১১

নূর আলম হিরণ বলেছেন: সুন্দর শুরু করেছিলেন, শেষে এসে যাকাত, দান, খয়রাত দিয়ে সমতা আনতে গিয়ে প্যাঁচ লাগিয়ে ফেলছেন।

১৮ ই এপ্রিল, ২০১৯ সকাল ৮:২৭

রুদ্র আতিক বলেছেন: আমি প্যাঁচ লাগাইনি ভাই ! প্যাঁচ লেগেছে আপনার বোধগম্যতার জন্য ! সবশেষে সুশাসনের মতো সান্তনা পুরস্কারের কথাও কিন্তু বলেছি । ধন্যবাদ

৮| ১৬ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৫৯

অজ্ঞ বালক বলেছেন: পুঁজিবাদ একটা জরুরী জিনিস সভ্যতার উৎকর্ষের জইন্য। ব্যাপারটা ভালো কইরা মাথা খাটাইলে বুঝতে পারবেন।

১৮ ই এপ্রিল, ২০১৯ সকাল ৮:২৯

রুদ্র আতিক বলেছেন: আমারও বিশ্বাস আপনিও মাথা খাটালে বুঝতে সক্ষম হবেন পুঁজিবাদের কুপ্রভাব ! ধন্যবাদ

৯| ১৬ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৩০

রাজীব নুর বলেছেন: মহাকালের মধ্যে কি পরকালও আছে ?

১৮ ই এপ্রিল, ২০১৯ সকাল ৮:৩০

রুদ্র আতিক বলেছেন: পরকালে আমার বিশ্বাস আছে ! কিন্তু তা মহাকালের সিমানার মধ্যে কিনা তা জানা নাই ! ধন্যবাদ

১০| ১৬ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৩১

মাহমুদুর রহমান বলেছেন: কিছু বলার নেই।

১৮ ই এপ্রিল, ২০১৯ সকাল ৮:৩১

রুদ্র আতিক বলেছেন: কবিরা অনেক স্থানেই নিরব ! এ নিয়ে আমারও কিছু বলার নাই । ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.